বর্ধমান, 17 আগস্ট : বর্ধমান পৌরসভা এলাকার এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সমস্যায় পড়েছিলেন তাঁর পরিবারের লোকজন । বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় সেই বাড়ি ৷ পরিবারের লোকেরা বাজারে বা দোকানে যেতে পারছিলেন না ৷ চরম খাদ্য সংকটে পড়েছিল ওই পরিবার ৷ এই খবর ETV ভারতে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন। সোমবার পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় ৷
8 অগাস্ট ওই বাড়ির এক সদস্যের কোরোনা পরীক্ষা করা হয় । 12 অগাস্ট রিপোর্ট আসে । ধরা পড়ে কোরোনার সংক্রমণ । উপসর্গ না থাকায় তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় । এদিকে হঠাৎ করে বাড়ির সামনে ঘিরে দেওয়ায় পরিবারের সদস্যরা দোকান-বাজার করতে পারেননি । বাড়িতে মজুত থাকা খাবার শেষ হয়ে যায় ৷ এমনকী তাঁদের হাতে কোনও নগদও ছিল না।
আরও পড়ুন : মজুত খাবার শেষ, ফুরিয়েছে ওষুধও; সংকটে কোরোনায় আক্রান্তের পরিবার
এই খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । প্রশাসনের তরফে বর্ধমান পৌরসভাকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয় । এরপর বর্ধমান পৌরসভার তরফে আক্রান্ত পরিবারের হাতে চাল পাঠিয়ে দেওয়া হয় । অন্য সামগ্রীও পাঠানো হবে বলে জানানো হয়েছে । এছাড়া জেলাশাসক ওই পরিবারের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাঁদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
বর্ধমান পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার অমিত গুহ বলেন, "বর্ধমান উত্তরের মহকুমাশাসক তথা বর্ধমান পৌরসভার প্রশাসকের মাধ্যমে আমি জানতে পারি কোরোনা আক্রান্ত এক ব্যক্তি সমস্যায় পড়েছেন । প্রশাসক আমাকে জানান দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার সমাধান করতে । সেই মতো পৌরসভার যে নিয়ম আছে সেটা মেনেই খাদ্য সামগ্ৰী পাঠানো হয়েছে।"