ETV Bharat / city

পিকনিকে বচসা, মাথা ফাটল যুবকের - মদের বোতলে মাথা ফাটল যুবকের

পিকনিকে জায়গা নিয়ে বচসা । তার জেরে হাতাহাতি । একপক্ষ অপর পক্ষের এক যুবককে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে ।

cracked head with wine bottle
মদের বোতলে মাথা ফাটল যুবকের
author img

By

Published : Jan 2, 2020, 9:34 AM IST

কালনা, 2 জানুয়ারি : পিকনিক করতে এসে 2 পক্ষের বচসা, মারামারি ৷ সেইসময় মদের বোতল দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই যুবকের নাম স্বপন পাল ৷ বাড়ি কালনার তাঁতিপাড়ায় ৷

বুধবার নতুন বছর উপলক্ষ্যে ঝাপানতলায় অনেকেই পিকনিক করতে এসেছিলেন । গান, আনন্দ, হই-হুল্লোড়ের মাঝে হঠাৎ জায়গা নিয়ে কথা কাটাকাটি হয় পিকনিক করতে আসা পাশাপাশি দুই দলের মধ্যে । ঝামেলা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । ওই সময় মদের বোতল দিয়ে স্বপনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে ।

তৎক্ষণাৎ আহত ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে কালনা থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ।

কালনা, 2 জানুয়ারি : পিকনিক করতে এসে 2 পক্ষের বচসা, মারামারি ৷ সেইসময় মদের বোতল দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই যুবকের নাম স্বপন পাল ৷ বাড়ি কালনার তাঁতিপাড়ায় ৷

বুধবার নতুন বছর উপলক্ষ্যে ঝাপানতলায় অনেকেই পিকনিক করতে এসেছিলেন । গান, আনন্দ, হই-হুল্লোড়ের মাঝে হঠাৎ জায়গা নিয়ে কথা কাটাকাটি হয় পিকনিক করতে আসা পাশাপাশি দুই দলের মধ্যে । ঝামেলা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । ওই সময় মদের বোতল দিয়ে স্বপনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে ।

তৎক্ষণাৎ আহত ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে কালনা থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ।

Intro:পিকনিক করতে এসে মদের বোতলে ফাটল মাথা!
পুলক যশ, কালনা

পিকনিক করতে এসে বচসার জেরে মারামারির সময় মদের বোতল দিয়ে মেরে এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বেশ কয়েকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কালনা কুশোডাঙ্গা ঝাপানতলা এলাকায়।বুধবার সকাল বেলায় পয়লা জানুয়ারি উপলক্ষে পিকনিক করতে এসেছিল তাঁতিপাড়ার বেশ কিছু যুবক।বেলা গড়াতেই স্বপন পাল নামে এক যুবক ওই এলাকায় পিকনিক করতে আসা আরেকটি দলের সাথে বচসায় জড়িয়ে পড়ে বলে জানা যায়।আর ঠিক সেই সময় স্বপন পালের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ওই যুবক।গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।যদিও অভিযুক্ত যুবকরা পলাতক।এই ঘটনার পরেই তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
অন্যদিকে ফের বেপোরোয়া গতির কারণে মোটরবাইক দুর্ঘটনায় আহত হোলো দুই যুবক।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার বিকালের দিকে কালনা-বর্ধমান রোডে কালনার দিকে যাওয়ার সময় বুলবুলিতলার কাছে সোনাডাঙ্গা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান একটি গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি সাঁকোয় ধাক্কা মারে।এরপরেই ওই মোটরবাইকে থাকা দুজন আহত হোন।তাদের মাথায় কোনো হেলমেট ছিলো না।রক্তাক্ত অবস্থায় বাপ্পা সেন নামে এক যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।Body:পিকনিক করতে এসে মদের বোতলে ফাটল মাথা! Conclusion:পিকনিক করতে এসে মদের বোতলে ফাটল মাথা!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.