বর্ধমান, 2 এপ্রিল : বর্ধমানের টাউন হলে মূল অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও লকডৃাউনের জেরে তা বাতিল হয়েছে । তাই বাড়িতে বাড়িতেই পালিত হল রামনবমী উৎসব।
এদিকে হিন্দু জাগরণ মঞ্চের তরফে কালিবাজার এলাকায় গীতা পাঠ ও পুজোরআয়োজন করা হয়। এছাড়া বাবুরবাগের হনুমান মন্দির, ভাতার বাজারে মহাপ্রভুতলা, ভাটাকুল, খানা জংশনের হনুমান মন্দির সহ একাধিক জায়গায় সরকারি নিয়ম মেনে পালন করা হয়েছে রামনবমী উৎসব ।
ভাতার বাজারের মহাপ্রভুতলায় কিছুটা হলেও মানুষজনের ভিড় ছিল। কিন্তু উৎসব কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই রামনবমীর পুজো করা হয়েছে। সমস্ত অনুষ্ঠান, পদযাত্রা বাতিল করা হয়েছে।
বর্ধমান জেলার হিন্দু জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক সঞ্জীব সেন বলেন, "বর্ধমান সদর জেলার বারোটি খণ্ড ও তিনটি নগরে রামনবমী উৎসব পালন করা হয়েছে। তবে এবার শহরের টাউনহলে মূল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তার পরিবর্তে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বাড়ি বাড়ি রামনবমী উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো বিভিন্ন জায়গায় শুধুমাত্র তিনবেলা পুজো, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেওয়া হয় । কোথাও কোনও জমায়েত করা হয়নি ।'