ETV Bharat / city

Anubrata Mondal কেন্দ্রের চক্রান্তেই কেন্দ্রীয় সংস্থার টার্গেট, আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর

গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গত 11 অগস্ট তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ তার পর থেকে দু’দফায় 14 দিন সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত ৷ বুধবার ওই মেয়াদ শেষ হওয়ায় তাঁকে ফের আদালতে পেশ করা হয় ৷

union-govt-targets-anubrata-mondal-through-central-agency-advocates-claims-in-court
Anubrata Mondal কেন্দ্রের চক্রান্তেই কেন্দ্রীয় সংস্থার টার্গেট, আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর
author img

By

Published : Aug 24, 2022, 2:23 PM IST

Updated : Aug 24, 2022, 2:38 PM IST

আসানসোল, 24 অগস্ট : ফের আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ গত 11 অগস্ট তাঁকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ তার পর থেকে তিনি দু’দফায় 14 দিন সিবিআইয়ের হেফাজতে রয়েছেন ৷ এদিন সেই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে সকলে ৷

অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে রেখেছিল সিবিআই ৷ এদিন সকালে সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে ৷ বেলা 12টা 50 মিনিট নাগাদ তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তার পর শুরু হয় সওয়াল জবাব ৷ সিবিআই সূত্রে খবর, তাঁর জেল হেফাজতের আবেদন করা হয়েছে আদালতে ৷ অনুব্রত প্রভাবশালী ৷ সেই কারণে তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছে ৷

আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

অন্যদিকে আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন ৷ তাঁদের যুক্তি, অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও পায়নি সিবিআই ৷ অনুব্রতকে টার্গেট করেই তদন্ত চলছে ৷ প্রতিহিংসার শিকার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছে সিবিআই ৷ তাঁকে মোট ন’বার নোটিস পাঠায় সিবিআই ৷ তার মধ্যে মাত্র একবার তিনি কলকাতার নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিয়েছিলেন ৷ আর বাকি প্রতিটি ক্ষেত্রেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন ৷

শেষ পর্যন্ত 11 অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি দল ৷ তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর 100 জন জওয়ান ৷ অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ সিবিআই বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলে বিশেষ সিবিআই আদালতে ৷ সেদিন আদালত তাঁকে 10 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিল ৷ সেই মেয়াদ শেষ হওয়ার পর আরও চারদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠায় আদালত ৷ ওই মেয়াদ আজ শেষ হচ্ছে ৷ এখন দেখার আজ আদালত কী নির্দেশ দেয় !

আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি

আসানসোল, 24 অগস্ট : ফের আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ গত 11 অগস্ট তাঁকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ তার পর থেকে তিনি দু’দফায় 14 দিন সিবিআইয়ের হেফাজতে রয়েছেন ৷ এদিন সেই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে সকলে ৷

অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে রেখেছিল সিবিআই ৷ এদিন সকালে সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে ৷ বেলা 12টা 50 মিনিট নাগাদ তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তার পর শুরু হয় সওয়াল জবাব ৷ সিবিআই সূত্রে খবর, তাঁর জেল হেফাজতের আবেদন করা হয়েছে আদালতে ৷ অনুব্রত প্রভাবশালী ৷ সেই কারণে তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছে ৷

আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

অন্যদিকে আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন ৷ তাঁদের যুক্তি, অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও পায়নি সিবিআই ৷ অনুব্রতকে টার্গেট করেই তদন্ত চলছে ৷ প্রতিহিংসার শিকার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছে সিবিআই ৷ তাঁকে মোট ন’বার নোটিস পাঠায় সিবিআই ৷ তার মধ্যে মাত্র একবার তিনি কলকাতার নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিয়েছিলেন ৷ আর বাকি প্রতিটি ক্ষেত্রেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন ৷

শেষ পর্যন্ত 11 অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি দল ৷ তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর 100 জন জওয়ান ৷ অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ সিবিআই বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলে বিশেষ সিবিআই আদালতে ৷ সেদিন আদালত তাঁকে 10 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিল ৷ সেই মেয়াদ শেষ হওয়ার পর আরও চারদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠায় আদালত ৷ ওই মেয়াদ আজ শেষ হচ্ছে ৷ এখন দেখার আজ আদালত কী নির্দেশ দেয় !

আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি

Last Updated : Aug 24, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.