ETV Bharat / city

বহরমপুরে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা, বসিয়ে দিয়ে এলেন অধীর - booth

বহরমপুর কলেজিয়েট স্কুলের 94/95 নম্বর বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Apr 29, 2019, 7:39 AM IST

Updated : Apr 29, 2019, 7:50 AM IST

বহরমপুর, 29 এপ্রিল: আজ রাজ্যে সপ্তদশ লোকসভার চতুর্থ দফায় রাজ্যের মোট 8টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে । সকালে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর কলেজিয়েট স্কুলের 94/95 নম্বর বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি । তিনি দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন । ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়ায় । কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নেই সংশ্লিষ্ট ওই বুথটিতে ।

ভিডিয়োয় দেখুন

আজ রাজ্যের বহরমপুর ছাড়াও ভোটগ্রহণ চলছে বীরভূম, আসানসোল, বোলপুর, বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ।

বহরমপুর, 29 এপ্রিল: আজ রাজ্যে সপ্তদশ লোকসভার চতুর্থ দফায় রাজ্যের মোট 8টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে । সকালে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর কলেজিয়েট স্কুলের 94/95 নম্বর বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি । তিনি দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন । ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়ায় । কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নেই সংশ্লিষ্ট ওই বুথটিতে ।

ভিডিয়োয় দেখুন

আজ রাজ্যের বহরমপুর ছাড়াও ভোটগ্রহণ চলছে বীরভূম, আসানসোল, বোলপুর, বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ।

sample description
Last Updated : Apr 29, 2019, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.