ETV Bharat / city

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে - রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের হাসপাতালে

পায়ে হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রথিজিৎ । সোমবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিজনেরা । পুলিশের সামনে মৃত রথিজিৎ সরকারের পরিবারকে হুমকির অভিযোগও ওঠে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ।

chaos at hospital
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
author img

By

Published : Jan 14, 2020, 10:06 PM IST

দুর্গাপুর, 14 জানুয়ারি : রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের । পুলিশের সামনে মৃত রথিজিৎ সরকারের পরিবারকে হুমকির অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ।

গত 12 তারিখে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা বছর চল্লিশের রথিজিৎ সরকার । জানা গেছে, ডা. জয়দীপ ভাদুড়ির তত্ত্বাবধানে নিউমোনিয়ার চিকিৎসা চলছিল তাঁর । মৃতের পরিবারের দাবি, পায়ে হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রথিজিৎ । কিন্তু, সোমবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ওই চিকিৎসকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিজনেরা ।

ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । পুলিশের সামনেই মৃতের আত্মীয়দের পালটা হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে । ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানান হোক, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের আত্মীয়রা ।

দুর্গাপুর, 14 জানুয়ারি : রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের । পুলিশের সামনে মৃত রথিজিৎ সরকারের পরিবারকে হুমকির অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ।

গত 12 তারিখে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা বছর চল্লিশের রথিজিৎ সরকার । জানা গেছে, ডা. জয়দীপ ভাদুড়ির তত্ত্বাবধানে নিউমোনিয়ার চিকিৎসা চলছিল তাঁর । মৃতের পরিবারের দাবি, পায়ে হেঁটেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রথিজিৎ । কিন্তু, সোমবার সকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ওই চিকিৎসকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিজনেরা ।

ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । পুলিশের সামনেই মৃতের আত্মীয়দের পালটা হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে । ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানান হোক, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের আত্মীয়রা ।

Intro:রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হেলথ ওয়ার্ল্ড হাসপাতলে। চিকিৎসক এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল পরিবার এবং মৃতের আত্মীয়দের পালটা হুমকি দেওয়ার ছবি ধরা পড়ে ক্যামেরায়। পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা রথিজিৎ সরকার(40বছর) গত 12 তারিখে নিমুনিয়া নিয়ে ভর্তি হয়। তার চিকিৎসা চলছিল ডাঃ জয়দীপ ভাদুড়ির তত্বাবধানে বলে রোগীর আত্মীয়দের দাবী।রোগী নিজের পায়ে হেঁটে হাসপাতালে ভর্তি হয় বলে রোগীর পরিবারের দাবী।সোমবার সকালে হটাৎ রোগীর পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ।মৃতের আত্মীয়রা ডাক্তার জয়দীপ ভাদুড়ির সাথে বাকবিতন্ডাতে জড়িয়ে পড়লে ডাঃ ভাদুড়ি হুমকি দিয়ে মৃতের পরিবারকে বলে "" চোখ উপড়ে নেব""।এরপরে উত্তেজনা আরো ছড়ায়।পুলিশের সামনেই এই চিকিৎসক এর এমন হুমকি কিভাবে?মৃতের আত্মীয়রা দাবী জানায় যে দেহ ময়নাতদন্ত করে মৃত্যুর কারন জানানো হোক।এই নিয়েই দিনভর চাপানউতোর। উত্তেজনা হাসপাতাল চত্বরে।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.