ETV Bharat / city

আসল খুনিকে ধরেনি পুলিশ, দাবি বিউটির বাবা-মায়ের

গরীব মানুষকে টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে । CBI তদন্তের দাবি করে এমনটাই জানালেন জিয়াগঞ্জে খুন হওয়া বিউটি পালের মা ৷

বিউটি পালের বাড়ির সামনে
author img

By

Published : Oct 15, 2019, 5:43 PM IST

Updated : Oct 16, 2019, 12:32 AM IST

জিয়াগঞ্জ, 15 অক্টোবর : জিয়াগঞ্জে স্ত্রী-পুত্র সহ শিক্ষক খুনের ঘটনার সাতদিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ এই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে স্বীকার করতে নারাজ মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের শাশুড়ি চন্দনা মণ্ডল ৷ বিউটির মা ৷ বিউটি পালের বাবা সুখেন মণ্ডলও একই দাবি করেছেন ৷

গতকাল রাতে সাগরদিঘি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷ খুনের কথা তিনি স্বীকার করেছেন, একথা পুলিশ জানিয়েছে ৷ আজ সকাল 10টায় এ নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, ''মুর্শিদাবাদের সাগরদিঘির সাহাপুরের থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উৎপল বেহরা ৷ আর্থিক লেনদেনের কারণেই ধৃত ওই ব্যক্তি বন্ধুপ্রকাশ ও তাঁর পরিবারকে খুন করেছেন ।''

আজ পুলিশের পক্ষ থেকে খুনের কিনারা হওয়ার কথা ঘোষণা করার পরই সরব হন বিউটি পালের মা চন্দনা ৷ তদন্তের নামে প্রহসন চলছে বলে তিনি অভিযোগ করেন ৷ পুরো ঘটনাটাই সাজানো ৷ ধৃত উৎপল বেহারা আসল খুনিই নয় ৷ আসল খুনি এখনও ধরা পড়েনি, এমনটাই দাবি চন্দনার ৷ পাশাপাশি তিনি এও বলেন, "রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েছি ৷ CBI তদন্ত চাই আমরা ৷"

তিনি বলেন, "সম্পত্তির কারণে মেয়ে এবং জামাইকে মারা হয়েছে । সবাই যুক্ত আছে । শৌভিক বণিককে ছাড়া হবে না । মামলাটাকে সাজিয়ে দেওয়া হল । যাকে ধরেছে সে আসল খুনি না । গরীব মানুষকে টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে ।"

তিনি বলেন, "তিনজন মানুষ এক ঘরে ছিল না ৷ খুনি যতই শক্তিশালী হোক, একার পক্ষে এই কাজ করা সম্ভব না ৷ ঘটনার তদন্তে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ " ৷ এই নৃশংস খুনের নেপথ্যে অন্য কেউ আছে ৷ নিজেদের ব্যর্থতা ঢাকা দিতেই পুলিশ এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাবেন বলে জানান বিউটির বাবা ৷

পুলিশ সুপার আজ সাংবাদিক বৈঠকে জানান, একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল । তাঁর কাছে বিমা করিয়েছিল উৎপল । দু'দফায় টাকা দিয়েছিল সে ৷ কিন্তু একবারই রসিদ দেন বন্ধুপ্রকাশ । তিনি বলেন, " তদন্ত করতে গিয়ে দেখি এই সিস্টেমের মধ্যে কিছু লোক প্রতারিত হয়েছেন ৷ টাকা পয়সা তাঁরা হয়ত দিয়ে দিয়েছেন ৷ কিন্তু সেগুলো জমা করা হয়নি ৷ তদন্ত করতে গিয়ে অভিযুক্তের নাম উঠে আসে ৷ উৎপলের বাবা মাধব বেহরা চাননি এই ধরনের অর্থলগ্নি সংস্থায় টাকা বিনিয়োগ করতে ৷ কিন্তু উৎপল বাবাকে বুঝিয়ে বিনিয়োগ করে ৷ 11 বছরের জন্য বিমা ৷ প্রতি বছরে বিনিয়োগ হচ্ছে 24,167 টাকা ৷ দু' ধাপে টাকা দিয়েছিল উৎপল ৷ একটার রসিদ পেয়েছিল ৷ একটার পায়নি ৷"

টাকা ফেরত চেয়েছিল উৎপল ৷ রসিদ এবং টাকা কোনও কিছুই না দিয়ে বন্ধুপ্রকাশ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ উৎপলের । সেই রাগেই খুন, জানিয়েছে পুলিশ ৷ এই পর্যন্ত ঠিকঠাকই চলছিল তদন্তের গতিপ্রকৃতি ৷ কিন্তু নতুন করে বিতর্ক উসকে দিলেন বিউটি পালের মা চন্দনা মণ্ডল ৷

দেখুন কী বলছে বিউটি পালের বাবা-মা

জিয়াগঞ্জ, 15 অক্টোবর : জিয়াগঞ্জে স্ত্রী-পুত্র সহ শিক্ষক খুনের ঘটনার সাতদিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ এই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে স্বীকার করতে নারাজ মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের শাশুড়ি চন্দনা মণ্ডল ৷ বিউটির মা ৷ বিউটি পালের বাবা সুখেন মণ্ডলও একই দাবি করেছেন ৷

গতকাল রাতে সাগরদিঘি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷ খুনের কথা তিনি স্বীকার করেছেন, একথা পুলিশ জানিয়েছে ৷ আজ সকাল 10টায় এ নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, ''মুর্শিদাবাদের সাগরদিঘির সাহাপুরের থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উৎপল বেহরা ৷ আর্থিক লেনদেনের কারণেই ধৃত ওই ব্যক্তি বন্ধুপ্রকাশ ও তাঁর পরিবারকে খুন করেছেন ।''

আজ পুলিশের পক্ষ থেকে খুনের কিনারা হওয়ার কথা ঘোষণা করার পরই সরব হন বিউটি পালের মা চন্দনা ৷ তদন্তের নামে প্রহসন চলছে বলে তিনি অভিযোগ করেন ৷ পুরো ঘটনাটাই সাজানো ৷ ধৃত উৎপল বেহারা আসল খুনিই নয় ৷ আসল খুনি এখনও ধরা পড়েনি, এমনটাই দাবি চন্দনার ৷ পাশাপাশি তিনি এও বলেন, "রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েছি ৷ CBI তদন্ত চাই আমরা ৷"

তিনি বলেন, "সম্পত্তির কারণে মেয়ে এবং জামাইকে মারা হয়েছে । সবাই যুক্ত আছে । শৌভিক বণিককে ছাড়া হবে না । মামলাটাকে সাজিয়ে দেওয়া হল । যাকে ধরেছে সে আসল খুনি না । গরীব মানুষকে টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে ।"

তিনি বলেন, "তিনজন মানুষ এক ঘরে ছিল না ৷ খুনি যতই শক্তিশালী হোক, একার পক্ষে এই কাজ করা সম্ভব না ৷ ঘটনার তদন্তে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ " ৷ এই নৃশংস খুনের নেপথ্যে অন্য কেউ আছে ৷ নিজেদের ব্যর্থতা ঢাকা দিতেই পুলিশ এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাবেন বলে জানান বিউটির বাবা ৷

পুলিশ সুপার আজ সাংবাদিক বৈঠকে জানান, একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল । তাঁর কাছে বিমা করিয়েছিল উৎপল । দু'দফায় টাকা দিয়েছিল সে ৷ কিন্তু একবারই রসিদ দেন বন্ধুপ্রকাশ । তিনি বলেন, " তদন্ত করতে গিয়ে দেখি এই সিস্টেমের মধ্যে কিছু লোক প্রতারিত হয়েছেন ৷ টাকা পয়সা তাঁরা হয়ত দিয়ে দিয়েছেন ৷ কিন্তু সেগুলো জমা করা হয়নি ৷ তদন্ত করতে গিয়ে অভিযুক্তের নাম উঠে আসে ৷ উৎপলের বাবা মাধব বেহরা চাননি এই ধরনের অর্থলগ্নি সংস্থায় টাকা বিনিয়োগ করতে ৷ কিন্তু উৎপল বাবাকে বুঝিয়ে বিনিয়োগ করে ৷ 11 বছরের জন্য বিমা ৷ প্রতি বছরে বিনিয়োগ হচ্ছে 24,167 টাকা ৷ দু' ধাপে টাকা দিয়েছিল উৎপল ৷ একটার রসিদ পেয়েছিল ৷ একটার পায়নি ৷"

টাকা ফেরত চেয়েছিল উৎপল ৷ রসিদ এবং টাকা কোনও কিছুই না দিয়ে বন্ধুপ্রকাশ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ উৎপলের । সেই রাগেই খুন, জানিয়েছে পুলিশ ৷ এই পর্যন্ত ঠিকঠাকই চলছিল তদন্তের গতিপ্রকৃতি ৷ কিন্তু নতুন করে বিতর্ক উসকে দিলেন বিউটি পালের মা চন্দনা মণ্ডল ৷

দেখুন কী বলছে বিউটি পালের বাবা-মা
Intro:Body:রামপুরহাট, 15 অক্টোবর: আজ জিয়াগঞ্জ হত্যাকান্ডের কিনারা করেছে বলে দাবী করে পুলিশ সুপার মুখেশ কুমার। তিনি দাবী করেন, আর্থিক লেদদেনের জন্য মুর্শিদাবাদের সাগরদীঘির সাহাপুরের উৎপল বেহারা নামের এক যুবক শিক্ষক ও তার পরিবার কে খুন করেছে। এই নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলনও করেন। কিন্তু পুলিশের এই তদন্তে কি সঠিক বলে মেনে নিচ্ছেন না মৃত বিউটি পালের মা চনন্দা মন্ডল। তার দাবী পুলিশ সঠিক তদন্দ করেনি। অবিলম্বে সিবি আই কে তদন্ত করাতে হবে। তিনি বলেন, “ সম্পত্তির কারনে এই তার মেয়ে এবং জামাই কে মারা হয়েছে। সবাই যুক্ত আছে। সৌভিক বনিক কে ছাড়া হবে না। কেশ টাকে সাজিয়ে দেওয়া হল। যাকে ঘরেছে সে আসল খুনি না। গরীব মানুষ টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে।” মৃত বিউটি পালের বাবা সুখেন চন্দ্র মন্ডল জানান,“ আমরা বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবো। এই তদন্তে রাজ্য সরকার ফেলিওর। এক জনের দ্বারা এই ভাবে তিন জনকে খুন করা সম্ভব না। আমরা মানতে পারছি না।আমরা সিবি আই তদন্তের দাবী করছি” Conclusion:
Last Updated : Oct 16, 2019, 12:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.