কালনা, 2 জানুয়ারি : পিকনিক করতে এসে 2 পক্ষের বচসা, মারামারি ৷ সেইসময় মদের বোতল দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই যুবকের নাম স্বপন পাল ৷ বাড়ি কালনার তাঁতিপাড়ায় ৷
বুধবার নতুন বছর উপলক্ষ্যে ঝাপানতলায় অনেকেই পিকনিক করতে এসেছিলেন । গান, আনন্দ, হই-হুল্লোড়ের মাঝে হঠাৎ জায়গা নিয়ে কথা কাটাকাটি হয় পিকনিক করতে আসা পাশাপাশি দুই দলের মধ্যে । ঝামেলা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । ওই সময় মদের বোতল দিয়ে স্বপনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে ।
তৎক্ষণাৎ আহত ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে কালনা থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ।