ETV Bharat / city

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, আদালতের দ্বারস্থ যুবতি - বর্ধমানে ধর্ষণ

মেমারি ও জামালপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ । যদিও মেমারি ও জামালপুর থানার তরফে জানানো হয়েছে, কেউ কোনও অভিযোগ করতে থানায় আসেননি । এদিকে ওই যুবতি জেলা আদালতে মামলা দায়ের করেন ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 20, 2020, 9:26 PM IST

বর্ধমান, 20 অক্টোবর : প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ ৷ পরে ভিডিয়ো বানিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ৷ বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলার দু'টি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন যুবতি । কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । এরপরই তিনি জেলা আদালতে মামলা দায়ের করেন । তদন্তের জন্য বর্ধমান মহিলা থানাকে নির্দেশ দিয়েছে আদালত । যদিও মেমারি ও জামালপুর থানার পুলিশ জানিয়েছে, সেখানে কোনও যুবতি অভিযোগ করতে যায়নি ৷

পূর্ব বর্ধমানের মেমারিতে ওই যুবতির বাড়ি । তিনি গত 8 অক্টোবর বর্ধমান শহরে কেনাকাটা করতে এসেছিলেন । সেদিন বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাওয়ায় বাস ধরার জন্য শহরের আলিশা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি । সেখান দিয়েই মেমারির পিরিত পাড়া এলাকার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি । যুবতির সঙ্গে পরিচয় থাকায় ওই ব্যক্তি তাঁকে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করে । যুবতি বাস ধরার কথা জানালে ওই ব্যক্তি বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন । সেই মতো তিনি তাঁর বাইকে চাপলে ওই ব্যক্তি মেমারির দিকে না গিয়ে জাতীয় সড়ক ধরে মশাগ্রামের দিকে চলে যান । যুবতি তাঁর কাছে কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, রসুলপুরের দিকে দুটি রেলগেটে আটকে পড়লে বাড়ি ফিরতে দেরি হবে । এরপর একটা ফাঁকা জায়গায় তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ । এমনকী সেই দৃশ্য মোবাইলে তুলে রেখেও দেন । ঘটনার কথা জানাজানি হলে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি । এরপর কোনওরকমে বাড়ি ফেরেন ওই যুবতি ।

পরে মেমারি ও জামালপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ । যদিও মেমারি ও জামালপুর থানার তরফে জানানো হয়েছে, কেউ কোনও অভিযোগ করতে থানায় আসেননি । এদিকে ওই যুবতি জেলা আদালতে মামলা দায়ের করেন । আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে মহিলা থানা ।

বর্ধমান, 20 অক্টোবর : প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ ৷ পরে ভিডিয়ো বানিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ৷ বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলার দু'টি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন যুবতি । কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । এরপরই তিনি জেলা আদালতে মামলা দায়ের করেন । তদন্তের জন্য বর্ধমান মহিলা থানাকে নির্দেশ দিয়েছে আদালত । যদিও মেমারি ও জামালপুর থানার পুলিশ জানিয়েছে, সেখানে কোনও যুবতি অভিযোগ করতে যায়নি ৷

পূর্ব বর্ধমানের মেমারিতে ওই যুবতির বাড়ি । তিনি গত 8 অক্টোবর বর্ধমান শহরে কেনাকাটা করতে এসেছিলেন । সেদিন বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাওয়ায় বাস ধরার জন্য শহরের আলিশা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি । সেখান দিয়েই মেমারির পিরিত পাড়া এলাকার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি । যুবতির সঙ্গে পরিচয় থাকায় ওই ব্যক্তি তাঁকে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করে । যুবতি বাস ধরার কথা জানালে ওই ব্যক্তি বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন । সেই মতো তিনি তাঁর বাইকে চাপলে ওই ব্যক্তি মেমারির দিকে না গিয়ে জাতীয় সড়ক ধরে মশাগ্রামের দিকে চলে যান । যুবতি তাঁর কাছে কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, রসুলপুরের দিকে দুটি রেলগেটে আটকে পড়লে বাড়ি ফিরতে দেরি হবে । এরপর একটা ফাঁকা জায়গায় তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ । এমনকী সেই দৃশ্য মোবাইলে তুলে রেখেও দেন । ঘটনার কথা জানাজানি হলে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি । এরপর কোনওরকমে বাড়ি ফেরেন ওই যুবতি ।

পরে মেমারি ও জামালপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ । যদিও মেমারি ও জামালপুর থানার তরফে জানানো হয়েছে, কেউ কোনও অভিযোগ করতে থানায় আসেননি । এদিকে ওই যুবতি জেলা আদালতে মামলা দায়ের করেন । আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে মহিলা থানা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.