ETV Bharat / city

অরক্ষিত কালভার্টে দুর্ঘটনা, অবরোধ দুর্গাপুরে

বাইক নিয়ে বেসরকারি কারখানার দুই কর্মী কাজে যোগ দিতে যাওয়ার সময় অরক্ষিত নির্মীয়মাণ কালভার্টের গভীরে গিয়ে পড়েন ৷ দুই আরোহী মারাত্মক জখম হন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । অভিযোগ করা হয় কালভার্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেও ৷

অরক্ষিত কালভার্টে দুর্ঘটনা, অবরোধ দুর্গাপুরে
author img

By

Published : Oct 20, 2019, 3:56 AM IST

দুর্গাপুর, 20 অক্টোবর : দুর্গাপুর স্টেশন বাজার থেকে এসবি মোড় পর্যন্ত রাস্তার উপর তৈরি হচ্ছে কালভার্ট । রাস্তার নীচে যাতে জল যেতে পারে, তাই তৈরি হচ্ছে সেটি ৷ অরক্ষিত সেই কালভার্টে শনিবার রাতে ঘটল দুর্ঘটনা । নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই দাবিতে এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷

বাইক নিয়ে বেসরকারি কারখানার দুই কর্মী কাজে যোগ দিতে যাওয়ার সময় অরক্ষিত নির্মীয়মাণ কালভার্টের গভীরে গিয়ে পড়েন ৷ দুই আরোহী মারাত্মক জখম হন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । অভিযোগ করা হয় কালভার্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেও ৷

কার্লভাট অরক্ষিত কেন ছিল? তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করেন ৷ ঘটনাস্থানে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ । দুই বাইক আরোহীর শরীরে লোহার রড ঢুকে যায় । দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা । এই কার্লভাট নির্মাণকারী সংস্থা কেন ঘেরাটোপ ছাড়াই এই কাজ করছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে । এই রাস্তা দিয়েই বিভিন্ন বেসরকারি শিল্পকলকারখানায় কাজে যান বহু শ্রমিক । এই দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা ৷

দুর্গাপুর, 20 অক্টোবর : দুর্গাপুর স্টেশন বাজার থেকে এসবি মোড় পর্যন্ত রাস্তার উপর তৈরি হচ্ছে কালভার্ট । রাস্তার নীচে যাতে জল যেতে পারে, তাই তৈরি হচ্ছে সেটি ৷ অরক্ষিত সেই কালভার্টে শনিবার রাতে ঘটল দুর্ঘটনা । নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই দাবিতে এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ৷

বাইক নিয়ে বেসরকারি কারখানার দুই কর্মী কাজে যোগ দিতে যাওয়ার সময় অরক্ষিত নির্মীয়মাণ কালভার্টের গভীরে গিয়ে পড়েন ৷ দুই আরোহী মারাত্মক জখম হন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । অভিযোগ করা হয় কালভার্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেও ৷

কার্লভাট অরক্ষিত কেন ছিল? তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করেন ৷ ঘটনাস্থানে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ । দুই বাইক আরোহীর শরীরে লোহার রড ঢুকে যায় । দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা । এই কার্লভাট নির্মাণকারী সংস্থা কেন ঘেরাটোপ ছাড়াই এই কাজ করছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে । এই রাস্তা দিয়েই বিভিন্ন বেসরকারি শিল্পকলকারখানায় কাজে যান বহু শ্রমিক । এই দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা ৷

Intro:দুর্গাপুর স্টেশন বাজার থেকে এসবি মোড় পর্যন্ত রাস্তার উপর তৈরি হচ্ছে কালভার্ট। অরক্ষিত সেই কালভার্টে শনিবার রাতে ঘটলো দুর্ঘটনা। বাইক নিয়ে বেসরকারি কারখানার দুই কর্মী কাজে যোগ দিতে যাওয়ার সময় অরক্ষিত নির্মীয়মাণ কালভার্টের গভীরে গিয়ে পড়ার কারণে দুই বাইক আরোহী মারাত্মক জখম হলো। কিন্তু কার্লভাট এইভাবে অরক্ষিত কেন ছিল? তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে. ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ।দুই বাইক আরোহীর শরীরে লোহার রড ঢুকে যায়।তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই কার্লভাট নির্মানকাজ করছিল যে সংস্থা তারা কেনও ঘেরা না দিয়েই এই কাজ করছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।এই রাস্তা দিয়েই বিভিন্ন বেসরকারি শিল্পকলকারখানা তে কাজে যোগ দিতে যান বহু শ্রমিক।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.