ETV Bharat / city

নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি রাহুল সিনহার - রাহুল সিনহা

নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি জানালেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । ঘটনায় মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানালে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে । এমনটাই বলেন তিনি ।

demand of NIA investigation on Naihati blast
নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবি রাহুল সিনহার
author img

By

Published : Jan 10, 2020, 2:06 PM IST

বর্ধমান, 10 জানুয়ারি : নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানালে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে । বর্ধমানে এমনটাই বললেন রাহুল সিনহা । পাশাপাশি নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবিও জানান BJP-র কেন্দ্রীয় সম্পাদক ।

তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার NIA তদন্ত হওয়া উচিত । তবেই জানা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত । রাহুল সিনহার কথায়, "আমরা এর আগেও দাবি করেছি এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর । আমরা এতদিন ধরে বলেছি, পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে । বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও শিক্ষা নেয়নি । খাগড়াগড় বিস্ফোরণে দেখা গেছে জঙ্গিরা কীভাবে সেখানে বিস্ফোরক তৈরি করত । ঠিক তেমনই দেখা গেছে নৈহাটি বিস্ফোরণে ।"

কি বললেন রাহুল সিনহা ? দেখুন ভিডিয়ো...

BJP-র কেন্দ্রীয় সম্পাদকের দাবি, "পশ্চিমবঙ্গে বোমা ফাটে কম । কারণ এটা জঙ্গিদের আঁতুড়ঘর । এখানে জঙ্গিরা আশ্রয় নেয় । বোমা মজুত করে এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তারা বোমা সরবরাহ করে নাশকতামূলক কাজ করে । এই বোমাও আতঙ্কবাদী কাজের জন্য রাখা ছিল । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উচিত এই ঘটনায় কারা জড়িত তা জানার জন্য অবিলম্বে NIA তদন্তের দাবি জানান ।" রাহুল সিনহা আরও বলেন, "খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমি প্রথমে তদন্তের দাবি জানিয়েছিলাম । তাই এবার মুখ্যমন্ত্রীর উচিত নিজে থেকেই কেন্দ্রের কাছে NIA তদন্তের দাবি জানান । তিনি যদি নিজে থেকে দাবি না জানান তাহলে ধরে নিতে হবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগসূত্র আছে ।"

বর্ধমান, 10 জানুয়ারি : নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানালে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে । বর্ধমানে এমনটাই বললেন রাহুল সিনহা । পাশাপাশি নৈহাটি বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবিও জানান BJP-র কেন্দ্রীয় সম্পাদক ।

তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার NIA তদন্ত হওয়া উচিত । তবেই জানা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত । রাহুল সিনহার কথায়, "আমরা এর আগেও দাবি করেছি এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর । আমরা এতদিন ধরে বলেছি, পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে । বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও শিক্ষা নেয়নি । খাগড়াগড় বিস্ফোরণে দেখা গেছে জঙ্গিরা কীভাবে সেখানে বিস্ফোরক তৈরি করত । ঠিক তেমনই দেখা গেছে নৈহাটি বিস্ফোরণে ।"

কি বললেন রাহুল সিনহা ? দেখুন ভিডিয়ো...

BJP-র কেন্দ্রীয় সম্পাদকের দাবি, "পশ্চিমবঙ্গে বোমা ফাটে কম । কারণ এটা জঙ্গিদের আঁতুড়ঘর । এখানে জঙ্গিরা আশ্রয় নেয় । বোমা মজুত করে এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তারা বোমা সরবরাহ করে নাশকতামূলক কাজ করে । এই বোমাও আতঙ্কবাদী কাজের জন্য রাখা ছিল । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উচিত এই ঘটনায় কারা জড়িত তা জানার জন্য অবিলম্বে NIA তদন্তের দাবি জানান ।" রাহুল সিনহা আরও বলেন, "খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমি প্রথমে তদন্তের দাবি জানিয়েছিলাম । তাই এবার মুখ্যমন্ত্রীর উচিত নিজে থেকেই কেন্দ্রের কাছে NIA তদন্তের দাবি জানান । তিনি যদি নিজে থেকে দাবি না জানান তাহলে ধরে নিতে হবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগসূত্র আছে ।"

Intro:
নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানলে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে বললেন রাহুল সিনহা

পুলক যশ , বর্ধমান

নৈহাটি বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপির কেন্দ্র সম্পাদক রাহুল সিনহা। শুক্রবার বর্ধমানে তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার এন এই এ তদন্ত হওয়া উচিৎ। তবেও কারা ঘটনায় জড়িত সেটা জানা যাবে।

তিনি বলেন,আমরা এর আগেও দাবি করেছি এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর। আমরা এতদিন যে বলছিলাম পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে ।বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরনের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন শিক্ষা নেয়নি। খাগড়াগড় বিস্ফোরনে দেখা গেছে জঙ্গিরা কিভাবে সেখানে বিস্ফোরক তৈরি করতো। ঠিক তেমনি নৈহাটি বিস্ফোরণে দেখা গেছে। বিস্ফোরণের ভয়াবহতা এত বড় ছিল আরডিএক্স কিংবা তার চেয়ে শক্তিশালী জাতীয় কিছু মজুত করা ছিল ।তিনি বলেন পশ্চিমবঙ্গে বোমা ফাটে কম ।কারণ এটা জঙ্গিদের আঁতুড়ঘর। এখানে জঙ্গিরা আশ্রয় নেয় ।বোমা মজুদ করে এবং এই সেই জায়গা থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তারা বোমা সরবরাহ করে এবং নাশকতামূলক কাজ করে ।এই বোমাও আতঙ্কবাদী কাজের জন্য রাখা ছিল। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উচিত এই ঘটনায় কারা জড়িত তা জানার জন্য অবিলম্বে এনআইএ তদন্তের দাবি জানানো। রাহুল সিনহা আরো বলেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমি প্রথমে তদন্ত দাবি জানিয়েছিলাম। তাই এবার মুখ্যমন্ত্রীর উচিত নিজে থেকেই কেন্দ্রের কাছে এন এ দাবি জানানো। আর তিনি যদি নিজে থেকে দাবি না জানান তাহলে ধরে নিতে হবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগসূত্র আছে।




Body:
নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানলে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে বললেন রাহুল সিনহা


Conclusion:
নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী NIA তদন্তের দাবি না জানলে বুঝতে হবে তৃণমূলের যোগসূত্র আছে বললেন রাহুল সিনহা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.