বর্ধমান, 27 নভেম্বর: উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷
ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয় নিয়ে তাঁকে অভিযোগ জানিয়েছিলেন ৷ 2019-2021 শিক্ষাবর্ষে ভরতি শেষ হওয়ার পর তাঁদেরকে ক্লাস করার সময় দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে ৷ এই অভিযোগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে উপাচার্যকে ঘেরাও চলে ৷ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের ঘরগুলির অবস্থা বেহাল ৷ বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে ৷ এছাড়া খাবারের গুণগতমান দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ এই বিষয়টি আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি ৷
এই দুই বিষয় সহ আরও কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন আগে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ চালিয়েছিল ৷ উপাচার্য 24 ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তারপরেও বেশ কয়েকদিন কেটে গেছে অথচ সমস্যার সমাধান হয়নি ৷