আসানসোল, 15 মার্চ : আসন্ন ভোটে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ । প্রথমবার চালু হচ্ছে প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার প্রক্রিয়া । ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে প্রতিটি জেলায় । জেলা প্রশাসন মনে করছে, এর ফলে এবার এমন বহু মানুষ ভোট দিতে পারবেন, যাঁরা এতদিন শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা অথবা বয়সজনিত কারণে ভোটকেন্দ্রে আসতেন না ।
পশ্চিম বর্ধমান জেলায় গড়ে আশি শতাংশের কাছাকাছি ভোটদান হয়ে থাকে । সমীক্ষা করে দেখা গিয়েছে, যে কুড়ি শতাংশ মানুষ ভোট দিতেন না, তার মধ্যে অনেকেই বয়স্ক এবং প্রতিবন্ধী । তাঁদের ভোট দেওয়ার সুযোগ করে দিতেই নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন । আসন্ন নির্বাচনে কমিশনের নতুন নিয়মে চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধী হলে অথবা আশি বছরের বেশি বয়স হলে তিনি বাড়িতে বসেই ভোট দিতে পারবেন ৷ পোস্টাল ব্যালটের মাধ্যমে ।
আরও পড়ুন: কমিশনের কাছে পুর প্রশাসকদের সরানোর দাবি তুলল বিজেপি
পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক শুভেন্দু বসু জানিয়েছেন, প্রথমে প্রতিটি ব্লকে সমীক্ষা করা হয়েছে । কারা চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধী এবং কাদের আশি বছরের বেশি বয়স ৷ তাঁরা এবার বাড়িতে বসেই ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ৷ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলেই পোস্টার ব্যালট ছাপানো হবে । তারপর নির্দিষ্ট দিনে ভোটকর্মীরা পৌঁছে যাবেন বিশেষ ভোটারদের বাড়িতে । সঙ্গে থাকবেন সুরক্ষা কর্মীরাও । এরপর বাড়িতে বসেই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রতিবন্ধী ও বয়স্করা ।
গোটা বিষয়টি সম্পূর্ণভাবে নিরাপদ এবং গোপনীয় রাখা হবে বলেই জানিয়েছেন শুভেন্দুবাবু ৷ এইক্ষেত্রে ডাকযোগেও বাড়িতে বাড়িতে পোস্টাল ব্যালট পাঠানো হতে পারে । ডাকের খরচ দিতে হবে না ভোটদাতাকে । এই উদ্যোগে খুশি যাঁদের জন্য ব্যবস্থা তাঁরা ও তাঁদের পরিবার ৷
আসানসোলের বাসিন্দা শুভ্রা ঘোষ বলেন, আমার মেয়ে শারীরিকভাব অক্ষম । এবছর প্রথম ভোট দেবে । খুব চিন্তায় ছিলাম কী করে ভোটকেন্দ্রে নিয়ে যাব । কিন্তু নির্বাচন কমিশনের উদ্যোগে নিশ্চিন্ত বোধ করছি ।