ETV Bharat / city

Civic Polls Result 2022: বর্ধমানে 6টি পৌরসভাতেই জয়ী তৃণমূল, তিনটি বিরোধী শূন্য

বর্ধমানে ছটা পৌরসভার সবকটিতে জয় তৃণমূলের, তিনটি পৌরসভা বিরোধী শূন্য (Bengal Civic Polls Result 2022) ।

Civic Polls Result 2022
বর্ধমানে 6টি পৌরসভায় জয়ী তৃণমূল
author img

By

Published : Mar 2, 2022, 10:37 PM IST

পূ্র্ব বর্ধমান, 2 মার্চ: পূর্ব বর্ধমান জেলায় ছ'টি পৌরসভার মধ্যে সবকটি পৌরসভাই দখল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এরমধ্যে তিনটে পৌরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে (Bengal Civic Polls Result 2022) ।

আরও পড়ুন: Surajit Slams Suvendu : পৌরসভা নির্বাচনে ভরাডুবির ‘পুরস্কার’, শুভেন্দুকে শাড়ি পাঠাচ্ছেন তৃণমূল নেতা

এদিন জেলার বর্ধমান, গুসকরা, মেমারি, কালনা, কাটোয়া ও দাঁইহাটে ভোট গণনা শুরু হতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ের খবর আসতে থাকে । শুরু হয় তৃণমূল কর্মীদের মধ্যে আবির খেলা । তবে জেলার মধ্যে সবচেয়ে ভাল ফল হয়েছে বর্ধমান, গুসকরা ও দাঁইহাট পুরসভাতে। ওই তিনটে পৌরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে । বর্ধমান পুরসভার 35টি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে । গুসকরা পৌরসভায় 16টি আসনে ও দাঁইহাট পৌরসভার 14টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস । কালনা পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে 17টি ওয়ার্ড । 1টি ওয়ার্ড দখল করেছে সিপিএম । মেমারি পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । 1টি ওয়ার্ড দখল করেছে কংগ্রেস। কাটোয়া পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গেছে ১৫টি ওয়ার্ড । কংগ্রেস দখল করেছে 4টি ওয়ার্ড বাকি একটা ওয়ার্ডে জিতেছে নির্দল প্রার্থী।

বর্ধমানে শাসকদলের এই জয় নিয়ে কাটাক্ষ করে বিজেপি । বিরেধীদের অভিযোগ শাসকদল সন্ত্রাসের পরিবেশে ভোট করেছে ।

পূ্র্ব বর্ধমান, 2 মার্চ: পূর্ব বর্ধমান জেলায় ছ'টি পৌরসভার মধ্যে সবকটি পৌরসভাই দখল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এরমধ্যে তিনটে পৌরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে (Bengal Civic Polls Result 2022) ।

আরও পড়ুন: Surajit Slams Suvendu : পৌরসভা নির্বাচনে ভরাডুবির ‘পুরস্কার’, শুভেন্দুকে শাড়ি পাঠাচ্ছেন তৃণমূল নেতা

এদিন জেলার বর্ধমান, গুসকরা, মেমারি, কালনা, কাটোয়া ও দাঁইহাটে ভোট গণনা শুরু হতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ের খবর আসতে থাকে । শুরু হয় তৃণমূল কর্মীদের মধ্যে আবির খেলা । তবে জেলার মধ্যে সবচেয়ে ভাল ফল হয়েছে বর্ধমান, গুসকরা ও দাঁইহাট পুরসভাতে। ওই তিনটে পৌরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে । বর্ধমান পুরসভার 35টি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে । গুসকরা পৌরসভায় 16টি আসনে ও দাঁইহাট পৌরসভার 14টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস । কালনা পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে 17টি ওয়ার্ড । 1টি ওয়ার্ড দখল করেছে সিপিএম । মেমারি পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । 1টি ওয়ার্ড দখল করেছে কংগ্রেস। কাটোয়া পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গেছে ১৫টি ওয়ার্ড । কংগ্রেস দখল করেছে 4টি ওয়ার্ড বাকি একটা ওয়ার্ডে জিতেছে নির্দল প্রার্থী।

বর্ধমানে শাসকদলের এই জয় নিয়ে কাটাক্ষ করে বিজেপি । বিরেধীদের অভিযোগ শাসকদল সন্ত্রাসের পরিবেশে ভোট করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.