ETV Bharat / city

Farmer suicide in Bardhaman : নিম্নচাপের বৃষ্টিতে চাষে বিপুল ক্ষতি, আত্মঘাতী কৃষক

ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক কৃষক (Farmer committed suicide due to huge loss)। মৃত কৃষকের নাম গণেশ নারায়ণ ঘোষ ৷

burdwan farmer suiside
চাষে ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী কৃষক
author img

By

Published : Dec 18, 2021, 5:00 PM IST

বর্ধমান, 18 ডিসেম্বর : নিম্নচাপের জেরে কয়েকদিন আগেই লাগাতার বৃষ্টি হয়েছে জেলায় জেলায় ৷ আর সেই অসময়ের বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা ৷ মাঠের বিপুল ফসল নষ্ট হয়েছে মাঠেই ৷ মাথায় চেপেছে বিপুল ঋণের বোঝা ৷ এর জেরে রায়না থানার হিজলনা অঞ্চলে আত্মঘাতী হলেন এক কৃষক ৷ ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় মানসিক অবসাদে (Farmer committed suicide due to huge loss) ভুগছিলেন তিনি।

মৃত কৃষকের নাম গণেশ নারায়ণ ঘোষ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বিঘা জমিতে ধান এবং ঋণ নিয়ে বেশ কয়েক বিঘায় আলু চাষ করেছিলেন গণেশ । কিন্তু কয়েকদিন আগে নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত হয়, তাতে পুরোপুরি জলে ডুবে যায় তাঁর জমি ৷ ফলে কোনও ফসলই বাঁচাতে পারেননি গণেশ ৷ বাড়িতে আছেন তাঁর অসুস্থ মা ও স্ত্রী ৷ তাঁদের চিকিৎসা খরচ-সহ এই বিপুল ঋণের বোঝায় কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি ৷ আর সেই কারণেই এই পথ বেছে নেন গণেশ নারায়ণ ঘোষ ৷

আরও পড়ুন : কালনায় অবসাদে আত্মঘাতী আলুচাষি

শনিবার আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা । এরপর রায়না পুলিশকে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ ঠিক কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন তা এখন খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে স্থানীয় বাসিন্দা ও পরিবারের দাবি, চাষের বিপুল ক্ষতির ফলেই আত্মহত্যা করেছেন গণেশ ৷

বর্ধমান, 18 ডিসেম্বর : নিম্নচাপের জেরে কয়েকদিন আগেই লাগাতার বৃষ্টি হয়েছে জেলায় জেলায় ৷ আর সেই অসময়ের বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা ৷ মাঠের বিপুল ফসল নষ্ট হয়েছে মাঠেই ৷ মাথায় চেপেছে বিপুল ঋণের বোঝা ৷ এর জেরে রায়না থানার হিজলনা অঞ্চলে আত্মঘাতী হলেন এক কৃষক ৷ ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় মানসিক অবসাদে (Farmer committed suicide due to huge loss) ভুগছিলেন তিনি।

মৃত কৃষকের নাম গণেশ নারায়ণ ঘোষ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বিঘা জমিতে ধান এবং ঋণ নিয়ে বেশ কয়েক বিঘায় আলু চাষ করেছিলেন গণেশ । কিন্তু কয়েকদিন আগে নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত হয়, তাতে পুরোপুরি জলে ডুবে যায় তাঁর জমি ৷ ফলে কোনও ফসলই বাঁচাতে পারেননি গণেশ ৷ বাড়িতে আছেন তাঁর অসুস্থ মা ও স্ত্রী ৷ তাঁদের চিকিৎসা খরচ-সহ এই বিপুল ঋণের বোঝায় কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি ৷ আর সেই কারণেই এই পথ বেছে নেন গণেশ নারায়ণ ঘোষ ৷

আরও পড়ুন : কালনায় অবসাদে আত্মঘাতী আলুচাষি

শনিবার আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা । এরপর রায়না পুলিশকে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ ঠিক কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন তা এখন খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে স্থানীয় বাসিন্দা ও পরিবারের দাবি, চাষের বিপুল ক্ষতির ফলেই আত্মহত্যা করেছেন গণেশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.