ফরাক্কা, 15 জানুয়ারি : 34 নম্বর জাতীয় সড়কে কর্মরত অবস্থায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর (Home guard death in Farakka accident) । শনিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফরাক্কা থানার খোসালপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে । মৃত পুলিশ কর্মীর নাম গৌতম সরকার (39) । বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারলালপুর গ্রামে । তিনি ফরাক্কা থানায় হোমগার্ড পদে কর্মরত ছিলেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে জাতীয় সড়কে পেট্রোলিংয়ের ডিউটিতে ছিলেন ফরাক্কা থানার হোমগার্ড গৌতম সরকার । ময়নাগুড়ি থেকে মৃতদেহ নিয়ে কলকাতার দিকে আসা একটি অ্যাম্বুলেন্সকে ফরাক্কা থানা এলাকায় এসকর্ট করে ওই পেট্রোলিং গাড়ি । তারপরই ফরাক্কার দিকে ফিরে আসছিল ওই গাড়ি । খোসালপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে শৌচালয় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামেন ওই হোমগার্ড । সেসময় মালদাগামী দু'টি লরি একে অপরকে ওভারটেক করছিল । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হোমগার্ড গৌতম সরকারকে ধাক্কা মারে একটি লরি । সেখানেই লুটিয়ে পড়েন তিনি ।
তড়িঘড়ি তাঁর সহকর্মীরা গৌতমকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী । ঘাতক লরিটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ । কাকভোরে এমন মর্মান্তিক পথদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা থানা এলাকায় ।
আরও পড়ুন : Pakur Road Accident : ঝাড়খণ্ডের পাকুড়ে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত অন্তত 16