ETV Bharat / city

হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত 2

হরিহরপাড়ার পথ দুর্ঘটনায় মৃত 2 । ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ ।

2 died in road accident in murshidabad
হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত 2
author img

By

Published : Apr 26, 2020, 4:44 PM IST

হরিহরপাড়া, 26 এপ্রিল : পিকআপ ভ্যানের ধাক্কায় মুর্শিদাবাদে মৃত দুই । মৃতদের নাম সুবতন বিবি (55) ও সিদ্দিক শেখ । হরিহর পাড়া থানা এলাকার ঘটনা । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

মৃতা সুবতন বিবি চুয়া নতুন পাড়া বাজার এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখ নাজির পুর এলাকায় বাস করতেন । আজ সকালে পিকআপ ভ্যানটি আমতলার দিকে যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা লাগে সেটির । তারপর রাস্তায় হেঁটে যাওয়া সুবতন বিবিকে ধাক্কা দেয় ভ্যানটি । তিনি সেখানেই মারা যান ।

পিকআপ ভ্যানটি তারপর একটি মোটর বাইকে ধাক্কা দেয় । বাইকের পিছনে বসা সিদ্দিক শেখ নিহত হন । বাইক চালক জখম হন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে । দেহগুলি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসক ঘোষণা করেন, সুবতন বিবি ও সিদ্দিক শেখ মৃত ।

তদন্তে নেমেছে পুলিশ । ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে । চালক পলাতক ।

হরিহরপাড়া, 26 এপ্রিল : পিকআপ ভ্যানের ধাক্কায় মুর্শিদাবাদে মৃত দুই । মৃতদের নাম সুবতন বিবি (55) ও সিদ্দিক শেখ । হরিহর পাড়া থানা এলাকার ঘটনা । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

মৃতা সুবতন বিবি চুয়া নতুন পাড়া বাজার এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখ নাজির পুর এলাকায় বাস করতেন । আজ সকালে পিকআপ ভ্যানটি আমতলার দিকে যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা লাগে সেটির । তারপর রাস্তায় হেঁটে যাওয়া সুবতন বিবিকে ধাক্কা দেয় ভ্যানটি । তিনি সেখানেই মারা যান ।

পিকআপ ভ্যানটি তারপর একটি মোটর বাইকে ধাক্কা দেয় । বাইকের পিছনে বসা সিদ্দিক শেখ নিহত হন । বাইক চালক জখম হন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে । দেহগুলি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসক ঘোষণা করেন, সুবতন বিবি ও সিদ্দিক শেখ মৃত ।

তদন্তে নেমেছে পুলিশ । ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে । চালক পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.