বালুরঘাট, 16 মার্চ : পাচারকারী সন্দেহে এক যুবককে ধরে এনে পিটিয়ে খুন করার অভিযোগ BSF-র বিরুদ্ধে । আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় BSF ক্যাম্পে । মৃতের নাম অলোক বর্মণ(19) । বালুরঘাটের তাহেরচক এলাকার বাসিন্দা । মৃতের পরিবার ও উত্তেজিত জনতা কুমারগ্রাম BOP-র সামনে বিক্ষোভ দেখায় । বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রাম BOP এলাাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে বালুরঘাট পুলিশবাহিনী যায় । এছাড়া BSF-র 199 নম্বর ব্যাটালিয়ানের DIG তেজেন্দ্র পাল সিং ও CO বি এস নেগি ।
পরিবার সূত্রে জানা যায়, অলোক হায়দরাবাদে শ্রমিকের কাজ করতেন । মাসখানেক আগেই বাড়ি আসেন । রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পিকনিক করতে গিয়েছিল । পিকনিকের পর সীমান্তের নিজস্ব জমিতে জল দিতে যান । তখন তাঁকে পাচারকারী সন্দেহে BSF ধরে নিয়ে যায় ।
অভিযোগ, ক্যাম্পে নিয়ে গিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয়েছে । বালুরঘাট পুলিশ গিয়ে উদ্ধার করে অলোকের দেহ । ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে BSF-র পক্ষ থেকে জানানো হয় তার কাছ থেকে বাংলাদেশে এক হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় । তাকে ক্যাম্পে রাখা ছিল, সেখানেই নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।