দুর্গাপুর, 28 ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল কাঁকসার প্রাক্তন বিজেপি সভাপতি কালুরাজ ঘোষের বিরুদ্ধে ৷ আজ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই নেতার বাড়ির নাবালিকা পরিচারিকা ও তার বাবা ৷
নাবালিকার অভিযোগ, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন কালুরাজ ৷ তার আরও অভিযোগ, গতরাতেও ধর্ষণের চেষ্টা করেন তিনি ৷ তারপরই ওই নাবালিকা বিষয়টি বাবাকে জানায় ৷ আজ কাঁকসা থানার দারস্থ হয় ওই নাবালিকা ও তার বাবা ৷ যদিও ওই নাবালিকার পরিবারের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনও রিপোর্ট দায়ের করেনি ৷ তারপরই এই ঘটনার প্রতিবাদে সরব হয় সিপিআইএম ৷ আজ বিকেলে কাঁকসা থানায় যান গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা ৷
সম্প্রতি পশ্চিম বর্ধমানের বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই-এর ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সরব হয়েছিলেন কালুরাজ ঘোষ ৷ তারপরই আজ সকালে কালুরাজ ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে তাঁর বাড়ির নাবালিকা পরিচারিকা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ৷