বর্ধমান , 9 নভেম্বর: নতুন করে পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 71 জন। জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, সোমবার ফের পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 71 জন। মৃত্যু হয়েছে 2 জনের । জেলায় মোট মৃতের সংখ্যা 126।
ফের 71 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8401 জন। যদিও এদের মধ্যে 7687 জন সুস্থ হয়ে গেছেন। 538 জনের চিকিৎসা চলছে। 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। হোম কোয়ারানটিনে রয়েছেন 156 জন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত,তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে ফিরে কোয়ারানটিনে রয়েছেন 27 জন।
আক্রান্ত 71 জনের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 11 জন, কাটোয়া পৌরসভা এলাকায় দুইজন, কালনা পৌরসভা এলাকায় একজন, মেমারি পৌরসভা এলাকায় 5 জন, আউসগ্রাম এক নম্বর ব্লকে একজন ,ভাতার ব্লকের 10 জন, বর্ধমান 1 নম্বর ব্লকে 5 জন ,গলসি দু'নম্বর ব্লকে একজন ,জামালপুর ব্লকে দুইজন ,খণ্ডঘোষ ব্লকে পাঁচজন , কাটোয়া 1 নম্বর ব্লকে দুজন, কাটোয়া দু'নম্বর ব্লকে দুজন, কালনা 1 ব্লকে 2 জন, কালনা 2নম্বর ব্লকে 1 জন, মেমারি 1নম্বর ব্লকে 8 জন, মঙ্গলকোট ব্লকে 3 জন, মন্তেশ্বর ব্লকে একজন, পূর্বস্থলী 1 ব্লক এ চার জন, পূর্বস্থলি 2 নম্বর ব্লকের দুজন আক্রান্ত হয়েছে। এছাড়া ভিন জেলা থেকে বর্ধমানে চিকিৎসা করাতে আসার পর 3 জনের শরীরে কোরোনা পজিটি়ভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে 6 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 65 জন উপসর্গহীন। কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন 12 জন, ভিন জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন একজন।বাকি 58 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলায় সুস্থতার হার 91.50শতাংশ, মৃত্যুর হার 1.49 শতাংশ।
পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত 71
জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । নতুন করে জেলায় আক্রান্ত হলেন 71 জন।
বর্ধমান , 9 নভেম্বর: নতুন করে পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 71 জন। জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, সোমবার ফের পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 71 জন। মৃত্যু হয়েছে 2 জনের । জেলায় মোট মৃতের সংখ্যা 126।
ফের 71 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8401 জন। যদিও এদের মধ্যে 7687 জন সুস্থ হয়ে গেছেন। 538 জনের চিকিৎসা চলছে। 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। হোম কোয়ারানটিনে রয়েছেন 156 জন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত,তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে ফিরে কোয়ারানটিনে রয়েছেন 27 জন।
আক্রান্ত 71 জনের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 11 জন, কাটোয়া পৌরসভা এলাকায় দুইজন, কালনা পৌরসভা এলাকায় একজন, মেমারি পৌরসভা এলাকায় 5 জন, আউসগ্রাম এক নম্বর ব্লকে একজন ,ভাতার ব্লকের 10 জন, বর্ধমান 1 নম্বর ব্লকে 5 জন ,গলসি দু'নম্বর ব্লকে একজন ,জামালপুর ব্লকে দুইজন ,খণ্ডঘোষ ব্লকে পাঁচজন , কাটোয়া 1 নম্বর ব্লকে দুজন, কাটোয়া দু'নম্বর ব্লকে দুজন, কালনা 1 ব্লকে 2 জন, কালনা 2নম্বর ব্লকে 1 জন, মেমারি 1নম্বর ব্লকে 8 জন, মঙ্গলকোট ব্লকে 3 জন, মন্তেশ্বর ব্লকে একজন, পূর্বস্থলী 1 ব্লক এ চার জন, পূর্বস্থলি 2 নম্বর ব্লকের দুজন আক্রান্ত হয়েছে। এছাড়া ভিন জেলা থেকে বর্ধমানে চিকিৎসা করাতে আসার পর 3 জনের শরীরে কোরোনা পজিটি়ভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে 6 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 65 জন উপসর্গহীন। কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন 12 জন, ভিন জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন একজন।বাকি 58 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলায় সুস্থতার হার 91.50শতাংশ, মৃত্যুর হার 1.49 শতাংশ।