দুর্গাপুর, 17 এপ্রিল : ফের একবার রাজ্যের করোনা সংক্রমণের পিছনে বিজেপি দুষলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করলেন বাইরের রাজ্য থেকে যে বহিরাগতদের বিজেপি নিয়ে এসেছে, তারাই বাংলায় করোনা ছড়াচ্ছে ৷ আর সেই বহিরাগতরা জেলার বিভিন্ন হোটেলে আস্তানা নিয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শনিবার দুর্গাপুরের বুদবুদে জনসভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই জনসভা থেকেই বাংলায় করোনার সংক্রমণ ছড়ানোর জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী ৷ অভিযোগ করলেন, বিজেপি ভোটে অশান্তি পাকাতে বাইরে থেকে লোক জড়ো করেছে ৷ সেই বহিরাগতরা রাজ্যের বিভিন্ন হোটেলে উঠেছে ৷ আর তারাই করোনা ছড়াচ্ছে বাংলার মানুষের মধ্যে ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার বিজেপিকে করোনার সংক্রমণ বাড়ার জন্য দায়ি করেছিলেন তিনি ৷ তখনও তাঁর নিশানায় ছিল বিজেপির বহিরাগতরা ৷
আরও পড়ুন : অডিয়ো টেপে সাম্প্রদায়িক উস্কানি, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি
পাশাপাশি নির্বাচন কমিশনকেও এদিন একহাত নেন তৃণমূল নেত্রী ৷ বুদবুদের জনসভা থেকে অভিযোদ করেন, রানাঘাটের বিজেপি প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা খাচ্ছিল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নির্বাচনী নিয়মবিধির বিরুদ্ধ ৷ এর পরও কমিশন ব্যবস্থা না নেওয়ায়, কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ করেন তৃণমূল নেত্রী ৷