আসানসোল, 30 মে : ‘‘জিতেন্দ্র তিওয়ারি দা ভোটে কী রোল প্লে করেছেন ? ভোটের কাজ করেছেন ? মানে দলের হয়ে কাজ করেছেন, না বিরোধিতা করেছেন ?’’ এক মহিলা কণ্ঠে এমনই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে আসানসোলে ৷ বলা হচ্ছে এই অডিয়োতে শুনতে পাওয়া স্বরটি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের (এই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ যেখানে তিনি আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন (Viral Audio Clip of Agnimitra Paul on Jitendra Tiwari) ৷ 17 সেকেন্ডের অডিয়ো ক্লিপকে ঘিরে বিজেপির অন্দরেই বিতর্ক শুরু হয়েছে ৷ অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে ৷ আসানসোলের রাজনৈতিক মহলে এমন কানাঘুষো শুরু হয়েছে যে, বিজেপির নিজের দলের লোকদেরে উপরেই আস্থা নেই ৷
প্রসঙ্গত, আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে 3 লক্ষের বেশি ব্যবধান পরাজিত হন অগ্নিমিত্রা পল ৷ যে হারের পর্যালোচনা করতে গিয়ে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে ৷ যেখানে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ৷ বিশেষত, বিধানসভা ভোটের পর যেখানে একে একে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা ফের ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন ৷ আর জিতেন্দ্র তিওয়ারির সেই সব নেতাদের মধ্যে একজন যিনি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷
আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ৷ সংবাদমাধ্যমের সামনেই পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল স্বীকার করেছিলেন, তিনি এই ভরাডুবি মেনে নিতে পারছেন না ৷ এর পিছনে শাসকদলের ছাপ্পা-ভোট একটা বড় ভূমিকা নিয়েছে বলে বারাবার অভিযোগ করেছেন অগ্নিমিত্রা ৷ তবে, প্রকাশ্যে না হলেও, হারের পর্যালোচনা করতে গিয়ে বিজেপির অন্দরে একাধিকবার অন্তর্ঘাতের অভিযোগ উঠে এসেছিল বলেই সূত্রের খবর ৷ আর এ বার অগ্নিমিত্রা পলের কণ্ঠস্বর বলে প্রকাশিত অডিয়ো ক্লিপে, বিজেপির অন্তর্ঘাতের অভিযোগ সামনে এল ৷ তবে, এই অডিয়ো ক্লিপে দ্বিতীয় কোনও ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়নি ৷ কেবলই মহিলা কণ্ঠস্বরটি সামনে এসেছে ৷
আরও পড়ুন : Agnimitra Paul : "মানুষের এই রায় মাথা পেতে নিচ্ছি", মন্তব্য অগ্নিমিত্রা পলের
যে অডিয়ো ক্লিপে বলতে শোনা গিয়েছে, ‘‘জিতেন্দ্র তিওয়ারি দা ভোটে কী রোল প্লে করেছেন ? ভোটের কাজ করেছেন ? মানে দলের হয়ে কাজ করেছেন, না বিরোধিতা করেছেন ? আমি সেটা জানতে চাইছি ৷’’ তবে, ওই কণ্ঠস্বর কাকে এই প্রশ্ন করছেন, তা স্পষ্ট নয় ৷ এমনকি তা ফোন রেকর্ডিং নাকি সামনাসামনি রেকর্ড করা অডিয়ো তাও স্পষ্ট নয় ৷
প্রসঙ্গত, লোকসভা উপনির্বাচনের সময় জিতেন্দ্র তিওয়ারির নিষ্ক্রিয় থাকা আসানসোলের বিজেপি নেতাদের মনে একাধিক প্রশ্ন তুলেছে ৷ যদিও সূত্রের দাবি, লোকসভা উপনির্বাচনের সময় জিতেন্দ্র তিওয়ারির মেয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৷ সেই সময় মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলেন ৷ তবে, ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপ বিজেপির অন্দরে চলা অস্থিরতায় ঘৃতাহুতির কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : Abhishek to Governor : ‘সীমারেখা লঙ্ঘন’ প্রসঙ্গে তপ্ত রাজ্য-রাজনীতি, রাজ্যপালকে পালটা জবাব অভিষেকের
এ নিয়ে অগ্নিমিত্রা পল বাঁকুড়ায় একটি প্রতিক্রিয়া দিয়েছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, উপনির্বাচনের ফলাফল নিয়ে তিনি ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভূমিকা নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন ৷ এটি তেমনি কোনও আলোচনা ক্লিপ হতে পারে বলে, সেখানে জানিয়েছেন অগ্নিমিত্রা পল ৷ আর জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন, এমন কোনও অডিয়ো ক্লিপের কথা তাঁর জানা নেই ৷