বর্ধমান, 19 অগাস্ট : মুদিখানা দোকানের গুদামঘর থেকে রেশনের চাল উদ্ধার ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের কৃষি খামার ৷
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ওই দোকানে হানা দেয় । পুলিশি অভিযানে দোকান থেকে 58 বস্তা রেশনের চাল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । দোকানের মালিকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেনি । অবৈধভাবে চাল মজুত করার দায়ে ও জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক বিপদতারণ মালিককে আটক করেছে পুলিশ ।
কোরোনার জেরে অধিকাংশ মানুষের রোজগার বন্ধ । রেশনের চালের উপর নির্ভর করেই দিন কাটাচ্ছেন অনেক গরিব মানুষ । সেই পরিস্থিতিতে রেশনের চাল নিয়ে চোরা কারবার হলে প্রাপ্য ব্যাক্তিরা বঞ্চিত হবেন । তাই এইধরণের ঘটনা যাতে না ঘটে ও এই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন এলাকাবাসী । উদ্ধার হওয়া 58 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে ।
কীভাবে একটি মুদিখানা দোকানে এত পরিমাণ চাল মজুত করা হল? বিক্রির উদ্দেশ্যে এই চাল মজুত করা হয়েছিল কি না ? এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।