বর্ধমান, 24 জানুয়ারি : দলের কার্যালয়ে হামলা, কর্মীদের মারধর, গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দীকে শোকজ় করল বিজেপি নেতৃত্ব। সাত দিনের মধ্যে তাঁকে শোকজ়ের জবাব দিতে বলা হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল নাগাদ বিজেপির গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান । বিজেপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ সাত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে । যদিও ধৃতদের দাবি ছিল, তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছে বিজেপি নেতৃত্ব । জেলা সভাপতি সন্দীপ নন্দীর নির্দেশেই এই হামলা হয়েছে বলে অভিযোগ । অবিলম্বে সন্দীপ নন্দীকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি ওঠে ৷
বিজেপি রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় যে শোকজ় চিঠি সন্দীপ নন্দীকে পাঠিয়েছেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, 21 জানুয়ারি বিজেপির জেলা কার্যালয়ে কর্মীদের মধ্যে মারামারি, পাথর ছোড়ার যে ঘটনা ঘটেছে তা কোনওভাবেই দল সমর্থন করে না । এই ঘটনায় যদি জেলা সভাপতির দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷ সেখানে আরও বলা হয়েছে প্রয়োজনে ভারতীয় জনতা পার্টির সংবিধান মেনে 25এ ও 25সি ধারায় পদক্ষেপ করা হতে পারে । সাত দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে । যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সন্দীপ নন্দীকে ফোন করা হলেও তিনি তা ধরেননি ৷