কেতুগ্রাম, 29 এপ্রিল : বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক ছাত্রীর। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চরখি গ্রামের ঘটনা। মৃত ছাত্রীর নাম মৌসুমী খাতুন (12)। কেতুগ্রাম 2 ব্লকের বিল্বেশ্বর পঞ্চায়েতের চরখি গ্রামের বাসিন্দা সে (student died when a tree branch fell in the Kalbaishakhi )।
প্রচণ্ড গরমের পরে শুক্রবার বিকেল থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি । এদিন বিকালে সাইকেলে চেপে বাড়ির পাশেই একটা বাগানে খেলা করতে চায় মৌসুমী । ঝড়ে গাছের ডাল ভেঙে মৌসুমীর মাথায় পড়ে। সেখানে অজ্ঞান হয়ে যায় মৌসুমি। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: Heavy Rain And Thunderstorm: অবশেষে স্বস্তির বৃষ্টি হুগলিতে
এদিকে ঝড়ের কারণে ওভারহেডের তারে সমস্যা দেখা দেওয়ায় ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যহত হয় । প্রায় কুড়ি মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। পাশাপাশি ঝড়ের দাপটে কেতুগ্রাম এলাকার বিরুরিতে একাধিক মাটির বাড়ির চাল উড়ে যায়, বিভিন্ন এলাকায় গাছ পড়ার খবর পাওয়া গেছে।