দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি : দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল প্ল্যান্টে (ASP) কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ২০১৮ সালের ডিসেম্বরে এই সিদ্ধান্তের পর কোনও সংস্থা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টকে অধিগ্রহণ করেনি। তা নিয়ে বেশ স্বস্তিতে ছিল শ্রমিকমহল। কয়েকদিন আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় PMO থেকে ASP-সহ আরও দুটি কারখানার ১০০ শতাংশ বিলগ্নীকরণের কথা জানানো হয়েছে। আজ এই সিদ্ধান্তের প্রতিবাদে ASP-র গেটের বাইরে আন্দোলনে নামে CITU। যোগ দিয়েছে INTUC-সহ একাধিক শ্রমিক সংগঠন।
এই কারখানায় যাতে বিলগ্নীকরণ না করা হয় তার জন্য CITU, INTUC-সহ আরও কয়েকটি শ্রমিক সংগঠন আসানসোলের BJP সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র মাধ্যমে দিল্লিতে ইস্পাত মন্ত্রীর কাছে দরবার করেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং কয়েকমাস আগে দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শনে আসেন। পরে সাংবাদিক বৈঠকে বিলগ্নীকরণের প্রশ্নের জবাবে বলেন, "যাতে ASP-কে দুর্গাপুরের অন্য একটি কারখানা DSP-র সঙ্গে সংযুক্ত করে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা চলছে।" ইস্পাতমন্ত্রীর মুখে এই কথা শুনে শ্রমিক মহল খানিকটা অক্সিজেন পায়। এবার ASP, সালেম ও ভদ্রাবতী এই তিনটি কারখানার ১০০ শতাংশ বিলগ্নীকরণের সিদ্ধান্তের কথা সামনে আসায় ফের উত্তপ্ত শ্রমিক সংগঠন।
কয়েকদিন আগে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসেন। কিন্তু তাঁর মুখে কারখানা সংক্রান্ত একটি শব্দও শোনা যায়নি। এনিয়ে শ্রমিকমহলে সমালোচনা শুরু হয়। এবার ১০০ শতাংশ বিলগ্নীকরণের নতুন সিদ্ধান্তে শ্রমিকমহলে চূড়ান্ত অসন্তোষ দেখা দিয়েছে।