ETV Bharat / city

মানুষ কোথাও না কোথাও আমাদের উপর খুশি নয় : জিতেন্দ্র তিওয়ারি - admit people are not happy with our development

আসানসোলের উন্নয়নের জন্য তিনি বাবুলকে সহযোগিতা করবেন বলে জানালেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : May 23, 2019, 7:34 PM IST

Updated : May 23, 2019, 9:48 PM IST

আসানসোল, 23 মে : সারাদেশে মোদি ঝড়, রাজ্যেও গেরুয়া শিবিরের জয়জয়কার । পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জিততে চলেছেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুলের জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন, হারের কারণ পর্যালোচনা করতে হবে ।

জিতেন্দ্র তেওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আসানসোলে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি । আজকে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে । গণতন্ত্রে এই রায়কে আমরা মেনে নিচ্ছি । আসানসোলের মানুষ আসানসোলের উন্নয়নের দায়িত্ব বাবুল সুপ্রিয়র হাতে তুলে দিয়েছেন । আমরা আশা করব যেদিন (বাবুল সুপ্রিয়) শপথ নেবেন তারপর থেকেই এই দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেবেন । আমরা ওনাকে সবরকম সহযোগিতা করব । "

ভিডিয়োয় শুনুন আসানসোলের মেয়রের বক্তব্য

তবে আসানসোলে আবার কেন তৃণমূলের এমন পরাজয় এই প্রসঙ্গে তিনি বলেন, "যদি হারের কারণ জানতাম তাহলে তো এই ফলই হত না । তবে মনে করছি কিছু ইমোশনাল ইশু রয়েছে, যেগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে । আমরা সেগুলির কাউন্টার ঠিকভাবে করতে পারিনি ।"

তিনি আরও বলেন, "প্রচুর মানুষ বলেছেন যে, আমরা ভালো কাজ করেছি । আমরাও সেটা জেনে খুশি ছিলাম যে আমরা খুব ভালো কাজ করেছি । তবে আজকের রায় দেখে মনে হল মানুষ কোথাও না কোথাও আমাদের উপর খুশি নয় । "

আসানসোল, 23 মে : সারাদেশে মোদি ঝড়, রাজ্যেও গেরুয়া শিবিরের জয়জয়কার । পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জিততে চলেছেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুলের জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন, হারের কারণ পর্যালোচনা করতে হবে ।

জিতেন্দ্র তেওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আসানসোলে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি । আজকে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে । গণতন্ত্রে এই রায়কে আমরা মেনে নিচ্ছি । আসানসোলের মানুষ আসানসোলের উন্নয়নের দায়িত্ব বাবুল সুপ্রিয়র হাতে তুলে দিয়েছেন । আমরা আশা করব যেদিন (বাবুল সুপ্রিয়) শপথ নেবেন তারপর থেকেই এই দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেবেন । আমরা ওনাকে সবরকম সহযোগিতা করব । "

ভিডিয়োয় শুনুন আসানসোলের মেয়রের বক্তব্য

তবে আসানসোলে আবার কেন তৃণমূলের এমন পরাজয় এই প্রসঙ্গে তিনি বলেন, "যদি হারের কারণ জানতাম তাহলে তো এই ফলই হত না । তবে মনে করছি কিছু ইমোশনাল ইশু রয়েছে, যেগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে । আমরা সেগুলির কাউন্টার ঠিকভাবে করতে পারিনি ।"

তিনি আরও বলেন, "প্রচুর মানুষ বলেছেন যে, আমরা ভালো কাজ করেছি । আমরাও সেটা জেনে খুশি ছিলাম যে আমরা খুব ভালো কাজ করেছি । তবে আজকের রায় দেখে মনে হল মানুষ কোথাও না কোথাও আমাদের উপর খুশি নয় । "

Intro:সম্পূর্ণ ফলাফলের আগেই আসানসোলে বিজেপির বিজয় মিছিল । বাজি ফটকা ফাটালো বিজেপি সমর্থকরা । গেরুয়া আবির আসানসোলে।


Body:সম্পূর্ণ ফলাফল এর আগেই বিজেপি সমর্থকরা বিজয় মিছিল বের করল আসানসোলে । বিজেপি সমর্থকরা বাজি ফটকা ফাটালো । উড়ল আসানসোলে গেরুয়া আবীর ।

১৪ দফায় ভোট গণনায় বাবুল সুপ্রিয় এক লক্ষ ভোটে এগিয়ে থাকায় বিজেপি সমর্থকরা বিজয় উল্লাসে মাতলো ।


Conclusion:।
Last Updated : May 23, 2019, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.