ETV Bharat / city

Bardhaman Road Accident : পিকআপ ভ্যানকে ওভারটেক, বর্ধমানে যাত্রীবাহী বাস উল্টে আহত 20

author img

By

Published : Mar 13, 2022, 4:10 PM IST

বর্ধমানে পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন (Bus Overturned in Bardhaman 20 Passengers are Injured) ৷ আহতদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর বলে খবর ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

Bus Overturned in Bardhaman 20 Passengers are Injured
Bus Overturned in Bardhaman 20 Passengers are Injured

রায়না, 13 মার্চ : পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন (Bus Overturned in Bardhaman 20 Passengers are Injured) ৷ রবিবার বেলা 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা এলাকায় ৷ পরে স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

স্থানীয়দের তরফে জানানো হয়েছে, রবিবার বেলার দিকে আরামবাগের দিক থেকে বর্ধমানগামী একটি বাস দ্রুত গতিতে আসছিল ৷ বাসটির সামনে একটা পিকআপ ভ্যান ছিল ৷ মিরেপোতা এলাকায় বাসটি দ্রুত গতিতেই পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে ৷ গতি বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷

আরও পড়ুন : Shalboni Accident : শালবনীতে টহলদারি গাড়িতে লরির ধাক্কায় আহত 5 পুলিশ কর্মী

স্থানীয় বাসিন্দা আরিফ মুন্সি বলেন, ‘‘দুর্ঘটনার পর বাসের সামনের এবং নিচের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায় ৷ বাসটি হুমগড় থেকে বর্ধমান যাচ্ছিল ৷’’ এই বাস দুর্ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন : Purba Medinipur Road Accident : নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, পুলিশের গাড়িতে আগুন

স্থানীয় বাসিন্দা শেখ জাকির হোসেন বলেন, ‘‘প্রচণ্ড গতিতে গাড়িটা বর্ধমানের দিকে যাচ্ছিল ৷ গতি বেশি থাকায় পিক আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি ৷’’ হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

রায়না, 13 মার্চ : পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন (Bus Overturned in Bardhaman 20 Passengers are Injured) ৷ রবিবার বেলা 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা এলাকায় ৷ পরে স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

স্থানীয়দের তরফে জানানো হয়েছে, রবিবার বেলার দিকে আরামবাগের দিক থেকে বর্ধমানগামী একটি বাস দ্রুত গতিতে আসছিল ৷ বাসটির সামনে একটা পিকআপ ভ্যান ছিল ৷ মিরেপোতা এলাকায় বাসটি দ্রুত গতিতেই পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে ৷ গতি বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷

আরও পড়ুন : Shalboni Accident : শালবনীতে টহলদারি গাড়িতে লরির ধাক্কায় আহত 5 পুলিশ কর্মী

স্থানীয় বাসিন্দা আরিফ মুন্সি বলেন, ‘‘দুর্ঘটনার পর বাসের সামনের এবং নিচের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায় ৷ বাসটি হুমগড় থেকে বর্ধমান যাচ্ছিল ৷’’ এই বাস দুর্ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন : Purba Medinipur Road Accident : নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, পুলিশের গাড়িতে আগুন

স্থানীয় বাসিন্দা শেখ জাকির হোসেন বলেন, ‘‘প্রচণ্ড গতিতে গাড়িটা বর্ধমানের দিকে যাচ্ছিল ৷ গতি বেশি থাকায় পিক আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি ৷’’ হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর ৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.