ETV Bharat / city

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভ - Students agitation with the VC of Burdwan University

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সন্ধে থেকে রাত পর্যন্ত উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ।

students-agitation in burdwan-university
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ
author img

By

Published : Nov 27, 2019, 10:06 AM IST

Updated : Nov 27, 2019, 3:57 PM IST

বর্ধমান, 27 নভেম্বর: উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷

ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয় নিয়ে তাঁকে অভিযোগ জানিয়েছিলেন ৷ 2019-2021 শিক্ষাবর্ষে ভরতি শেষ হওয়ার পর তাঁদেরকে ক্লাস করার সময় দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে ৷ এই অভিযোগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে উপাচার্যকে ঘেরাও চলে ৷ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের ঘরগুলির অবস্থা বেহাল ৷ বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে ৷ এছাড়া খাবারের গুণগতমান দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ এই বিষয়টি আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি ৷

এই দুই বিষয় সহ আরও কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন আগে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ চালিয়েছিল ৷ উপাচার্য 24 ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তারপরেও বেশ কয়েকদিন কেটে গেছে অথচ সমস্যার সমাধান হয়নি ৷

উপাচার্যকে ঘিরে বিক্ষোভ

বর্ধমান, 27 নভেম্বর: উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷

ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয় নিয়ে তাঁকে অভিযোগ জানিয়েছিলেন ৷ 2019-2021 শিক্ষাবর্ষে ভরতি শেষ হওয়ার পর তাঁদেরকে ক্লাস করার সময় দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে ৷ এই অভিযোগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে উপাচার্যকে ঘেরাও চলে ৷ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের ঘরগুলির অবস্থা বেহাল ৷ বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে ৷ এছাড়া খাবারের গুণগতমান দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ এই বিষয়টি আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ কিন্তু তাতে কোনও সুরাহা মেলেনি ৷

এই দুই বিষয় সহ আরও কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন আগে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ চালিয়েছিল ৷ উপাচার্য 24 ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তারপরেও বেশ কয়েকদিন কেটে গেছে অথচ সমস্যার সমাধান হয়নি ৷

উপাচার্যকে ঘিরে বিক্ষোভ
Intro:রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘেরাও উপাচার্য


পুলক যশ, বর্ধমান

ফের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সন্ধে থেকে রাত পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাইচন্দ্র সাহাকে ঘেরাও করে চলে বিক্ষোভ । রাতের দিকে উপাচার্য তাদের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
এর আগে দিন কয়েক আগে ১৬ দফা দাবিতে ছাত্রছাত্রীরা উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ চলেছিল। এদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন, আগের দিন বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানানোর পরে
তিনি ২৪ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বেশ কয়েকদিন কেটে গেছে সমস্যার সমাধান হয়নি।তারই প্রতিবাদে উপাচার্যকে এদিন রাতে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।


এদিন ছাত্রছাত্রীরা
তারা অভিযোগ করে বলেন, 2019-2021 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাদেরকে ক্লাস করার সময় দেওয়া হচ্ছে না।
তারা আরও অভিযোগ করে বলেন যেসব ছাত্রবাস ছাত্রীনিবাসে তারা থাকে সেই সমস্ত ঘরের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় সেখানে জল পড়ে। এমনকি তাদের যে খাবার দেওয়া হয় সেই খাবারের মান দিনের পর দিন খারাপ হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের ঘেরাও অভিযান চলবে। সন্ধে থেকে রাত পর্যন্ত ঘেরাও থাকার পরে উপাচার্য, রেজিস্ট্রার সকলেই ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা বলেন। এরপরেই ঘেরাও উঠে যায়।Body:রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘেরাও উপাচার্য Conclusion:রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘেরাও উপাচার্য
Last Updated : Nov 27, 2019, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.