দুর্গাপুর, 15 নভেম্বর : রবিবার দুর্গাপুরের পানাগড়ের বায়ুসেনার ঘাঁটিতে এসে পৌঁছাল শহিদ BSF জওয়ান সুবোধ ঘোষের দেহ ৷ তাংধর সেক্টরে পাকিস্তান সেনার সঙ্গে লড়াইয়ে শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা BSF জওয়ান সুবোধ ঘোষ ৷
রবিবার বায়ুসেনার বিমানে পানাগড়ের বায়ুসেনার ঘাঁটিতে সুবোধ ঘোষের দেহ আসে ৷ সেখানে তাঁর মরদেহকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ৷ পানাগড় বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা পুষ্পস্তবক দিয়ে সুবোধ ঘোষকে শ্রদ্ধার্ঘ্য জানান ৷ এছাড়াও পানাগড়ের বাসিন্দারা শহিদ সুবোধ ঘোষকে বিদায় জানাতে হাজির ছিলেন ৷ এদিন বায়ুসেনাঘাঁটির বাইরে পূর্ব বর্ধমানের BJP-র সহসভাপতি রমন শর্মা ও অন্য়ান্য় BJP কর্মীরা উপস্থিত ছিলেন ৷ জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা শহিদ সুবোধ ঘোষকে শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে দেখা যায় BJP কর্মীদের ৷
পানাগড় বায়ুসেনা ঘাঁটি থেকে সুবোধের দেহ নদিয়ার তেহট্টে তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয় ৷ রাজ্য় পুলিশের নিরাপত্তায় তাঁঁর দেহ গ্রামে নিয়ে যাওয়া হয় ৷