ETV Bharat / city

জলঙ্গিতে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল কংগ্রেসের - জলঙ্গির খুনের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তারের দাবি তুলল কংগ্রেস

আজকের মিছিল থেকে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি ৷ কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না ।

Jalangi incident
আসামিকে গ্রেপ্তারের দাবি তুলল কংগ্রেস
author img

By

Published : Feb 1, 2020, 8:55 PM IST

বহরমপুর, 1 ফেব্রুয়ারি : জলঙ্গির খুনের ঘটনার পর থেকে উত্তেজনার পারদ ধিক্ ধিক্ করে জ্বলছে মানুষের মনে । দুই জনের মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রা ৷ বৃহস্পতিবার নিহতদের দেহ নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । অন্যদিকে আজ জলঙ্গির খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাল কংগ্রেস । আজ বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে মিছিলও বের করা হয় ।


জলঙ্গির সাহেবনগরে "নাগরিক মঞ্চ" নামে স্থানীয় সংগঠন CAA-র বিরুদ্ধে বনধের ডাক দেয় । তৃণমূলের মেতা-কর্মীদের একাংশ এই বনধ তুলে দিতে যায় বলে অভিযোগ ৷ আন্দোলনরতদের উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে । বিক্ষুব্ধদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ । মারা যায় দুই গ্রামবাসী । এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে জলঙ্গির তৃণমূলের ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের দিকে । বাসিন্দাদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশও সমানভাবে দায়ি ।

আজকের মিছিল থেকে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি ৷ কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না । তহিরউদ্দিন শেখ এখনও গ্রেপ্তার হয়নি ৷ এদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ যুক্ত নয় ৷

জলঙ্গিতে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল কংগ্রেসের

বহরমপুর, 1 ফেব্রুয়ারি : জলঙ্গির খুনের ঘটনার পর থেকে উত্তেজনার পারদ ধিক্ ধিক্ করে জ্বলছে মানুষের মনে । দুই জনের মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রা ৷ বৃহস্পতিবার নিহতদের দেহ নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । অন্যদিকে আজ জলঙ্গির খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাল কংগ্রেস । আজ বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে মিছিলও বের করা হয় ।


জলঙ্গির সাহেবনগরে "নাগরিক মঞ্চ" নামে স্থানীয় সংগঠন CAA-র বিরুদ্ধে বনধের ডাক দেয় । তৃণমূলের মেতা-কর্মীদের একাংশ এই বনধ তুলে দিতে যায় বলে অভিযোগ ৷ আন্দোলনরতদের উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে । বিক্ষুব্ধদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ । মারা যায় দুই গ্রামবাসী । এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে জলঙ্গির তৃণমূলের ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের দিকে । বাসিন্দাদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশও সমানভাবে দায়ি ।

আজকের মিছিল থেকে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি ৷ কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না । তহিরউদ্দিন শেখ এখনও গ্রেপ্তার হয়নি ৷ এদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কেউ যুক্ত নয় ৷

Intro:জলঙ্গীর খুনের ঘটনার প্রেক্ষিতে মূল আসামি গ্রেপ্তারের দাবিতে মিছিল কংগ্রেসের পক্ষ থেকে।Body:জলঙ্গীর খুনের ঘটনার প্রেক্ষিতে মূল আসামি গ্রেপ্তারের দাবিতে মিছিল কংগ্রেসের পক্ষ থেকে।

জলঙ্গি তে নিরীহ মানুষদের ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের হামলা এবং সেইসঙ্গে মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের ওপর মিথ্যা কেস দিয়ে পুলিশি সন্ত্রাসে বিরোধিতা করতেই পুলিশ-প্রশাসন ও রাজ্য সরকারের বিরোধীতায় শনিবার বহরমপুর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল করা হয়। গত 29 শে জানুয়ারি এনআরসি নিয়ে বিরোধিতা করতে একটি পথসভার আয়োজন করেছিল এলাকার বেশকিছু মানুষ। সেখানে খুন হয় সালাউদ্দিন সেখ ও আনারুল বিশ্বাস। সেই নিয়ে যথেষ্ট পরিস্থিতি থমথমে হয় এবং সেইসঙ্গে পথ অবরোধ করেন মৃতদেহ নিয়ে যাতে আসল খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল করা হয়। বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি কিন্তু কেন তাকে অবিলম্বে গ্রেফতার করা হচ্ছে না। তহির উদ্দিন শেখ যার নামটি প্রথমে উঠে এসেছিল তিনি এখনো পর্যন্ত গ্রেফতার হননি যেখানে ওনার নামে সরাসরি অভিযোগ এনেছেন মৃতের পরিবারের লোকেরা। এদিকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে কিন্তু স্থানীয়দের কথা যে ওরা তিনজনেই যুক্ত নয় এই ঘটনায়। এই সমস্ত কিছু ঘটনার প্রেক্ষিতে এবং অবিলম্বে খুনির গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।Conclusion:এই সমস্ত কিছু ঘটনার প্রেক্ষিতে এবং অবিলম্বে খুনির গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.