দুর্গাপুর, 20 অক্টোবর : দুর্গাপুর স্টেশন বাজার থেকে এসবি মোড় পর্যন্ত রাস্তার উপর তৈরি হচ্ছে কালভার্ট । রাস্তার নীচে যাতে জল যেতে পারে, তাই তৈরি হচ্ছে সেটি ৷ অরক্ষিত সেই কালভার্টে শনিবার রাতে ঘটল দুর্ঘটনা । নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই দাবিতে এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷
বাইক নিয়ে বেসরকারি কারখানার দুই কর্মী কাজে যোগ দিতে যাওয়ার সময় অরক্ষিত নির্মীয়মাণ কালভার্টের গভীরে গিয়ে পড়েন ৷ দুই আরোহী মারাত্মক জখম হন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । অভিযোগ করা হয় কালভার্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেও ৷
কার্লভাট অরক্ষিত কেন ছিল? তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করেন ৷ ঘটনাস্থানে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ । দুই বাইক আরোহীর শরীরে লোহার রড ঢুকে যায় । দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা । এই কার্লভাট নির্মাণকারী সংস্থা কেন ঘেরাটোপ ছাড়াই এই কাজ করছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে । এই রাস্তা দিয়েই বিভিন্ন বেসরকারি শিল্পকলকারখানায় কাজে যান বহু শ্রমিক । এই দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা ৷