পাণ্ডবেশ্বর, 24 এপ্রিল : ভোটের দু’দিন আগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার দাদার বিরুদ্ধে ৷ অভিযোগ, ভোটারদের শাড়ি উপহার দিচ্ছিলেন এক ব্যক্তি । ওই ব্যক্তির নাম রণজিৎ মুদি । তাঁর ভাই বিশ্বনাথ মুদি বিজেপির ব্লক সম্পাদক । পাণ্ডবেশ্বরর হরিপুর পঞ্চায়েতের ঘটনায় পুলিশে অভিযোগ জানায় তৃণমূল ৷ তারপরেই পুলিশ এসে রণজিৎ মুদিকে আটক করে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার লোকজনদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মুদির দাদা রণজিৎ মুদি । কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার বিষয়টি চাউর হয়ে যায় এলাকায় । বিষয়টি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানায় ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ কী কারণে শাড়ি বিলি করা হচ্ছে? জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন অভিযুক্ত রণজিৎ মুদি ও তাঁর ছেলে । পুলিশের কাজে তাঁরা বাধা দেয় বলেও অভিযোগ । এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ ।
আরও পড়ুন : ইভিএমের ডামি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অভিযুক্ত রণজিৎ মুদি দাবি করেছেন, ওই শাড়ি বিতরণের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই । তাঁদের ঝাড়খণ্ডের জামতড়ায় পরিবারের কাপড়ের দোকান রয়েছে । করোনা অতিমারির সময় এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াতেই শাড়ি বিতরণ করছিলেন তাঁরা । তৃণমূলের অভিযোগ, রণজিৎ মুদির ভাই বিশ্বনাথ মুদি বিজেপির নেতা । বিজেপির পক্ষে ভোট দিতেই ভোটারদের শাড়ি বিলি করা হচ্ছিল । পুলিশ ও নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি অভিযোগ করেছেন, বিজেপির প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি ভোটের দিন গন্ডগোল পাকাতে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করছেন ৷ আজকের শাড়ি বিলির ঘটনায় তাঁর ঝাড়খণ্ড যোগ প্রমাণ হল । তল্লাশি করে বহিরাগতদের গ্রেফতারের দাবি জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী । ঘটনায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।