ETV Bharat / city

বহরমপুরে সভার অনুমতি পেল না PFI - NRC CAA Protest

আজ বহরমপুরে সভা হওয়ার কথা ছিল । কিন্তু PFI-কে অনুমতি দিল না প্রশাসন ৷

PFI not allowed to hold meeting
অনুমতি পেল না PFI
author img

By

Published : Jan 5, 2020, 3:10 AM IST

বহরমপুর, 5 জানুয়ারি : NRC ও CAA-র প্রতিবাদে সভা করার ডাক দিয়েছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) ৷ আজ বহরমপুরের ভাকুড়ি মোড়ে সেই সভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু সভার অনুমতি দিল না প্রশাসন ৷

এবিষয়ে, নদিয়া- মুর্শিদাবাদ রেঞ্জের DIG তথা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আমরা খোঁজ নিয়ে জেনেছি নানা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত এই সংগঠন । ইতিমধ্যে ঝাড়খণ্ডে সংগঠনটিকে ব্যান করা হয়েছে । কেরল ও উত্তরপ্রদেশ সরকারও সংগঠনটিকে নিয়ে চিন্তায় রয়েছে । তাই এই পরিস্থিতিতে এখানে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না ।" যদিও এই সংগঠনের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি ৷ তবে, PFI-র পক্ষ থেকে আজকের কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি ।

প্রসঙ্গত, আজ ভাকুড়ি মোড়ে PFI-র সভা করা নিয়ে গোটা শহর জুড়ে পোস্টার পড়েছিল ৷ সেই পোস্টারে সভার প্রধান বক্তা হিসেবে তৃণমূলের বিধায়ক, সাংসদের নাম ছিল ৷ মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানেরও নাম ছিল ৷ যদিও তিনি দাবি করেন, ওই সভার সঙ্গে তাঁর কোন যোগ নেই ৷ তাঁকে না জানিয়েই পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে ৷

উল্লেখ্য, এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি রিপোর্ট দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, CAA-র প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাটসহ বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ হয়েছে, তার পিছনে মদত রয়েছে এই সংগঠনের । রিপোর্টে সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ । সূত্রের খবর, CAA -র প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পিছনেও PFI-র মদত রয়েছে ।

বহরমপুর, 5 জানুয়ারি : NRC ও CAA-র প্রতিবাদে সভা করার ডাক দিয়েছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) ৷ আজ বহরমপুরের ভাকুড়ি মোড়ে সেই সভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু সভার অনুমতি দিল না প্রশাসন ৷

এবিষয়ে, নদিয়া- মুর্শিদাবাদ রেঞ্জের DIG তথা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আমরা খোঁজ নিয়ে জেনেছি নানা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত এই সংগঠন । ইতিমধ্যে ঝাড়খণ্ডে সংগঠনটিকে ব্যান করা হয়েছে । কেরল ও উত্তরপ্রদেশ সরকারও সংগঠনটিকে নিয়ে চিন্তায় রয়েছে । তাই এই পরিস্থিতিতে এখানে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না ।" যদিও এই সংগঠনের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি ৷ তবে, PFI-র পক্ষ থেকে আজকের কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি ।

প্রসঙ্গত, আজ ভাকুড়ি মোড়ে PFI-র সভা করা নিয়ে গোটা শহর জুড়ে পোস্টার পড়েছিল ৷ সেই পোস্টারে সভার প্রধান বক্তা হিসেবে তৃণমূলের বিধায়ক, সাংসদের নাম ছিল ৷ মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানেরও নাম ছিল ৷ যদিও তিনি দাবি করেন, ওই সভার সঙ্গে তাঁর কোন যোগ নেই ৷ তাঁকে না জানিয়েই পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে ৷

উল্লেখ্য, এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি রিপোর্ট দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, CAA-র প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাটসহ বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ হয়েছে, তার পিছনে মদত রয়েছে এই সংগঠনের । রিপোর্টে সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ । সূত্রের খবর, CAA -র প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পিছনেও PFI-র মদত রয়েছে ।

Intro:পিএফআই বহরমপুরে সভার অনুমতি পেল না Body:বহরমপুর - আগামীকাল বহরমপুরে সভা করার অনুমতি পেল না PFI( পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া)। প্রশাসন সভার অনুমতি না দেওয়ায় ঘোর বিপাকে পড়েছে কেরলের এই সংগঠন। নদীয়া- মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি,সুপার মুকাশ কুমার বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত এই সংগঠন। ইতিমধ্যে ঝাড়খন্ডে সংগঠন ব্যান্ড করা হয়েছে। কেরল ও উত্তরপ্রদেশ সরকার সংগঠন নিয়ে ভাবছে। এই পরিস্থিতিতে এখানে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে সংগঠনের কর্মসূচিকে সমর্থন করে সোস্যাল মিডিয়ায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর চোধুরী। যদিও PFIর পক্ষ থেকে আগামীকাল তাদের কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি।
আগামীকাল বহরমপুরের ভাকুড়ি মোড়ে সিএএ ও এনআরসির প্রতিবাদে পিএফআইয়ের ঘোষিত কর্মসূচি ছিল। সেই সভায় বক্তা হিসাবে জেলা তৃণমূলের জেলা সভাপতি, এক বিধায়ক ও অপর এক সাংসদের নাম জড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু হয়। এদিনও তৃণমূলের জেলা সভাপতি স্পষ্ট জানিয়েছেন অনুমতি ছাড়া তাদের নাম দিয়ে লিপলেট ও ফেস্টুন টাঙিয়ে গর্হিত কাজ করেছে পিএফআই। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। এদিকে সভার অনুমতি না মেলায় আরও বিপাকে পড়েছে সংগঠনের রাজ্য নেতৃত্ব। যদিও রবিবারের সভানিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা। জল ঘোলার পিছনে রাজনৈতিক ষড়যন্তে রয়েছে বলেই ধারনা।Conclusion:রাজনৈতিক মহলে জলঘোলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.