ETV Bharat / city

মেমারির সোমেশ্বরতলা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত - memari

শুক্রবার বিকেলে মেমারি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সোমেশ্বর তলা এলাকায় এক যুবকের কোরোনা পজিটি়ভ রিপোর্ট মেলে । তাঁকে দুর্গাপুরের সনকা হসপিটালে পাঠানো হয়েছে । এর পরেই জেলা প্রশাসনের তরফে ওই জায়গাকে 21 দিনের জন্য কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে ।

memari
কনটেইনমেন্ট
author img

By

Published : May 9, 2020, 8:17 PM IST

মেমারি, 9 মে : মেমারির সোমেশ্বর তলা এলাকায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় চিন্তিত প্রশাসন । এজন্য উত্তর সোমেশ্বরতলা এলাকাকে কনটেইনমেন্ট হিসেবে ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মেমারি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সোমেশ্বর তলা এলাকায় এক যুবকের কোরোনা পজেটিভ রিপোর্ট মেলে । তাঁকে দুর্গাপুরের সনকা হসপিটালে পাঠানো হয়েছে । এর পরেই জেলা প্রশাসনের তরফে ওই জায়গাকে 21 দিনের জন্য কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে । ওই এলাকায় কেউ যাতায়াত করতে পারবেন না ।বিকেল থেকেই এলাকায় বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ।

বর্ধমান দক্ষিণের SDPO আমিনুল ইসলাম খান বলেন, " মেমারি সোমেশ্বর এলাকা কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে । আগামী 21 দিন ওই এলাকায় কেউ ঢুকতে বা বের হতে পারবে না। এলাকাটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে । দমকলে পক্ষ থেকে ওই এলাকায় স্যানিটাইজ়েশন করা হচ্ছে।" পাশাপাশি ওই এলাকায় যেসব দোকানপাট খোলা ছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে । এলাকার মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে ।

মেমারি, 9 মে : মেমারির সোমেশ্বর তলা এলাকায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় চিন্তিত প্রশাসন । এজন্য উত্তর সোমেশ্বরতলা এলাকাকে কনটেইনমেন্ট হিসেবে ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মেমারি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সোমেশ্বর তলা এলাকায় এক যুবকের কোরোনা পজেটিভ রিপোর্ট মেলে । তাঁকে দুর্গাপুরের সনকা হসপিটালে পাঠানো হয়েছে । এর পরেই জেলা প্রশাসনের তরফে ওই জায়গাকে 21 দিনের জন্য কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে । ওই এলাকায় কেউ যাতায়াত করতে পারবেন না ।বিকেল থেকেই এলাকায় বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ।

বর্ধমান দক্ষিণের SDPO আমিনুল ইসলাম খান বলেন, " মেমারি সোমেশ্বর এলাকা কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে । আগামী 21 দিন ওই এলাকায় কেউ ঢুকতে বা বের হতে পারবে না। এলাকাটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে । দমকলে পক্ষ থেকে ওই এলাকায় স্যানিটাইজ়েশন করা হচ্ছে।" পাশাপাশি ওই এলাকায় যেসব দোকানপাট খোলা ছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে । এলাকার মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.