ETV Bharat / city

সরানো হল উড়ালপুলের নিচে আটকে পড়া কার্গো বিমানবাহী ট্রাক - cargo aricraft

দুর্গাপুরে উড়ালপুলের নিচে আটকে পড়ে একটি পরিত্যক্ত কার্গো বিমানবাহী ট্রাক (ট্রেলার) ৷ পরিত্যক্ত কার্গো বিমানটি ভারতীয় ডাক বিভাগের ৷ অনেক চেষ্টার পর সকাল 10 টা 45 নাগাদ ট্রাকটিকে (ট্রেলার) উড়ালপুলের নিচ থেকে বের করা হয় ৷

A truck carrying cargo aircraft got stuck in overbridge in Durgapur
উড়ালপুলের নিচে আটকে পড়ল পরিত্যক্ত কার্গো বিমানবাহী ট্রাক (ট্রেলার)
author img

By

Published : Dec 24, 2019, 10:13 AM IST

Updated : Dec 24, 2019, 12:35 PM IST

দুর্গাপুর, 24 ডিসেম্বর : উড়ালপুলের নিচে আটকে যায় একটি পরিত্যক্ত কার্গো বিমানবাহী ট্রাক (ট্রেলার) ৷ পরিত্যক্ত কার্গো বিমানটি ভারতীয় ডাক বিভাগের ৷ অনেক চেষ্টার পর অবশেষে সকাল 10 টা 45 মিনিট নাগাদ উড়ালপুলের নিচ থেকে ট্রাকটিকে বের করা সম্ভব হয় ৷

দেখুন ভিডিয়ো...

গতকাল মধ্যরাতে দুর্গাপুরের মেইন গেট সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নিচে আটকে পড়ে বিমানবাহী ওই ট্রাকটি (ট্রেলারটি) ৷ বিমানটিকে কলকাতা থেকে জয়পুর নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ওপর ট্রেলারটি আটকে যাওয়ায় বাধে বিপত্তি ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ট্রাকটি উড়ালপুলের নিচ থেকে বের করে আনার জন্য প্রথমে পিছনের চাকার হাওয়া বের করে দেওয়া হয় ৷ পরে অন্য একটি লরি এনে তার সঙ্গে দড়ি, লোহার শিকল বেঁধে টচিং করে টেনে বের করা হয় আটকে থাকা বিমানবাহী ট্রাকটিকে ৷

A truck carrying cargo aircraft got stuck in over-bridge in Durgapur
ট্রাকটিকে উড়ালপুলের নিচ থেকে বের করার চেষ্টা চলছে

অন্যদিকে সকাল থেকেই বিমানটিকে দেখতে ভিড় জমান উৎসাহী জনতা ৷ যার জেরে দু'নম্বর জাতীয় সড়কে অন্ডাল থেকে মুচিপাড়াগামী লেনে যানজটের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ জানা গেছে এর আগেও ট্রাকটি দমদম থেকে বেরিয়ে আগরতলার একটি উড়ালপুলের নিচেও আটকে পড়েছিল । তাই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আলোচনায় বসেছে ৷ এখন দেখা হচ্ছে কোন পথে ট্রাকটিকে পাঠানো হলে ফের এই ধরনের বিপত্তি হবে না ৷

দুর্গাপুর, 24 ডিসেম্বর : উড়ালপুলের নিচে আটকে যায় একটি পরিত্যক্ত কার্গো বিমানবাহী ট্রাক (ট্রেলার) ৷ পরিত্যক্ত কার্গো বিমানটি ভারতীয় ডাক বিভাগের ৷ অনেক চেষ্টার পর অবশেষে সকাল 10 টা 45 মিনিট নাগাদ উড়ালপুলের নিচ থেকে ট্রাকটিকে বের করা সম্ভব হয় ৷

দেখুন ভিডিয়ো...

গতকাল মধ্যরাতে দুর্গাপুরের মেইন গেট সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নিচে আটকে পড়ে বিমানবাহী ওই ট্রাকটি (ট্রেলারটি) ৷ বিমানটিকে কলকাতা থেকে জয়পুর নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ওপর ট্রেলারটি আটকে যাওয়ায় বাধে বিপত্তি ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ট্রাকটি উড়ালপুলের নিচ থেকে বের করে আনার জন্য প্রথমে পিছনের চাকার হাওয়া বের করে দেওয়া হয় ৷ পরে অন্য একটি লরি এনে তার সঙ্গে দড়ি, লোহার শিকল বেঁধে টচিং করে টেনে বের করা হয় আটকে থাকা বিমানবাহী ট্রাকটিকে ৷

A truck carrying cargo aircraft got stuck in over-bridge in Durgapur
ট্রাকটিকে উড়ালপুলের নিচ থেকে বের করার চেষ্টা চলছে

অন্যদিকে সকাল থেকেই বিমানটিকে দেখতে ভিড় জমান উৎসাহী জনতা ৷ যার জেরে দু'নম্বর জাতীয় সড়কে অন্ডাল থেকে মুচিপাড়াগামী লেনে যানজটের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ জানা গেছে এর আগেও ট্রাকটি দমদম থেকে বেরিয়ে আগরতলার একটি উড়ালপুলের নিচেও আটকে পড়েছিল । তাই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আলোচনায় বসেছে ৷ এখন দেখা হচ্ছে কোন পথে ট্রাকটিকে পাঠানো হলে ফের এই ধরনের বিপত্তি হবে না ৷

Intro:সোমবার মাঝ রাত থেকে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন দু-নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নীচে আটকে গেল ভারতীয় ডাক বিভাগের পরিত্যক্ত কার্গো বিমানবহনকারী ট্রেলার।দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ওপর ট্রেলারটি আটকে যাওয়ায় বিপত্তি বাঁধে।
VT=EGG.BOEING=737 নম্বরের পরিত্যক্ত এই কার্গো বিমানটি কলকাতা থেকে জয়পুর যাচ্ছিল,সোমবার রাতে জাতীয় সড়কের আসানসোলগামী লেন ধরে এই ট্রেলারটি জয়পুর যাচ্ছিল।মেন গেটের কাছে এসে উড়ালপুলের নীচে দিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে ধন্দে পড়ে যায় ট্রেলার চালক। এরপর সার্ভিস রোড ধরতেই এই বিপত্তি বাঁধে উড়ালপুলের নীচে আটকে পড়ে বিমানবহনকারী এই ট্রেলার।
বাইশ চাকার এই ট্রেলার গাড়ীর চাকার হাওয়া বের করে পুলের নীচে আটকে পড়া এই কার্গো বিমান বহনকারী গাড়ীকে বের করে আনার চেষ্টা শুরু হয়েছে। কিন্তু তাতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছে।এইদিকে মঙ্গলবার সকালে এই কার্গো বিমান দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার, ঘটনাস্থলে রয়েছে পুলিশ।Body:গConclusion:হ
Last Updated : Dec 24, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.