বর্ধমান, 27 জুলাই : একদিকে যখন বাঁকুড়ায় স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে ভুয়ো বিল দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ ৷ ঠিক তখনই উল্টো ছবি বর্ধমানে ৷ নার্সিংহোমগুলি রোগীদের চিকিৎসা করিয়ে স্বাস্থ্যসাথীর টাকা পাচ্ছে না অভিযোগ করেছে । নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগের আঙুল তুলছে টিপিএ অর্থাৎ, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর এর বিরুদ্ধে ৷
নার্সিংহোম সংগঠনের অভিযোগ, সাধারণ গরিব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছিলেন । সেই মতো তারা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে ৷ অভিযোগ চিকিৎসা পরিষেবা দেওয়ার পর, বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়ে যাচ্ছে । ফলে এভাবে চলতে থাকলে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৷
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, সমস্যা দু’তরফেই রয়েছে । একদিকে যেমন টিপিএ কম টাকা দিতে চাইছে ৷ অন্যদিকে নার্সিংহোমগুলি বেশি বিল দেখাচ্ছে । প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন বলেন, ‘‘একজন রোগীকে ভরতি করার পরে যে বিল হচ্ছে, সেই বিল দিতে চাইছে না । বিভিন্ন কারণে সেই বিল আটকে দেওয়া হচ্ছে । সম্প্রতি এক রোগীর বিল হয়েছে 96 হাজার টাকা ৷ কিন্তু, জানানো হয়েছে 34 হাজার টাকার বেশি দেওয়া হবে না । অথচ ওই রোগীর ওষুধের বিল হয়েছে 67 হাজার টাকা । এই ভাবে চললে নার্সিংহোমগুলি বন্ধ করে দিতে হবে । একের পর এক এই ঘটনার ফলে প্রতিমাসে কয়েক লাখ টাকার ক্ষতি হচ্ছে ৷’’
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা না পাওয়ায় বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি লাভলীর
এদিন বিষয়টি খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা এক নার্সিংহোমে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন । তাঁরা বলেন, এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না ৷ কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছে । সেগুলি খতিয়ে দেখা হবে ।