ETV Bharat / city

ভোটারদের শাড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার দাদার বিরুদ্ধে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার লোকজনদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মুদির দাদা রণজিৎ মুদি । কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার বিষয়টি চাউর হয়ে যায় এলাকায় । বিষয়টি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানায় ৷

bengal election 2021 BJP leaders elder brother is accused of influencing voters to give saaris in durgapur
ভোটারদের শাড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার দাদার বিরুদ্ধে
author img

By

Published : Apr 24, 2021, 7:44 PM IST

পাণ্ডবেশ্বর, 24 এপ্রিল : ভোটের দু’দিন আগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার দাদার বিরুদ্ধে ৷ অভিযোগ, ভোটারদের শাড়ি উপহার দিচ্ছিলেন এক ব্যক্তি । ওই ব্যক্তির নাম রণজিৎ মুদি । তাঁর ভাই বিশ্বনাথ মুদি বিজেপির ব্লক সম্পাদক । পাণ্ডবেশ্বরর হরিপুর পঞ্চায়েতের ঘটনায় পুলিশে অভিযোগ জানায় তৃণমূল ৷ তারপরেই পুলিশ এসে রণজিৎ মুদিকে আটক করে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার লোকজনদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মুদির দাদা রণজিৎ মুদি । কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার বিষয়টি চাউর হয়ে যায় এলাকায় । বিষয়টি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানায় ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ কী কারণে শাড়ি বিলি করা হচ্ছে? জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন অভিযুক্ত রণজিৎ মুদি ও তাঁর ছেলে । পুলিশের কাজে তাঁরা বাধা দেয় বলেও অভিযোগ । এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন : ইভিএমের ডামি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযুক্ত রণজিৎ মুদি দাবি করেছেন, ওই শাড়ি বিতরণের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই । তাঁদের ঝাড়খণ্ডের জামতড়ায় পরিবারের কাপড়ের দোকান রয়েছে । করোনা অতিমারির সময় এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াতেই শাড়ি বিতরণ করছিলেন তাঁরা । তৃণমূলের অভিযোগ, রণজিৎ মুদির ভাই বিশ্বনাথ মুদি বিজেপির নেতা । বিজেপির পক্ষে ভোট দিতেই ভোটারদের শাড়ি বিলি করা হচ্ছিল । পুলিশ ও নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি অভিযোগ করেছেন, বিজেপির প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি ভোটের দিন গন্ডগোল পাকাতে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করছেন ৷ আজকের শাড়ি বিলির ঘটনায় তাঁর ঝাড়খণ্ড যোগ প্রমাণ হল । তল্লাশি করে বহিরাগতদের গ্রেফতারের দাবি জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী । ঘটনায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

পাণ্ডবেশ্বর, 24 এপ্রিল : ভোটের দু’দিন আগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি নেতার দাদার বিরুদ্ধে ৷ অভিযোগ, ভোটারদের শাড়ি উপহার দিচ্ছিলেন এক ব্যক্তি । ওই ব্যক্তির নাম রণজিৎ মুদি । তাঁর ভাই বিশ্বনাথ মুদি বিজেপির ব্লক সম্পাদক । পাণ্ডবেশ্বরর হরিপুর পঞ্চায়েতের ঘটনায় পুলিশে অভিযোগ জানায় তৃণমূল ৷ তারপরেই পুলিশ এসে রণজিৎ মুদিকে আটক করে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার লোকজনদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মুদির দাদা রণজিৎ মুদি । কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার বিষয়টি চাউর হয়ে যায় এলাকায় । বিষয়টি জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ জানায় ৷ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ কী কারণে শাড়ি বিলি করা হচ্ছে? জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন অভিযুক্ত রণজিৎ মুদি ও তাঁর ছেলে । পুলিশের কাজে তাঁরা বাধা দেয় বলেও অভিযোগ । এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন : ইভিএমের ডামি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযুক্ত রণজিৎ মুদি দাবি করেছেন, ওই শাড়ি বিতরণের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই । তাঁদের ঝাড়খণ্ডের জামতড়ায় পরিবারের কাপড়ের দোকান রয়েছে । করোনা অতিমারির সময় এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াতেই শাড়ি বিতরণ করছিলেন তাঁরা । তৃণমূলের অভিযোগ, রণজিৎ মুদির ভাই বিশ্বনাথ মুদি বিজেপির নেতা । বিজেপির পক্ষে ভোট দিতেই ভোটারদের শাড়ি বিলি করা হচ্ছিল । পুলিশ ও নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি অভিযোগ করেছেন, বিজেপির প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি ভোটের দিন গন্ডগোল পাকাতে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করছেন ৷ আজকের শাড়ি বিলির ঘটনায় তাঁর ঝাড়খণ্ড যোগ প্রমাণ হল । তল্লাশি করে বহিরাগতদের গ্রেফতারের দাবি জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী । ঘটনায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.