ETV Bharat / city

জেলা পরিষদের নামে রসিদে গাড়ি থেকে টোল আদায়ের অভিযোগ খণ্ডঘোষে

author img

By

Published : Sep 28, 2020, 9:59 PM IST

পূর্ব বর্ধমান জেলা পরিষদের নামে স্লিপ কাটা হচ্ছে সমস্ত পণ্যবাহী গাড়ি থেকে । প্রতিটি টোলে গাড়িপিছু 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রসিদ কাটা হচ্ছে । যদিও জেলা পরিষদ থেকে এই টোলগুলি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে । বলা হয়েছে, ওই রাস্তাটি আগে জেলা পরিষদের আওতাধীন থাকলেও বর্তমানে তা পূর্ত দপ্তরের অধীনে ।

Burdwan news
ছবি

বর্ধমান, 28 সেপ্টেম্বর : একেবারে প্রকাশ্যে একাধিক অবৈধ টোল চালিয়ে লাখ লাখ টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠল খণ্ডঘোষে । জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে পোলেমপুর থেকে নবগ্রাম পর্যন্ত পাকা রাস্তায় পাঁচটি অবৈধ টোল চালানো হচ্ছে । প্রশাসনের লিজ় দেওয়া টোলগুলিকে বহুদিন আগেই উঠিয়ে দেওয়া হয়েছে । এরপরও সেগুলি অবৈধভাবে চালানো হচ্ছে বলে অভিযোগ । প্রতিটি টোলে গাড়িপিছু 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রসিদ কাটা হচ্ছে ।

রীতিমতো পূর্ব বর্ধমান জেলা পরিষদের নামে স্লিপ কাটা হচ্ছে সমস্ত পণ্যবাহী গাড়ি থেকে । যদিও জেলা পরিষদ থেকে এই টোলগুলি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে । বলা হয়েছে, ওই রাস্তাটি আগে জেলা পরিষদের আওতাধীন থাকলেও বর্তমানে তা পূর্ত দপ্তরের অধীনে । তাই ওই রাস্তাটি আর জেলা পরিষদের আওতাধীন নয় ।

টোলগুলি যে অবৈধ, তা স্বীকার করে নিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ।

Burdwan news
150 টাকা থেকে 300 টাকার চালান কাটা হচ্ছে ট্রাকচালকদের থেকে

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এই প্রসঙ্গে জানান, "গত মাসেই পোলেমপুর থেকে নবগ্রাম পর্যন্ত দীর্ঘ পিচের রাস্তাটি পূর্ত দপ্তরকে দেখাশোনা করার জন্য দিয়ে দেওয়া হয়েছে । স্বভাবতই ওই রাস্তার উপর টোলগুলি আর জেলা পরিষদের আওতায় থাকছে না । কার্যত ওই রাস্তার উপর থেকে জেলা পরিষদের নামে টোল নেওয়া সম্পূর্ণ অবৈধ । এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হয়েছে ।"

জেলা পরিষদের কুপন দিয়ে অবৈধ টোল চালানোর অভিযোগ

আরও পড়ুন : অবৈধভাবে ভাবে নদী থেকে বালি তোলার অভিযোগ গ্রেপ্তার দুই
জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, "রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে । এবার থেকে পূর্ত দপ্তর ওই রাস্তাটির দেখাশোনা করবে ।" তাই ওই রাস্তার উপর যে সব টোল রয়েছে সেগুলি আর কার্যকরী থাকার কথা নয় বলেই তিনি অভিমত প্রকাশ করেছেন।

বর্ধমান, 28 সেপ্টেম্বর : একেবারে প্রকাশ্যে একাধিক অবৈধ টোল চালিয়ে লাখ লাখ টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠল খণ্ডঘোষে । জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে পোলেমপুর থেকে নবগ্রাম পর্যন্ত পাকা রাস্তায় পাঁচটি অবৈধ টোল চালানো হচ্ছে । প্রশাসনের লিজ় দেওয়া টোলগুলিকে বহুদিন আগেই উঠিয়ে দেওয়া হয়েছে । এরপরও সেগুলি অবৈধভাবে চালানো হচ্ছে বলে অভিযোগ । প্রতিটি টোলে গাড়িপিছু 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রসিদ কাটা হচ্ছে ।

রীতিমতো পূর্ব বর্ধমান জেলা পরিষদের নামে স্লিপ কাটা হচ্ছে সমস্ত পণ্যবাহী গাড়ি থেকে । যদিও জেলা পরিষদ থেকে এই টোলগুলি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে । বলা হয়েছে, ওই রাস্তাটি আগে জেলা পরিষদের আওতাধীন থাকলেও বর্তমানে তা পূর্ত দপ্তরের অধীনে । তাই ওই রাস্তাটি আর জেলা পরিষদের আওতাধীন নয় ।

টোলগুলি যে অবৈধ, তা স্বীকার করে নিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ।

Burdwan news
150 টাকা থেকে 300 টাকার চালান কাটা হচ্ছে ট্রাকচালকদের থেকে

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এই প্রসঙ্গে জানান, "গত মাসেই পোলেমপুর থেকে নবগ্রাম পর্যন্ত দীর্ঘ পিচের রাস্তাটি পূর্ত দপ্তরকে দেখাশোনা করার জন্য দিয়ে দেওয়া হয়েছে । স্বভাবতই ওই রাস্তার উপর টোলগুলি আর জেলা পরিষদের আওতায় থাকছে না । কার্যত ওই রাস্তার উপর থেকে জেলা পরিষদের নামে টোল নেওয়া সম্পূর্ণ অবৈধ । এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হয়েছে ।"

জেলা পরিষদের কুপন দিয়ে অবৈধ টোল চালানোর অভিযোগ

আরও পড়ুন : অবৈধভাবে ভাবে নদী থেকে বালি তোলার অভিযোগ গ্রেপ্তার দুই
জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, "রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে । এবার থেকে পূর্ত দপ্তর ওই রাস্তাটির দেখাশোনা করবে ।" তাই ওই রাস্তার উপর যে সব টোল রয়েছে সেগুলি আর কার্যকরী থাকার কথা নয় বলেই তিনি অভিমত প্রকাশ করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.