ETV Bharat / city

তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে জেলাজুড়ে আন্দোলনের হুমকি BJP-র - joytirmay mahato

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারির দাবিতে BJP-র বিক্ষোভ বর্ধমানে ৷ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করা সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাতোর পথ আটকালো পুলিশ ৷ জেলাজুড়ে আন্দোলনের হুমকি দিল BJP ৷

BJP demonstration at Bardhaman
BJP সাংসদ ৷
author img

By

Published : Jun 29, 2020, 10:33 PM IST

বর্ধমান, 29 জুন : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে বর্ধমানে এলেন সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত । দুই সাংসদ বর্ধমানে শহরের কার্জনগেট এলাকায় পৌঁছোতেই পুলিশি বাধার মুখে পড়লেন ৷ যার পর BJP কর্মীদের সঙ্গে বচসা বাধে পুলিশের । BJP-র নেতারা হুঁশিয়ারি দিলেন, পুলিশ ব্যবস্থা না নিলে জেলাজুড়ে আন্দোলন হবে । যদিও সেই সময় পুলিশ জানায়, রাজনৈতিক দলটি হামলার কথা বললেও দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

BJP-র অভিযোগ, বর্ধমান থানার বাইরে BJP কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা ৷ গোটা ঘটনার পেছনে রয়েছে এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ৷ সোমবার দুপুরে তার প্রতিবাদেই বিক্ষোভ দেখাতে বর্ধমানে আসেন BJP সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাতো । নেতারা আসার আগে থেকেই শহরে বিক্ষোভ দেখতে শুরু করে BJP ৷ গোলমালের আশঙ্কায় বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে দেয় । সাংসদেরা কার্জন গেটে পৌঁছতেই পথ আটকায় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসা বাধে BJP কর্মীদের । পরে পুলিশ সুপারের অফিসে যাওয়ার অসুবিধে হওয়ায় ব্যারিকেড তুলে নেয় পুলিশ । এই সময় দুই সাংসদ পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন নেতারা । পরে পুলিশ সুপারের কাছে গিয়েই BJP কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগ জানান সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত ।

BJP সাংসদ সুভাষ সরকার বলেন, "থানার বাইরে BJP কর্মীদের মারধর করেছে তৃণমূলের ছেলেরা । যাঁরা থানায় আশ্রয় নিয়েছিলেন তাঁদের তৃণমূলের নেতারা ধাক্কা মারতে মারতে বের করে দেয় । আজ আমরা বর্ধমানে এলে আমাদের আটকানো হয় । পুলিশের কাছে অভিযোগ করেছি । এরপরেও যদি প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার না করা হয়, তাহলে জেলা জুড়ে আন্দোলন হবে ।"

লিখিত অভিযোগ প্রসঙ্গে সাংসদদের বক্তব্য, "6 জন আহত হয়েছে । তাঁদের চিকিৎসা সহ অন্যান্য কাজের জন্য গতকাল অভিযোগ করা হয়নি ৷ আজ অভিযোগ করা হয়েছে ।"

বর্ধমান, 29 জুন : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে বর্ধমানে এলেন সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত । দুই সাংসদ বর্ধমানে শহরের কার্জনগেট এলাকায় পৌঁছোতেই পুলিশি বাধার মুখে পড়লেন ৷ যার পর BJP কর্মীদের সঙ্গে বচসা বাধে পুলিশের । BJP-র নেতারা হুঁশিয়ারি দিলেন, পুলিশ ব্যবস্থা না নিলে জেলাজুড়ে আন্দোলন হবে । যদিও সেই সময় পুলিশ জানায়, রাজনৈতিক দলটি হামলার কথা বললেও দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

BJP-র অভিযোগ, বর্ধমান থানার বাইরে BJP কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা ৷ গোটা ঘটনার পেছনে রয়েছে এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ৷ সোমবার দুপুরে তার প্রতিবাদেই বিক্ষোভ দেখাতে বর্ধমানে আসেন BJP সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাতো । নেতারা আসার আগে থেকেই শহরে বিক্ষোভ দেখতে শুরু করে BJP ৷ গোলমালের আশঙ্কায় বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে দেয় । সাংসদেরা কার্জন গেটে পৌঁছতেই পথ আটকায় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসা বাধে BJP কর্মীদের । পরে পুলিশ সুপারের অফিসে যাওয়ার অসুবিধে হওয়ায় ব্যারিকেড তুলে নেয় পুলিশ । এই সময় দুই সাংসদ পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন নেতারা । পরে পুলিশ সুপারের কাছে গিয়েই BJP কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগ জানান সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত ।

BJP সাংসদ সুভাষ সরকার বলেন, "থানার বাইরে BJP কর্মীদের মারধর করেছে তৃণমূলের ছেলেরা । যাঁরা থানায় আশ্রয় নিয়েছিলেন তাঁদের তৃণমূলের নেতারা ধাক্কা মারতে মারতে বের করে দেয় । আজ আমরা বর্ধমানে এলে আমাদের আটকানো হয় । পুলিশের কাছে অভিযোগ করেছি । এরপরেও যদি প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার না করা হয়, তাহলে জেলা জুড়ে আন্দোলন হবে ।"

লিখিত অভিযোগ প্রসঙ্গে সাংসদদের বক্তব্য, "6 জন আহত হয়েছে । তাঁদের চিকিৎসা সহ অন্যান্য কাজের জন্য গতকাল অভিযোগ করা হয়নি ৷ আজ অভিযোগ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.