বর্ধমান, 9 ডিসেম্বর: নিজেরা (পড়ুয়া) ক্লাস করব না অথচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বেশি নম্বরের দাবি জানাব এটা ঠিক নয় । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে চতুর্থ রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র উদ্বোধন করতে এসে উদ্বোধনের মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের এই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
সেই সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে উদ্দেশ্যে করে তিনি বলেন , "নিমাইবাবু রেজ়াল্ট ঠিক সময়ে বের করতে হবে । আর সময় মতো মার্কশিট ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে । কেউ কিন্তু এ কথা শুনতে চাইবে না যে আপনার এজেন্সি ফেল করেছে । তাই করজোড়ে আবেদন সকলের কাছে (অধ্যাপক-অধ্যাপিকা) সময়মতো পরীক্ষা নিন ৷ রেজ়াল্ট বের করুন ।"
সেই সঙ্গে পড়ুয়াদের নিয়মিত ক্লাস করার বার্তা দেন । শিক্ষামন্ত্রী বলেন, "সারা বছর ধরে ক্লাস করব না আর তারপরেই বলব পরীক্ষায় বেশি নম্বর দিতে হবে তাহলে ভালো বিজ্ঞানী কেন, ভালো মানুষ তোমরা কেউ তৈরি হবে না । আমি ছাত্র-ছাত্রীদের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল । কিন্তু নিয়ম সকলকেই মানতে হবে । নিয়মের ব্যতিক্রম করা যাবে না ।" তিনি আরও বলেন, "আজকে আমার কথা তোমাদের কাছে তেতো লাগতে পারে কিন্তু তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে । চারিদিকে দেখবে যারা নিয়ম মেনে পড়াশোনা করেছে তারাই বড় জায়গায় পৌঁছেছে ৷ আর যারা তোমরা মিলেমিশে তালগোল পাকাচ্ছ তারা তোমাদের বাবা মায়ের কাছেই থেকে যাবে । তাই তাদের প্রতি পরামর্শ নিয়মিত ক্লাস করো ।"