ETV Bharat / city

Dear Lottery Scam Allegations : ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা - Returned to Government

নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা ও ক্রেতারা (Buyers-Sellers Allege Big Scam in Dear Lottery) ৷ এই নিয়ে সরকারকেই কাঠগড়ায় তুলছেন সকলে ৷ অবস্থা বুঝে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম ও বিজেপি (CPIM-BJP Slams Bengal Government in Dear Lottery Scam Allegations) ৷

buyers-sellers allege big scam in dear lottery
Dear Lottery Scam Allegations : ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা
author img

By

Published : May 24, 2022, 3:48 PM IST

দুর্গাপুর, 24 মে : রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর বাংলার কোটি কোটি মানুষ ৷ সেই কারণেই দিনে তিনবার নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারির (Nagaland Government Dear Lottery) টিকিট কাটছেন অনেকে ৷ কারও ভাগ্য খুলছে ৷ কেউ আবার লটারির দোকানে হাজির হচ্ছেন নতুন করে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ৷

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট বিক্রি হচ্ছে

কিন্তু সবক্ষেত্রে তা হচ্ছে কি ? গত কয়েকমাসে বারবার এই প্রশ্ন উঠেছে লটারির টিকিটের বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে ৷ কেন এই প্রশ্ন উঠছে ? লটারির টিকিট বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল অধিকাংশ দিনই প্রথম পুরস্কার বা 9 হাজার টাকার পুরস্কার উঠছে অবিক্রিত টিকিটের উপর ৷ আর তা চলে যাচ্ছে সরকারের কাছে ৷ লটারির রেজাল্টের উপর লেখা থাকছে - রিটার্নড টু গর্ভনমেন্ট (Returned to Government) ৷

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

সেই কারণেই লটারির বিক্রেতা থেকে ক্রেতা, সকলেই দুর্নীতির অভিযোগ তুলছেন ৷ আর রাজনৈতিক নেতারা এই নিয়ে কাঠগড়ায় তুলছেন পশ্চিমবঙ্গ সরকারকে ৷ বিজেপি এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে ৷ আর সিপিএমের দাবি, এর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই (Mamata Banerjee Government) ৷

buyers-sellers allege big scam in dear lottery
অবিক্রিত টিকিটে প্রথম পুরস্কার

ঠিক কী ঘটছে ? লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, নাগাল্যন্ড সরকারের এই ডিয়ার লটারি খেলা হয় দিনে তিনবার ৷ দুপুর 1টা, সন্ধ্যা 6টা ও রাত 8টা ৷ প্রতিটিতেই প্রথম পুরস্কার থাকে 1 কোটি টাকা ৷ এছাড়াও একাধিক পুরস্কার থাকে ৷ টিকিট শুরু হয় শূন্য সংখ্যা দিয়ে ৷ আর শূন্য সংখ্যা দিয়ে যে টিকিটগুলি শুরু হচ্ছে, তা নিয়ে দানা বেঁধেছে যত বিতর্ক ৷

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট

দুর্গাপুরের এক টিকিট বিক্রেতা দীনেশ কমল লাহার দাবি, গত তিন চার মাস ধরে জিরো ব্যাকের টিকিট (শূন্য সংখ্যা দিয়ে শুরু টিকিট) পাওয়া যাচ্ছে না ৷ অথচ সেই টিকিটেই প্রথম পুরস্কার উঠছে প্রায়ই ৷ ফলে প্রতিটি টিকিট রিটার্নড টু গভর্নমেন্ট হয়ে যাচ্ছে ৷ একই বক্তব্য ওই এলাকার আরও এক লটারির টিকিট বিক্রেতা অনির্বাণ দে-র ৷ তিনি জানিয়েছেন, গ্রাহকরা এই বিষয়ে কিছু জানেনই না ৷

আরও পড়ুন : 30 টাকার লটারির টিকিট কিনে কোটিপতি ভাতারের মাছ ব্যবসায়ী

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, যে টিকিট বিক্রি হচ্ছে না ৷ সেই টিকিটে খেলা হচ্ছে কী করে ? কিন্তু এর কোনও সদুত্তর মেলেনি বলে লটারির টিকিট বিক্রেতাদের দাবি ৷ কিন্তু তাঁদেরকেই গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ৷ দুর্গাপুরের লটারির এক টিকিট বিক্রেতা দীপেন সরকার বলেন, ‘‘গ্রাহকরা এসে আমাদের কাছে এই প্রশ্ন করছেন, টিকিট বিক্রি না হলে কীভাবে প্রথম পুরস্কার উঠছে কী করে ? কিন্তু আমরা কোনও সদুত্তর দিতে পারছি না ৷’’

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট বিক্রেতা

গ্রাহকরা তাই মনে করছেন যে তাঁরা লটারির টিকিট কিনে প্রতারিত হচ্ছেন ৷ দুর্গাপুরের বাসিন্দা সিদ্ধার্থ সরকার নিয়মিত টিকিট কেনেন ৷ তিনি একটি লটারির দোকানের সামনে দাঁড়িয়ে বললেন, ‘‘টিকিট কাটছি ৷ কিন্তু পুরস্কার কিছুই হচ্ছে না ৷ গ্রাহক হিসেবে আমরা প্রতারিত হচ্ছি ৷’’

তাই প্রশ্ন উঠছে, প্রতারণা কে করছে ? গোবিন্দ ধাঙর নামে লটারির এক টিকিট বিক্রেতা গোটা বিষয়টিতে সরকারের ঘাড়ে দায় চাপিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘সারাদিন খাটছি ৷ কিন্তু কোনও লাভ হচ্ছে না ৷ সব টাকা সরকার নিয়ে নিচ্ছে ৷’’

আরও পড়ুন : চিকিৎসা করাতে এসে কোটিপতি কাঁথির যুবক !

কিন্তু দায় কোন সরকারের ? নাগাল্য়ান্ড সরকারের ! নাকি পশ্চিমবঙ্গ সরকারের ? অবিক্রিত টিকিটে পুরস্কার উঠলে, সেখানে যে রিটার্নড টু গর্ভনমেন্ট বা সরকারকে ফেরত দেওয়ার কথা লেখা হচ্ছে, সেক্ষেত্রে টিকিটের টাকা কোন সরকারের কোষাগারে যাচ্ছে ? প্রশাসনিক স্তর বা লটারি টিকিট বিক্রি সংক্রান্ত কর্তৃপক্ষের কাছ থেকে এর কোনও উত্তরই মেলেনি ৷

ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা

যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে শুরু করেছে ৷ কারণ, যে দুর্নীতির অভিযোগ, ক্রেতা বিক্রেতারা তুলছেন, তা সত্যি হলে কয়েক কোটি টাকার দুর্নীতি হচ্ছে প্রতিমাসে ৷ যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই গোটা বিষয়টির দায় চাপিয়েছে বাংলার সরকারের ঘাড়ে ৷ তাঁর অভিযোগ, এই সরকার দুর্নীতির আপাদমস্তকে ঢাকা ৷ এই টিকিট কেটে মধ্যবিত্ত-গরিব মানুষ প্রতারিত হচ্ছেন ৷ এটা বিরাট দুর্নীতি ৷ তাঁর আশ্বাস, ‘‘এই বিষয়টি বিধানসভায় তুলব ৷ সিবিআই তদন্ত দাবি করব ৷’’

আরও পড়ুন : Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি

অন্যদিকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, নাগাল্যান্ড লটারিকে পশ্চিমবঙ্গ সরকার টিকিট বিক্রির অনুমতি দিয়ে থাকলে এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে ৷ অনুমতি না দিলে সংশ্লিষ্ট লটারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে ৷ এই দুর্নীতিতে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন ৷

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে এই লটারি দুর্নীতি নিয়ে কাঠগড়ায় তোলা হলেও এই নিয়ে দুর্গাপুরের কোনও তৃণমূল নেতাই কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

এখন দেখার লটারির টিকিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার সত্যতা কতটা ? আর এই নিয়ে প্রশাসনিক স্তরে কোনও পদক্ষেপ করা হয় কি না !

আরও পড়ুন : জলপাইগুড়িতে নকল লটারির টিকিট দেখিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি, গ্রেপ্তার 4

দুর্গাপুর, 24 মে : রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর বাংলার কোটি কোটি মানুষ ৷ সেই কারণেই দিনে তিনবার নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারির (Nagaland Government Dear Lottery) টিকিট কাটছেন অনেকে ৷ কারও ভাগ্য খুলছে ৷ কেউ আবার লটারির দোকানে হাজির হচ্ছেন নতুন করে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ৷

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট বিক্রি হচ্ছে

কিন্তু সবক্ষেত্রে তা হচ্ছে কি ? গত কয়েকমাসে বারবার এই প্রশ্ন উঠেছে লটারির টিকিটের বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে ৷ কেন এই প্রশ্ন উঠছে ? লটারির টিকিট বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল অধিকাংশ দিনই প্রথম পুরস্কার বা 9 হাজার টাকার পুরস্কার উঠছে অবিক্রিত টিকিটের উপর ৷ আর তা চলে যাচ্ছে সরকারের কাছে ৷ লটারির রেজাল্টের উপর লেখা থাকছে - রিটার্নড টু গর্ভনমেন্ট (Returned to Government) ৷

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

সেই কারণেই লটারির বিক্রেতা থেকে ক্রেতা, সকলেই দুর্নীতির অভিযোগ তুলছেন ৷ আর রাজনৈতিক নেতারা এই নিয়ে কাঠগড়ায় তুলছেন পশ্চিমবঙ্গ সরকারকে ৷ বিজেপি এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে ৷ আর সিপিএমের দাবি, এর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই (Mamata Banerjee Government) ৷

buyers-sellers allege big scam in dear lottery
অবিক্রিত টিকিটে প্রথম পুরস্কার

ঠিক কী ঘটছে ? লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, নাগাল্যন্ড সরকারের এই ডিয়ার লটারি খেলা হয় দিনে তিনবার ৷ দুপুর 1টা, সন্ধ্যা 6টা ও রাত 8টা ৷ প্রতিটিতেই প্রথম পুরস্কার থাকে 1 কোটি টাকা ৷ এছাড়াও একাধিক পুরস্কার থাকে ৷ টিকিট শুরু হয় শূন্য সংখ্যা দিয়ে ৷ আর শূন্য সংখ্যা দিয়ে যে টিকিটগুলি শুরু হচ্ছে, তা নিয়ে দানা বেঁধেছে যত বিতর্ক ৷

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট

দুর্গাপুরের এক টিকিট বিক্রেতা দীনেশ কমল লাহার দাবি, গত তিন চার মাস ধরে জিরো ব্যাকের টিকিট (শূন্য সংখ্যা দিয়ে শুরু টিকিট) পাওয়া যাচ্ছে না ৷ অথচ সেই টিকিটেই প্রথম পুরস্কার উঠছে প্রায়ই ৷ ফলে প্রতিটি টিকিট রিটার্নড টু গভর্নমেন্ট হয়ে যাচ্ছে ৷ একই বক্তব্য ওই এলাকার আরও এক লটারির টিকিট বিক্রেতা অনির্বাণ দে-র ৷ তিনি জানিয়েছেন, গ্রাহকরা এই বিষয়ে কিছু জানেনই না ৷

আরও পড়ুন : 30 টাকার লটারির টিকিট কিনে কোটিপতি ভাতারের মাছ ব্যবসায়ী

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, যে টিকিট বিক্রি হচ্ছে না ৷ সেই টিকিটে খেলা হচ্ছে কী করে ? কিন্তু এর কোনও সদুত্তর মেলেনি বলে লটারির টিকিট বিক্রেতাদের দাবি ৷ কিন্তু তাঁদেরকেই গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ৷ দুর্গাপুরের লটারির এক টিকিট বিক্রেতা দীপেন সরকার বলেন, ‘‘গ্রাহকরা এসে আমাদের কাছে এই প্রশ্ন করছেন, টিকিট বিক্রি না হলে কীভাবে প্রথম পুরস্কার উঠছে কী করে ? কিন্তু আমরা কোনও সদুত্তর দিতে পারছি না ৷’’

buyers-sellers allege big scam in dear lottery
লটারির টিকিট বিক্রেতা

গ্রাহকরা তাই মনে করছেন যে তাঁরা লটারির টিকিট কিনে প্রতারিত হচ্ছেন ৷ দুর্গাপুরের বাসিন্দা সিদ্ধার্থ সরকার নিয়মিত টিকিট কেনেন ৷ তিনি একটি লটারির দোকানের সামনে দাঁড়িয়ে বললেন, ‘‘টিকিট কাটছি ৷ কিন্তু পুরস্কার কিছুই হচ্ছে না ৷ গ্রাহক হিসেবে আমরা প্রতারিত হচ্ছি ৷’’

তাই প্রশ্ন উঠছে, প্রতারণা কে করছে ? গোবিন্দ ধাঙর নামে লটারির এক টিকিট বিক্রেতা গোটা বিষয়টিতে সরকারের ঘাড়ে দায় চাপিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘সারাদিন খাটছি ৷ কিন্তু কোনও লাভ হচ্ছে না ৷ সব টাকা সরকার নিয়ে নিচ্ছে ৷’’

আরও পড়ুন : চিকিৎসা করাতে এসে কোটিপতি কাঁথির যুবক !

কিন্তু দায় কোন সরকারের ? নাগাল্য়ান্ড সরকারের ! নাকি পশ্চিমবঙ্গ সরকারের ? অবিক্রিত টিকিটে পুরস্কার উঠলে, সেখানে যে রিটার্নড টু গর্ভনমেন্ট বা সরকারকে ফেরত দেওয়ার কথা লেখা হচ্ছে, সেক্ষেত্রে টিকিটের টাকা কোন সরকারের কোষাগারে যাচ্ছে ? প্রশাসনিক স্তর বা লটারি টিকিট বিক্রি সংক্রান্ত কর্তৃপক্ষের কাছ থেকে এর কোনও উত্তরই মেলেনি ৷

ডিয়ার লটারির টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন বিক্রেতা-ক্রেতারা

যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে শুরু করেছে ৷ কারণ, যে দুর্নীতির অভিযোগ, ক্রেতা বিক্রেতারা তুলছেন, তা সত্যি হলে কয়েক কোটি টাকার দুর্নীতি হচ্ছে প্রতিমাসে ৷ যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই গোটা বিষয়টির দায় চাপিয়েছে বাংলার সরকারের ঘাড়ে ৷ তাঁর অভিযোগ, এই সরকার দুর্নীতির আপাদমস্তকে ঢাকা ৷ এই টিকিট কেটে মধ্যবিত্ত-গরিব মানুষ প্রতারিত হচ্ছেন ৷ এটা বিরাট দুর্নীতি ৷ তাঁর আশ্বাস, ‘‘এই বিষয়টি বিধানসভায় তুলব ৷ সিবিআই তদন্ত দাবি করব ৷’’

আরও পড়ুন : Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি

অন্যদিকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, নাগাল্যান্ড লটারিকে পশ্চিমবঙ্গ সরকার টিকিট বিক্রির অনুমতি দিয়ে থাকলে এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে ৷ অনুমতি না দিলে সংশ্লিষ্ট লটারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে ৷ এই দুর্নীতিতে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন ৷

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে এই লটারি দুর্নীতি নিয়ে কাঠগড়ায় তোলা হলেও এই নিয়ে দুর্গাপুরের কোনও তৃণমূল নেতাই কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

এখন দেখার লটারির টিকিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার সত্যতা কতটা ? আর এই নিয়ে প্রশাসনিক স্তরে কোনও পদক্ষেপ করা হয় কি না !

আরও পড়ুন : জলপাইগুড়িতে নকল লটারির টিকিট দেখিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি, গ্রেপ্তার 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.