ETV Bharat / city

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয় - pujo

পরিবারের সদস্যরা বলেন, ''এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চণ্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি । কত বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল, তা জানা নেই কারও । রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন 700টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চণ্ডী মন্ত্র রয়েছে তা পাঠ করা হয় । ''

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
author img

By

Published : Oct 7, 2019, 10:18 PM IST

Updated : Oct 8, 2019, 8:09 PM IST

দুর্গাপুর, 7 অক্টোবর: ষষ্ঠীর দিন যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপ নেভেনা 10 দিন ৷ লক্ষ্মীপূজার রাত পেরিয়ে তার পর দিনে এই প্রদীপের আলো নেভে ৷ এমনটাই রীতি আজও অব্যাহত দুর্গাপুরের আমরাই গ্রামের বাবুপাড়া জমিদার বাড়ির দুর্গা দালানে ।

প্রায় 300 বছরের এই পুজোয় রয়েছে আরও অনেক বিশেষত্ব । পরিবারের সদস্যরা বলেন, ''এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চণ্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি । কত বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল, তা জানা নেই কারও । রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন 700টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চণ্ডী মন্ত্র লেখা রয়েছে, তা পাঠ করা হয় । ''

জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের প্রতিনিধি সুকান্তি চট্টোপাধ্যায় বলেন, ''আমরাই বাবু বাড়ির দুর্গা দালানে পরিবারের সবাই আসেন দেশ-বিদেশ থেকে । এই পুজোয় চার দিন রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন ।''

দুর্গাপুর, 7 অক্টোবর: ষষ্ঠীর দিন যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপ নেভেনা 10 দিন ৷ লক্ষ্মীপূজার রাত পেরিয়ে তার পর দিনে এই প্রদীপের আলো নেভে ৷ এমনটাই রীতি আজও অব্যাহত দুর্গাপুরের আমরাই গ্রামের বাবুপাড়া জমিদার বাড়ির দুর্গা দালানে ।

প্রায় 300 বছরের এই পুজোয় রয়েছে আরও অনেক বিশেষত্ব । পরিবারের সদস্যরা বলেন, ''এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চণ্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি । কত বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল, তা জানা নেই কারও । রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন 700টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চণ্ডী মন্ত্র লেখা রয়েছে, তা পাঠ করা হয় । ''

জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের প্রতিনিধি সুকান্তি চট্টোপাধ্যায় বলেন, ''আমরাই বাবু বাড়ির দুর্গা দালানে পরিবারের সবাই আসেন দেশ-বিদেশ থেকে । এই পুজোয় চার দিন রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন ।''

Intro:ষষ্ঠীর দিন যে প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপ একটানা লক্ষ্মী পূজার রাত পেরিয়ে তার পরের দিনে নেভানোর রীতি আজও অব্যাহত দুর্গাপুরের আমরাই গ্রামের বাবুপাড়া জমিদার বাড়ির দুর্গা দালানে। প্রায় তিনশ বছরের এই পূজার সাথে মিশে আছে শুধুই ইতিহাস। এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চন্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি। কত সহশ্র বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল তা জানা নেই কারোরই। কিন্তু রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন সব সপ্ত শত অর্থাৎ ৭০০ টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চন্ডী মন্ত্র রয়েছে তা পাঠ করা হয়। আমরাই বাবু বাড়ির দুর্গা দালানে পুজোর এই কয়েকটা দিন যে যেখানেই থাকুন না কেন তাদের পরিবারের সবাই এসে উপস্থিত হন। অনেকেই থাকেন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও। তারাও আজ এসে উপস্থিত হন এই পূজায়। বাবুপাড়ার যুবকদের উদ্যোগে এই পুজোর চার দিন খাওয়া দাওয়ার আয়োজন। জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের প্রতিনিধি সুকান্তি চট্টোপাধ্যায় জানালেন এই পুজোয় কি কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে? যা এই পুজোকে অন্যান্য পুজোর থেকে আলাদা করে রেখেছে?Body:রConclusion:গ
Last Updated : Oct 8, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.