বর্ধমান, 17 মার্চ : সাঁইবাড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত CPI(M)-এর সঙ্গে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস, এটা লজ্জার বিষয় । বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকাণ্ডের 50 বছর পূর্তিতে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। বলেন, আজ মমতা ব্যানার্জির জন্য এই শহিদরা শান্তিতে আছেন, নাহলে সাঁইবাড়ি শহিদদের আত্মা ছটফট করত।
আজ সন্ধেয় বর্ধমানের বীরহাটা সংলগ্ন প্রতাপেশ্বর শিবতলা লেনে প্রণব সাঁই, মলয় সাঁই এবং তাঁদের বাড়ির শিক্ষক জিতেন্দ্র রায়ের স্মরণসভায় যোগ দিতে আসেন ফিরহাদ হাকিম। সাঁইবাড়ি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল সেই সময়কার দাপুটে CPI(M) নেতা প্রয়াত নিরুপম সেন, বিনয় কোঙ্গার সহ অন্যদের। কিন্তু সেই CPI(M)-এর সঙ্গে জোট বেঁধে লড়ায় কংগ্রেসকে আক্রমণ করেন তিনি ।
আজ ফিরহাদ হাকিমের মোবাইল ফোনে ফোন করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী ওই জায়গায় শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ করার জন্য ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন । ফিরহাদ হাকিম বলেন, আজ আশ্চর্য লাগে যখন CPI(M) এবং কংগ্রেস একসঙ্গে হাত ধরাধরি করে লড়াই করছে । আজকের কংগ্রেস সাঁইবাড়ি শহিদদের মনে করে না । আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই শহিদরা শান্তিতে আছেন নাহলে সাঁইবাড়ি শহিদদের আত্মা ছটফট করত।