ETV Bharat / city

Durga Puja : বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের এবারের পুজোর থিম গাছ পুজো - Burdwan

প্রাচীনকালের গাছ পুজোর রীতি ফিরিয়ে আনতে চাইছে বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাব ৷ কাটা গাছের ডালপালা, গুঁড়ি দিয়ে তাদের প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে ৷ উষ্ণায়নের যুগে সাধারণের মধ্যে সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই তাদের এবারের পুজোর আয়োজন ৷

বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের এবারের পুজোর থিম গাছ পুজো
বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের এবারের পুজোর থিম গাছ পুজো
author img

By

Published : Sep 25, 2021, 5:01 PM IST

বর্ধমান, 25 সেপ্টেম্বর : দিনে দিনে বড় ঘিঞ্জি হয়ে উঠছে বিভিন্ন এলাকা । চওড়া হচ্ছে রাস্তাঘাট । নির্বিচারে কাটা পড়ছে বড় বড় গাছ । পাখিরা তাদের বাসা হারাচ্ছে । বদলে যাচ্ছে জলবায়ু । বিজ্ঞানীরা বারবার করে বার্তা দিয়ে চলেছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে কী ধরনের ভয়াবহ অবস্থা আসতে চলেছে । কিন্তু কারও সেদিকে ভ্রূক্ষেপ নেই । অথচ একদিন এই প্রকৃতিকেই মানুষ পুজো করত । এখন আর সেই রীতি চোখে পড়ে না । কেমন ছিল সেই দিনগুলো ?

এবার বর্ধমানের মানুষজন এখানকার ইছলাবাদ ইয়ুথ সংঘের মাঠে গেলেই তা দেখতে পাবেন ৷ আদিম যুগে মানুষ কীভাবে প্রকৃতিকে পুজো করত তাই তুলে ধরা হচ্ছে পুজোর থিম হিসাবে ৷ 35তম বর্ষে বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের থিম 'পুরাতনের পুরাতনী' । সমগ্র বিষয়টি পরিকল্পনা করে তুলে ধরেছেন শান্তিনিকেতনের শিল্পী সুজিত পাত্র ।

কী অভিনবত্ব থাকবে এবার পুজো মণ্ডপে ? ঝড়-জলের সময় বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে । সেই গাছের ভাঙা ডালগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি রূপে ব্যবহার করা হয় । শিল্পী সুজিত পাত্র সেই ভাঙা ডালগুলোকেই ব্যবহার করেছেন মণ্ডপ তৈরির কাজে । এছাড়াও গাছের গুঁড়ি কেটে সেখানে সূক্ষ কারুকাজের মাধ্যমে দেবী মূর্তিকে তুলে ধরা হচ্ছে ।

সুজিত বলেন, "প্রাচীনকালে গাছ পুজোর একটা প্রথা প্রচলন ছিল । দিনে দিনে সমাজ ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ পুজো দলিতদের পুজো হিসাবে পরিচিতি লাভ করল । সেই বিষয়টাকে তুলে ধরার জন্য আমরা প্রাচীনকালে ফিরে গিয়ে ভাবতে শুরু করেছি । সেই ভাবনাই হচ্ছে পুরাতনের পুরাতনী । আমরা মানুষের কাছে আর্জি জানাচ্ছি, তাঁরা যেন মৃত গাছের চারপাশে তিনবার ঘুরে এসে তাঁদের প্রার্থনা জানান । সেই প্রার্থনায় যেন থাকে এই প্রকৃতি যেন আবার সবুজ হয়ে ওঠে । কারণ, দিনে দিনে গাছ কাটার ফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, তার ভয়াবহতা যে কত ভয়ঙ্কর হতে চলেছে সেটা আমরা এখন বুঝতে পারছি না । তাই সবুজকে ফিরিয়ে আনতেই হবে । যেটা আমরা তুলে ধরছি পুরাতনের পুরাতনীর মাধ্যমে ।"

পরিবেশ বাঁচাতে প্রাচীন গাছ পুজোর রীতি চালু করতে চায় ইছলাবাদ ইয়ুথ ক্লাব

ইছলাবাদ ইয়ুথ ক্লাবের সম্পাদক শুভম নিয়োগী বলেন, "যেভাবে বিভিন্ন দিকে নির্বিচারে গাছ কাটা হচ্ছে সেই গাছগুলিকে মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে । এছাড়া অনেক সময় ঝড়ে জলে গাছ পড়ে যায় । আমরা তাই সেই গাছগুলোকে যাতে ব্যবহার করা যায় সেই লক্ষ্যেই গাছের গুঁড়ি দিয়ে দুর্গা প্রতিমা করার পরিকল্পনা করি । মণ্ডপও তৈরি হচ্ছে গাছের ডাল দিয়ে । পাশাপাশি ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিচ্ছি প্রকৃতিকে ধ্বংস করবেন না । সবুজকে ফিরিয়ে না আনা হলে আমরাও বিপদে পড়ব । তাই সকলে একসঙ্গে সবুজকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করতে হবে ।"

আরও পড়ুন : Mankundu Durga Puja: মানকুণ্ডুর খাঁ বাড়িতে অষ্টধাতুর দেবী ‘জয়দুর্গা’ রূপে পূজিত হন

বর্ধমান, 25 সেপ্টেম্বর : দিনে দিনে বড় ঘিঞ্জি হয়ে উঠছে বিভিন্ন এলাকা । চওড়া হচ্ছে রাস্তাঘাট । নির্বিচারে কাটা পড়ছে বড় বড় গাছ । পাখিরা তাদের বাসা হারাচ্ছে । বদলে যাচ্ছে জলবায়ু । বিজ্ঞানীরা বারবার করে বার্তা দিয়ে চলেছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে কী ধরনের ভয়াবহ অবস্থা আসতে চলেছে । কিন্তু কারও সেদিকে ভ্রূক্ষেপ নেই । অথচ একদিন এই প্রকৃতিকেই মানুষ পুজো করত । এখন আর সেই রীতি চোখে পড়ে না । কেমন ছিল সেই দিনগুলো ?

এবার বর্ধমানের মানুষজন এখানকার ইছলাবাদ ইয়ুথ সংঘের মাঠে গেলেই তা দেখতে পাবেন ৷ আদিম যুগে মানুষ কীভাবে প্রকৃতিকে পুজো করত তাই তুলে ধরা হচ্ছে পুজোর থিম হিসাবে ৷ 35তম বর্ষে বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের থিম 'পুরাতনের পুরাতনী' । সমগ্র বিষয়টি পরিকল্পনা করে তুলে ধরেছেন শান্তিনিকেতনের শিল্পী সুজিত পাত্র ।

কী অভিনবত্ব থাকবে এবার পুজো মণ্ডপে ? ঝড়-জলের সময় বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে । সেই গাছের ভাঙা ডালগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি রূপে ব্যবহার করা হয় । শিল্পী সুজিত পাত্র সেই ভাঙা ডালগুলোকেই ব্যবহার করেছেন মণ্ডপ তৈরির কাজে । এছাড়াও গাছের গুঁড়ি কেটে সেখানে সূক্ষ কারুকাজের মাধ্যমে দেবী মূর্তিকে তুলে ধরা হচ্ছে ।

সুজিত বলেন, "প্রাচীনকালে গাছ পুজোর একটা প্রথা প্রচলন ছিল । দিনে দিনে সমাজ ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ পুজো দলিতদের পুজো হিসাবে পরিচিতি লাভ করল । সেই বিষয়টাকে তুলে ধরার জন্য আমরা প্রাচীনকালে ফিরে গিয়ে ভাবতে শুরু করেছি । সেই ভাবনাই হচ্ছে পুরাতনের পুরাতনী । আমরা মানুষের কাছে আর্জি জানাচ্ছি, তাঁরা যেন মৃত গাছের চারপাশে তিনবার ঘুরে এসে তাঁদের প্রার্থনা জানান । সেই প্রার্থনায় যেন থাকে এই প্রকৃতি যেন আবার সবুজ হয়ে ওঠে । কারণ, দিনে দিনে গাছ কাটার ফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, তার ভয়াবহতা যে কত ভয়ঙ্কর হতে চলেছে সেটা আমরা এখন বুঝতে পারছি না । তাই সবুজকে ফিরিয়ে আনতেই হবে । যেটা আমরা তুলে ধরছি পুরাতনের পুরাতনীর মাধ্যমে ।"

পরিবেশ বাঁচাতে প্রাচীন গাছ পুজোর রীতি চালু করতে চায় ইছলাবাদ ইয়ুথ ক্লাব

ইছলাবাদ ইয়ুথ ক্লাবের সম্পাদক শুভম নিয়োগী বলেন, "যেভাবে বিভিন্ন দিকে নির্বিচারে গাছ কাটা হচ্ছে সেই গাছগুলিকে মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে । এছাড়া অনেক সময় ঝড়ে জলে গাছ পড়ে যায় । আমরা তাই সেই গাছগুলোকে যাতে ব্যবহার করা যায় সেই লক্ষ্যেই গাছের গুঁড়ি দিয়ে দুর্গা প্রতিমা করার পরিকল্পনা করি । মণ্ডপও তৈরি হচ্ছে গাছের ডাল দিয়ে । পাশাপাশি ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিচ্ছি প্রকৃতিকে ধ্বংস করবেন না । সবুজকে ফিরিয়ে না আনা হলে আমরাও বিপদে পড়ব । তাই সকলে একসঙ্গে সবুজকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করতে হবে ।"

আরও পড়ুন : Mankundu Durga Puja: মানকুণ্ডুর খাঁ বাড়িতে অষ্টধাতুর দেবী ‘জয়দুর্গা’ রূপে পূজিত হন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.