আসানসোল, 30 মার্চ : "মুনমুন প্রচারে গেলে তাঁকে মিষ্টি খাওয়ান, ডাবের জল খাওয়ান। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, যে দলের হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না। গতকাল একথা বলেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলের হটন রোড ও ইসমাইল এলাকায় বাবুল সুপ্রিয় তাঁর নির্বাচনী প্রচার করেন। গতকাল প্রচার শুরুর আগে হটন রোডের প্রাচীন কালী মন্দিরে স্ত্রী এবং কন্যার সঙ্গে পুজো দেন।
পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "আমরা সবাই সুচিত্রা সেনের ভক্ত। সুচিত্রা সেনের পোস্টার দিয়ে যদি উনি মনে করেন ভোটের রাজনীতি করা যায়, তাহলে আমি মনে করি এটি অত্যন্ত অন্যায়। বাঁকুড়া থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ পাঁচ বছরে কোনও কাজ করেননি। এই পাঁচ বছরে তাঁকে 7-8 বারের বেশি দেখা যায়নি। বাঁকুড়ার মানুষ কী রায় দিয়েছেন সেটা দেখতে হবে। সেই রায়ের উপরই নিশ্চয় দিদি সিদ্ধান্ত নিয়েছেন। নাহলে তাঁকে বাঁকুড়ায় আরও একবার রাখতে পারতেন। আসানসোলে দিলেন কেন? এগুলি মানুষের চোখে ধরা পড়েছে।"
পরে তিনি বলেন, "সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। তাঁরা বাংলার সৌন্দর্যকে গোটা ভারতের কাছে নিয়ে গেছেন। কিন্তু তিনি যে পার্টির হয়ে কথা বলছেন সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না।"