ETV Bharat / city

বাস ও টোটোর ভাড়া বাড়ছে না জানাল পূর্ব বর্ধমান প্রশাসন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোনও ভাবেই টোটোয় দু'জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না । একজন চালক সহ মোট 3 জন টোটোয় যেতে পারবেন । অর্থাৎ একটা টোটোতে দু'জন প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন যাত্রীরা । এর পাশাপাশি বাস ও টোটোর ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়ে দিল প্রশাসন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 7:34 AM IST

বর্ধমান, 2 জুন : লকডাউন শিথিল হতেই সামাজিক দূরত্ব না মেনে টোটোয় বেশি যাত্রী চাপিয়ে পরিবহন করার অভিযোগ উঠল । বাসের ক্ষেত্রেও কোনও ভাবেই আসনের সংখ্যার বেশি যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছে প্রশাসন । কিছু বাস মালিক রাজি হলেও বেশিরভাগ বাস মালিক রাজি নয় বলেই জানা গেছে । যদিও প্রশাসন সূত্রে খবর, বিষয়টি নিয়ে বাস মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রশাসনকে জানাবে ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোনও ভাবেই টোটোয় দু'জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না । একজন চালক সহ মোট 3 জন টোটোয় যেতে পারবেন । অর্থাৎ একটা টোটোতে দু'জন আরোহী নিয়ে যেতে পারবেন চালকরা । কিন্তু টোটো কোনও ভাবেই কোনও কনটেইনমেন্ট জো়নে যাবে না এই নির্দেশিকা জারি করা হয়েছে । অন্যদিকে বাস পরিষেবা চালু হলেও কোনও ভাবেই বাসে কোনও যাত্রী দাঁড়িয়ে যাবে না। পাশাপাশি বাসের ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছে প্রশাসন । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা বলেন, " কোনও টোটো দু'জনের বেশি যাত্রী নিয়ে গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি পুলিশকে দেখতে বলা হয়েছে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মাইকিং করা হবে । কিন্তু সেখানেও টোটোর ভাড়া বাড়ানো যাবে না । পাশাপাশি টোটো সংগঠনকে স্যানিটাইজা়র ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজন হলে তাদের স্যানিটাইজা়র দেওয়া হবে। বাস ভাড়া প্রসঙ্গে তিনি জানান, বাস মালিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে জানানোর আশ্বাস দিয়েছে।"


অন্যদিকে, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা বলেন, " এখনও পর্যন্ত মোট 76 টি শ্রমিক স্পেশাল ট্রেন বর্ধমানে এসেছে । জেলায় মোট 7 হাজার 198 জন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন । এঁদের মধ্যে বেশিরভাগই এসেছেন মহারাষ্ট্র এবং দিল্লি থেকে । তাই তাঁদের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে । মূলত পূর্ব নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শ্রমিকদের জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের জন্য হয়েছে খাবারের ব্যবস্থাও করা হয়েছে ।"

বর্ধমান, 2 জুন : লকডাউন শিথিল হতেই সামাজিক দূরত্ব না মেনে টোটোয় বেশি যাত্রী চাপিয়ে পরিবহন করার অভিযোগ উঠল । বাসের ক্ষেত্রেও কোনও ভাবেই আসনের সংখ্যার বেশি যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছে প্রশাসন । কিছু বাস মালিক রাজি হলেও বেশিরভাগ বাস মালিক রাজি নয় বলেই জানা গেছে । যদিও প্রশাসন সূত্রে খবর, বিষয়টি নিয়ে বাস মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রশাসনকে জানাবে ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোনও ভাবেই টোটোয় দু'জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না । একজন চালক সহ মোট 3 জন টোটোয় যেতে পারবেন । অর্থাৎ একটা টোটোতে দু'জন আরোহী নিয়ে যেতে পারবেন চালকরা । কিন্তু টোটো কোনও ভাবেই কোনও কনটেইনমেন্ট জো়নে যাবে না এই নির্দেশিকা জারি করা হয়েছে । অন্যদিকে বাস পরিষেবা চালু হলেও কোনও ভাবেই বাসে কোনও যাত্রী দাঁড়িয়ে যাবে না। পাশাপাশি বাসের ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছে প্রশাসন । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা বলেন, " কোনও টোটো দু'জনের বেশি যাত্রী নিয়ে গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি পুলিশকে দেখতে বলা হয়েছে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মাইকিং করা হবে । কিন্তু সেখানেও টোটোর ভাড়া বাড়ানো যাবে না । পাশাপাশি টোটো সংগঠনকে স্যানিটাইজা়র ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজন হলে তাদের স্যানিটাইজা়র দেওয়া হবে। বাস ভাড়া প্রসঙ্গে তিনি জানান, বাস মালিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে জানানোর আশ্বাস দিয়েছে।"


অন্যদিকে, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা বলেন, " এখনও পর্যন্ত মোট 76 টি শ্রমিক স্পেশাল ট্রেন বর্ধমানে এসেছে । জেলায় মোট 7 হাজার 198 জন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন । এঁদের মধ্যে বেশিরভাগই এসেছেন মহারাষ্ট্র এবং দিল্লি থেকে । তাই তাঁদের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে । মূলত পূর্ব নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শ্রমিকদের জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের জন্য হয়েছে খাবারের ব্যবস্থাও করা হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.