ETV Bharat / city

সুদীপ জৈন থাকলে ভোট-লুটে সমস্যা হবে তৃণমূলের: অধীর

author img

By

Published : Mar 5, 2021, 4:05 PM IST

Updated : Mar 5, 2021, 4:16 PM IST

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অধীর চৌধুরী ৷ বলেন, পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন, এসপি, ডিএম আপনার দালালি করেছিল । আমরা অভিযোগ জানিয়েছিলাম । কিন্তু আপনার কাউকে সরানোর কথা মনে হয়নি ।

problem-for-tmc-to-corrupt-the-vote-said-adhir-chowdhury
problem-for-tmc-to-corrupt-the-vote-said-adhir-chowdhury

বহরমপুর, 5 মার্চ : সুদীপ জৈন থাকলে তৃণমুলের ভোট-লুট, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে । তাই সুদীপ জৈনকে সরানোর কথা বলছে তৃণমূল । বহরমপুরে সাংবাদিক বৈঠক এভাবেই তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি আরও বলেন, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেসের কোনও অভিযোগ নেই ।

সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল ৷ তাঁকে সরানোর দাবি তুলেছে রাজ্যের শাসক দল । সেই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "হয়তো সুদীপ জৈন এমন পদক্ষেপ নিতে চলেছেন যাতে তৃণমূলের ভোট-লুটে সমস্যা হতে পারে । তাই তাঁকে সরানোর কথা বলা হচ্ছে । তাঁর বিরুদ্ধে অভিযোগের স্তুপ তৈরি করা হচ্ছে । তৃণমূল যখনই মনে করবে ভোট-লুটে সমস্যা হবে, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে তখনই ক্ষোভ, বিক্ষোভ, আক্রোশ ব্যক্ত করে ।"

সুদীপ জৈন প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ অধীরের...

আরও পড়ুন : কামারহাটিতে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় আস্থা মদনে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অধীর চৌধুরী ৷ বলেন, "পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন, এসপি, ডিএম আপনার দালালি করেছিল । সেদিন আমরা অভিযোগ জানিয়েছিলাম । কিন্তু আপনার কাউকে সরানোর কথা মনে হয়নি । সুদীপ জৈন থাকলে নিশ্চয়ই আপনার সমস্যা হচ্ছে । তাই সরানোর কথা বলছেন । কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেসের কোনও অভিযোগ নেই ।"

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনে নানারকম সমস্যার কথা বলতে পারি । কিন্তু কাউকে সরানোর কথা বলতে পারি না । "

বহরমপুর, 5 মার্চ : সুদীপ জৈন থাকলে তৃণমুলের ভোট-লুট, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে । তাই সুদীপ জৈনকে সরানোর কথা বলছে তৃণমূল । বহরমপুরে সাংবাদিক বৈঠক এভাবেই তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি আরও বলেন, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেসের কোনও অভিযোগ নেই ।

সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল ৷ তাঁকে সরানোর দাবি তুলেছে রাজ্যের শাসক দল । সেই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "হয়তো সুদীপ জৈন এমন পদক্ষেপ নিতে চলেছেন যাতে তৃণমূলের ভোট-লুটে সমস্যা হতে পারে । তাই তাঁকে সরানোর কথা বলা হচ্ছে । তাঁর বিরুদ্ধে অভিযোগের স্তুপ তৈরি করা হচ্ছে । তৃণমূল যখনই মনে করবে ভোট-লুটে সমস্যা হবে, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে তখনই ক্ষোভ, বিক্ষোভ, আক্রোশ ব্যক্ত করে ।"

সুদীপ জৈন প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ অধীরের...

আরও পড়ুন : কামারহাটিতে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলায় আস্থা মদনে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অধীর চৌধুরী ৷ বলেন, "পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন, এসপি, ডিএম আপনার দালালি করেছিল । সেদিন আমরা অভিযোগ জানিয়েছিলাম । কিন্তু আপনার কাউকে সরানোর কথা মনে হয়নি । সুদীপ জৈন থাকলে নিশ্চয়ই আপনার সমস্যা হচ্ছে । তাই সরানোর কথা বলছেন । কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেসের কোনও অভিযোগ নেই ।"

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনে নানারকম সমস্যার কথা বলতে পারি । কিন্তু কাউকে সরানোর কথা বলতে পারি না । "

Last Updated : Mar 5, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.