ETV Bharat / city

হাতসাফাই 2 বিদেশির, CCTV ফুটেজ দেখে শনাক্ত - kapemari by two foreigner

নোট ভাঙানোর অছিলায় হাতসাফাই দুই বিদেশির । শক্তিগড়ের দুটি মিষ্টির দোকান থেকে 25 হাজার টাকা তারা হাত সাফাই করে। CCTV ফুটেজ দেখে তাদের শনাক্ত করেন ব্যবসায়ীরা ।

saktigarh kapemari
হাত সাফাই দুই বিদেশির
author img

By

Published : Feb 24, 2020, 4:48 PM IST

বর্ধমান, 24 ফেব্রুয়ারি : দু'হাজার টাকার নোট ভাঙানোর অছিলায় হাতসাফাই দুই বিদেশির । শক্তিগড়ে ডলার এবং 2000 টাকার নোট ভাঙানোর অছিলায় শক্তিগড়ের দুটি মিষ্টির দোকান থেকে 25 হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই বিদেশি । এদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা । পূর্ব বর্ধমানের শক্তিগড়ের এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ ।

মিষ্টির দোকানে হাতসাফাই দুই বিদেশির

শনিবার সন্ধের দিকে বেশ কয়েকটি দোকানে মিষ্টি স্ন্যাকস জাতীয় জিনিস কেনার নাম করে দুই বিদেশি দোকানে আসে । মহিলার পরনে ছিল বোরখা। তারা নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলছিল। এরপর মিষ্টি জাতীয় জিনিস কিনে একবার টাকা ভাঙানোর নাম করে ক্যাশ বাক্স থেকে অভিনব কায়দায় টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় তারা । তিন-চারটে দোকানে ঢুকলেও দুটি দোকান থেকে তারা হাতসাফাই করে । এরপর রাতের দিকে ক্যাশবাক্স মেলাতে গিয়ে টাকা হিসাব না মেলায় CCTV ফুটেজ দেখে ঘটনা জানতে পারেন ব্যবসায়ীরা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় শক্তিগড় থানার পুলিশ । CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বর্ধমান, 24 ফেব্রুয়ারি : দু'হাজার টাকার নোট ভাঙানোর অছিলায় হাতসাফাই দুই বিদেশির । শক্তিগড়ে ডলার এবং 2000 টাকার নোট ভাঙানোর অছিলায় শক্তিগড়ের দুটি মিষ্টির দোকান থেকে 25 হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই বিদেশি । এদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা । পূর্ব বর্ধমানের শক্তিগড়ের এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ ।

মিষ্টির দোকানে হাতসাফাই দুই বিদেশির

শনিবার সন্ধের দিকে বেশ কয়েকটি দোকানে মিষ্টি স্ন্যাকস জাতীয় জিনিস কেনার নাম করে দুই বিদেশি দোকানে আসে । মহিলার পরনে ছিল বোরখা। তারা নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলছিল। এরপর মিষ্টি জাতীয় জিনিস কিনে একবার টাকা ভাঙানোর নাম করে ক্যাশ বাক্স থেকে অভিনব কায়দায় টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় তারা । তিন-চারটে দোকানে ঢুকলেও দুটি দোকান থেকে তারা হাতসাফাই করে । এরপর রাতের দিকে ক্যাশবাক্স মেলাতে গিয়ে টাকা হিসাব না মেলায় CCTV ফুটেজ দেখে ঘটনা জানতে পারেন ব্যবসায়ীরা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় শক্তিগড় থানার পুলিশ । CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.