ETV Bharat / city

যুব মোর্চার পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার বর্ধমানে - agitation against attack on dilip ghosh convoy

গতকাল বিকালের দিকে বর্ধমানের বীরহাটা এলাকায় রাস্তা অবরোধ করে যুব মোর্চা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ অবরোধের জেরে সেখানে ব্যাপক যানজট হয় ।

tmc yuva morcha conflict
যুব মোর্চার পথ অবরোধ
author img

By

Published : Nov 13, 2020, 8:33 AM IST

বর্ধমান, 13 নভেম্বর : আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে যুব মোর্চার পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমানে ৷ অবরোধের সময় তৃণমূল নেতার গাড়ি আটকালে দু'পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বচসা হয় । পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷

গতকাল বিকালের দিকে বর্ধমানের বীরহাটা এলাকায় রাস্তা অবরোধ করে যুব মোর্চা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ অবরোধের জেরে সেখানে ব্যাপক যানজট হয় । এদিকে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । অবরোধের জেরে তাঁর গাড়িও আটকে পড়ে । তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন যুব মোর্চার নেতা-কর্মীরা । সেই সময় গাড়ি থেকে নেমে আসেন খোকন দাস ও অন্য তৃণমূল নেতারা । যুব মোর্চার নেতা-কর্মীদের সঙ্গে তাদের বচসা হয় ।

তৃণমূল নেতা খোকন দাস বলেন, "BJP এই রাজ্যকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাত বানানোর চেষ্টা করছে । কোথায় কী ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে পথচলতি মানুষকে সমস্যায় ফেলছে । আমরা সেটা হতে দেব না ।"

যুব মোর্চার নেতা শুভম নিয়োগী বলেন, "উত্তরবঙ্গে BJP নেতা দিলীপ ঘোষের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস । তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি ।" তিনি আরও বলেন, তাঁদের এই অবরোধকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে তৃণমূল এবং জেলা পুলিশ । এরপরই তাঁরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ।

বর্ধমান, 13 নভেম্বর : আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে যুব মোর্চার পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমানে ৷ অবরোধের সময় তৃণমূল নেতার গাড়ি আটকালে দু'পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বচসা হয় । পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷

গতকাল বিকালের দিকে বর্ধমানের বীরহাটা এলাকায় রাস্তা অবরোধ করে যুব মোর্চা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ অবরোধের জেরে সেখানে ব্যাপক যানজট হয় । এদিকে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন বর্ধমানের তৃণমূল নেতা খোকন দাস । অবরোধের জেরে তাঁর গাড়িও আটকে পড়ে । তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন যুব মোর্চার নেতা-কর্মীরা । সেই সময় গাড়ি থেকে নেমে আসেন খোকন দাস ও অন্য তৃণমূল নেতারা । যুব মোর্চার নেতা-কর্মীদের সঙ্গে তাদের বচসা হয় ।

তৃণমূল নেতা খোকন দাস বলেন, "BJP এই রাজ্যকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাত বানানোর চেষ্টা করছে । কোথায় কী ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে পথচলতি মানুষকে সমস্যায় ফেলছে । আমরা সেটা হতে দেব না ।"

যুব মোর্চার নেতা শুভম নিয়োগী বলেন, "উত্তরবঙ্গে BJP নেতা দিলীপ ঘোষের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস । তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি ।" তিনি আরও বলেন, তাঁদের এই অবরোধকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে তৃণমূল এবং জেলা পুলিশ । এরপরই তাঁরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.