ETV Bharat / city

হ্যান্ডিক্যাম দিয়ে শর্ট ফিল্ম বানিয়ে মিলেছে স্বীকৃতি, এখন হলিউডে চোখ কৃষ্ণকান্তের - পূর্ব বর্ধমানের খবর

বরাবরই ফিল্ম ম্যাগাজিন পড়তেন কৃষ্ণকান্তবাবু । তা পড়েই কাটান অবসর সময় । সম্প্রতি কলকাতা নিবাসী ইরানের ফুটবলার জামশেদ নাসিরিকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছেন তিনি । তা বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে ।

Film Director from Burdwan
কৃষ্ণকান্ত মল্লিক
author img

By

Published : Aug 19, 2020, 7:16 PM IST

বর্ধমান, 17 অগাস্ট : বর্ধমানের বাসিন্দা কৃষ্ণকান্ত মল্লিক । সঙ্গী বলতে একটা হ্যান্ডিক্যাম । আর তা দিয়েই বানিয়ে ফেলেছেন একের পর এক স্বল্প দৈর্ঘ্যের ছবি । দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন । পুরস্কারও পেয়েছেন অনেক । অধুনা কলকাতা নিবাসী ইরানের ফুটবলার জামশেদ নাসিরিকে নিয়ে সিনেমা তৈরি করেছেন তিনি । অ্যামেরিকার সানফ্রান্সিকোতেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি ।

একসময় বর্ধমান স্টেশন সংলগ্ন বুকস্টল গুলিতে বসে ফিল্ম ম্যাগাজিন পড়া ছিল কৃষ্ণকান্ত মল্লিকের নেশা । বিভিন্ন পত্রিকা ঘেঁটে নিজের খাতায় লিখে রাখতেন দেশ-বিদেশের সিনেমার নানা তথ্য । বর্ধমান শহরের লোকো কলোনি এলাকায় তাঁর বাড়ি । বাড়িতে আছেন মা চণ্ডীরানি মল্লিক। ছেলের কাজে দিনরাত উৎসাহ দিয়ে চলেছেন তিনি । কৃষ্ণকান্তের ছবিতে ফুটে উঠেছে ছোট্ট শিশুর প্রথম ট্রেন দেখার অনুভূতি থেকে ইরানের ফুটবলার জামসেদ নাসিরির ইরান থেকে কলকাতায় মেলবন্ধন।

Film Director from Burdwan
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁর সিনেমা

একের পর এক শর্ট ফিল্ম তৈরি করে মিলেছে দেশ-বিদেশের অজস্র খেতাব । কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দু'বার তাঁর ছবি দেখানো হয় । বাংলাদেশের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় তাঁকে আমন্ত্রণ জানানো হয় । দিল্লিতে আয়োজিত NFDC-র স্বচ্ছ ভারত শর্ট ফিল্ম প্রতিযোগিতাতেও মিলেছে পুরস্কার ।

হলিউডে সিনেমা বানাতে চান কৃষ্ণকান্ত মল্লিক

ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন । কলকাতার রূপকলা কেন্দ্র ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত 14 তম আন্তর্জাতিক সোশাল কমিউনিকেশন সিনেমা কনফারেন্সে বর্ধমান থেকে তাঁর ছবি রাজ্যের সেরা ছবি বলে বিবেচিত হয়েছে । জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানিত করা হয় ।

এছাড়া অন্ধ্রপ্রদেশ থেকে করনুল অ্যাওয়ার্ড, মুম্বইয়ে আয়োজিত "আই অ্যাম দা চেঞ্জ" সোশাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পান তিনি । লখনউতে আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দু'বার তাঁর ছবি দেখানো হয় । দিল্লির বায়োস্কোপ ফিল্ম ফেস্টিভ্যালে থেকেও ডাক এসেছে ।

ইরানের ফুটবলার জামশেদ নাসিরিকে নিয়ে সম্প্রতি 14 মিনিটের "টেল অফ নাসিরি" তথ্যচিত্রটি বানিয়েছেন । তুলে ধরেছেন ইরান থেকে এসে কলকাতায় কীভাবে সফল হয়েছেন জামশেদ । সান ফ্রান্সিসকোতে ইরানের বিশেষ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেই ছবি ।

ছেলের কাজে খুশি কৃষ্ণকান্তের মা চণ্ডীরাণী মল্লিক। তিনি বলেন, "ছোটো থেকেই কৃষ্ণ ছবি নিয়ে পড়াশোনা করত । নিজের মতো করে লিখত । এখনও রাতের পর রাত জেগে সে কাজ করে চলেছে । তার আরও সাফল্য কামনা করি ।"

কোনও অবাস্তব গল্পকথা নয় । বাস্তবের ছবিটাকেই বেশি করে তুলে ধরেন তিনি । শিশুমনের বিভিন্ন ভাবনাগুলি নিয়েও কাজ করেন । এখন অ্যামেরিকার সানডেন্স ইনস্টিটিউট থেকে অনলাইনে ক্লাস করছেন । স্বপ্ন হলিউডে পা রাখা ।

কৃষ্ণকান্ত মল্লিককে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "সম্প্রতি হলিউডের কলম্বিয়া কলেজ, লস এঞ্জেলস ও শিকাগো ক্যাম্পাস থেকে ফিল্ম স্টাডিজ় নিয়ে পাস করেছি । এখন নিয়মিত অ্যামেরিকার সানডেন্স ইনস্টিটিউট থেকে অনলাইনে ক্লাস করছি । এর ফলে নিত্যনতুন ভাবনা ভাবতে পারছি ।" এই ভাবনাগুলিকে বাস্তবায়িত করতে এখন তাঁর পাখির চোখ হলিউডে পা রাখা । তাই দিনরাত এক করে চলছে ফিল্ম নিয়ে কাটা-ছেঁড়া ।

বর্ধমান, 17 অগাস্ট : বর্ধমানের বাসিন্দা কৃষ্ণকান্ত মল্লিক । সঙ্গী বলতে একটা হ্যান্ডিক্যাম । আর তা দিয়েই বানিয়ে ফেলেছেন একের পর এক স্বল্প দৈর্ঘ্যের ছবি । দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন । পুরস্কারও পেয়েছেন অনেক । অধুনা কলকাতা নিবাসী ইরানের ফুটবলার জামশেদ নাসিরিকে নিয়ে সিনেমা তৈরি করেছেন তিনি । অ্যামেরিকার সানফ্রান্সিকোতেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি ।

একসময় বর্ধমান স্টেশন সংলগ্ন বুকস্টল গুলিতে বসে ফিল্ম ম্যাগাজিন পড়া ছিল কৃষ্ণকান্ত মল্লিকের নেশা । বিভিন্ন পত্রিকা ঘেঁটে নিজের খাতায় লিখে রাখতেন দেশ-বিদেশের সিনেমার নানা তথ্য । বর্ধমান শহরের লোকো কলোনি এলাকায় তাঁর বাড়ি । বাড়িতে আছেন মা চণ্ডীরানি মল্লিক। ছেলের কাজে দিনরাত উৎসাহ দিয়ে চলেছেন তিনি । কৃষ্ণকান্তের ছবিতে ফুটে উঠেছে ছোট্ট শিশুর প্রথম ট্রেন দেখার অনুভূতি থেকে ইরানের ফুটবলার জামসেদ নাসিরির ইরান থেকে কলকাতায় মেলবন্ধন।

Film Director from Burdwan
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁর সিনেমা

একের পর এক শর্ট ফিল্ম তৈরি করে মিলেছে দেশ-বিদেশের অজস্র খেতাব । কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দু'বার তাঁর ছবি দেখানো হয় । বাংলাদেশের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় তাঁকে আমন্ত্রণ জানানো হয় । দিল্লিতে আয়োজিত NFDC-র স্বচ্ছ ভারত শর্ট ফিল্ম প্রতিযোগিতাতেও মিলেছে পুরস্কার ।

হলিউডে সিনেমা বানাতে চান কৃষ্ণকান্ত মল্লিক

ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন । কলকাতার রূপকলা কেন্দ্র ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত 14 তম আন্তর্জাতিক সোশাল কমিউনিকেশন সিনেমা কনফারেন্সে বর্ধমান থেকে তাঁর ছবি রাজ্যের সেরা ছবি বলে বিবেচিত হয়েছে । জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানিত করা হয় ।

এছাড়া অন্ধ্রপ্রদেশ থেকে করনুল অ্যাওয়ার্ড, মুম্বইয়ে আয়োজিত "আই অ্যাম দা চেঞ্জ" সোশাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পান তিনি । লখনউতে আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দু'বার তাঁর ছবি দেখানো হয় । দিল্লির বায়োস্কোপ ফিল্ম ফেস্টিভ্যালে থেকেও ডাক এসেছে ।

ইরানের ফুটবলার জামশেদ নাসিরিকে নিয়ে সম্প্রতি 14 মিনিটের "টেল অফ নাসিরি" তথ্যচিত্রটি বানিয়েছেন । তুলে ধরেছেন ইরান থেকে এসে কলকাতায় কীভাবে সফল হয়েছেন জামশেদ । সান ফ্রান্সিসকোতে ইরানের বিশেষ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেই ছবি ।

ছেলের কাজে খুশি কৃষ্ণকান্তের মা চণ্ডীরাণী মল্লিক। তিনি বলেন, "ছোটো থেকেই কৃষ্ণ ছবি নিয়ে পড়াশোনা করত । নিজের মতো করে লিখত । এখনও রাতের পর রাত জেগে সে কাজ করে চলেছে । তার আরও সাফল্য কামনা করি ।"

কোনও অবাস্তব গল্পকথা নয় । বাস্তবের ছবিটাকেই বেশি করে তুলে ধরেন তিনি । শিশুমনের বিভিন্ন ভাবনাগুলি নিয়েও কাজ করেন । এখন অ্যামেরিকার সানডেন্স ইনস্টিটিউট থেকে অনলাইনে ক্লাস করছেন । স্বপ্ন হলিউডে পা রাখা ।

কৃষ্ণকান্ত মল্লিককে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "সম্প্রতি হলিউডের কলম্বিয়া কলেজ, লস এঞ্জেলস ও শিকাগো ক্যাম্পাস থেকে ফিল্ম স্টাডিজ় নিয়ে পাস করেছি । এখন নিয়মিত অ্যামেরিকার সানডেন্স ইনস্টিটিউট থেকে অনলাইনে ক্লাস করছি । এর ফলে নিত্যনতুন ভাবনা ভাবতে পারছি ।" এই ভাবনাগুলিকে বাস্তবায়িত করতে এখন তাঁর পাখির চোখ হলিউডে পা রাখা । তাই দিনরাত এক করে চলছে ফিল্ম নিয়ে কাটা-ছেঁড়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.