ETV Bharat / city

মুনমুনকে ডাবের জল খাওয়ান, TMC-কে ভোট দেবেন না : বাবুল - modi

আসানসোলের হটন রোড ও ইসমাইল এলাকায় বাবুল সুপ্রিয় তাঁর নির্বাচনী প্রচার করেন। গতকাল প্রচারে এসে মুনমুন সেনের নির্বাচনী প্রচারকে কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় (ফোটো সৌজন্যে ফেসবুক)
author img

By

Published : Mar 30, 2019, 10:32 AM IST

Updated : Mar 30, 2019, 1:02 PM IST

আসানসোল, 30 মার্চ : "মুনমুন প্রচারে গেলে তাঁকে মিষ্টি খাওয়ান, ডাবের জল খাওয়ান। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, যে দলের হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না। গতকাল একথা বলেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের হটন রোড ও ইসমাইল এলাকায় বাবুল সুপ্রিয় তাঁর নির্বাচনী প্রচার করেন। গতকাল প্রচার শুরুর আগে হটন রোডের প্রাচীন কালী মন্দিরে স্ত্রী এবং কন্যার সঙ্গে পুজো দেন।

ভিডিয়োয় শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "আমরা সবাই সুচিত্রা সেনের ভক্ত। সুচিত্রা সেনের পোস্টার দিয়ে যদি উনি মনে করেন ভোটের রাজনীতি করা যায়, তাহলে আমি মনে করি এটি অত্যন্ত অন্যায়। বাঁকুড়া থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ পাঁচ বছরে কোনও কাজ করেননি। এই পাঁচ বছরে তাঁকে 7-8 বারের বেশি দেখা যায়নি। বাঁকুড়ার মানুষ কী রায় দিয়েছেন সেটা দেখতে হবে। সেই রায়ের উপরই নিশ্চয় দিদি সিদ্ধান্ত নিয়েছেন। নাহলে তাঁকে বাঁকুড়ায় আরও একবার রাখতে পারতেন। আসানসোলে দিলেন কেন? এগুলি মানুষের চোখে ধরা পড়েছে।"

পরে তিনি বলেন, "সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। তাঁরা বাংলার সৌন্দর্যকে গোটা ভারতের কাছে নিয়ে গেছেন। কিন্তু তিনি যে পার্টির হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না।"

আসানসোল, 30 মার্চ : "মুনমুন প্রচারে গেলে তাঁকে মিষ্টি খাওয়ান, ডাবের জল খাওয়ান। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, যে দলের হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না। গতকাল একথা বলেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের হটন রোড ও ইসমাইল এলাকায় বাবুল সুপ্রিয় তাঁর নির্বাচনী প্রচার করেন। গতকাল প্রচার শুরুর আগে হটন রোডের প্রাচীন কালী মন্দিরে স্ত্রী এবং কন্যার সঙ্গে পুজো দেন।

ভিডিয়োয় শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "আমরা সবাই সুচিত্রা সেনের ভক্ত। সুচিত্রা সেনের পোস্টার দিয়ে যদি উনি মনে করেন ভোটের রাজনীতি করা যায়, তাহলে আমি মনে করি এটি অত্যন্ত অন্যায়। বাঁকুড়া থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ পাঁচ বছরে কোনও কাজ করেননি। এই পাঁচ বছরে তাঁকে 7-8 বারের বেশি দেখা যায়নি। বাঁকুড়ার মানুষ কী রায় দিয়েছেন সেটা দেখতে হবে। সেই রায়ের উপরই নিশ্চয় দিদি সিদ্ধান্ত নিয়েছেন। নাহলে তাঁকে বাঁকুড়ায় আরও একবার রাখতে পারতেন। আসানসোলে দিলেন কেন? এগুলি মানুষের চোখে ধরা পড়েছে।"

পরে তিনি বলেন, "সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। তাঁরা বাংলার সৌন্দর্যকে গোটা ভারতের কাছে নিয়ে গেছেন। কিন্তু তিনি যে পার্টির হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না।"

Intro:বাবুল সুপ্রিয়ের নির্বাচনীয় দলীয় কার্যালয় উদ্বোধন কে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা । বিশৃঙ্খলার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক ।


Body:আজ রানীগঞ্জের কোল্ডফিল্ড এলাকায় নির্বাচনীয় দলীয় কার্যালয় উদ্বোধন ছিল । সেই নির্বাচনীয় দলীয় কার্যালয় উদ্বোধন বাবুল সুপ্রিয়র হাত দিয়ে হওয়ার কথা । সেই কথা মত দলীয় কার্যালয় উদ্বোধন এর জন্য বাবুল সুপ্রিয় তার নিজের মোটরসাইকেল চালিয়ে আসেন রানীগঞ্জে । সঙ্গে ছিল কর্মী-সমর্থকরা । এর পরেই তিনি যখন নির্বাচনীয় দলীয় কার্যালয়ে উপস্থিত হন । সুপ্রিয় কে ঘিরে কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় জমে যায় । এছাড়াও সাধারণ মানুষ সেলফি ছবি তোলায় বিশৃংখলা সৃষ্টি হয় । বাবুল সুপ্রিয় কে ঘিরে বিশৃংখলার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক । জাতীয় সড়ক অবরুদ্ধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় । যানজট নিয়ন্ত্রণে আনতে হিমসিমে পড়ে রানীগঞ্জ থানার পুলিশ । পরে রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাতীয় সড়ক জানজট মুক্ত করে ।


Conclusion:কর্মী-সমর্থকদের বিশৃঙ্খলার জেরে শুধু মাত্র নির্বাচনীয় দলীয় কার্যালয় উদ্বোধন করে তাড়াতাড়ি বেরিয়ে যান বাবুল সুপ্রিয় । এতেই নিচু শ্রেণীতে ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
Last Updated : Mar 30, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.