বহরমপুর, 1 ফেব্রুয়ারি : জলঙ্গির খুনের ঘটনার পর থেকে উত্তেজনার পারদ ধিক্ ধিক্ করে জ্বলছে মানুষের মনে । দুই জনের মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রা ৷ বৃহস্পতিবার নিহতদের দেহ নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । অন্যদিকে আজ জলঙ্গির খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাল কংগ্রেস । আজ বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে মিছিলও বের করা হয় ।
জলঙ্গির সাহেবনগরে "নাগরিক মঞ্চ" নামে স্থানীয় সংগঠন CAA-র বিরুদ্ধে বনধের ডাক দেয় । তৃণমূলের মেতা-কর্মীদের একাংশ এই বনধ তুলে দিতে যায় বলে অভিযোগ ৷ আন্দোলনরতদের উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে । বিক্ষুব্ধদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ । মারা যায় দুই গ্রামবাসী । এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে জলঙ্গির তৃণমূলের ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের দিকে । বাসিন্দাদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশও সমানভাবে দায়ি ।
আজকের মিছিল থেকে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি ৷ কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না । তহিরউদ্দিন শেখ এখনও গ্রেপ্তার হয়নি ৷ এদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ যুক্ত নয় ৷