ETV Bharat / city

পশ্চিম বর্ধমানে কোরোনায় আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়াল - Asansol Municipal Corporation

24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 101 ৷ মোট আক্রান্তের সংখ্যা 10 হাজার 14 জন ৷

কোরোনা পরিস্থিতি আসানসোল
কোরোনা পরিস্থিতি আসানসোল
author img

By

Published : Oct 28, 2020, 10:45 PM IST

আসানসোল, 28 অক্টোবর : পুজোর পরই পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজারের গণ্ডি ছাড়াল । জেলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 হাজার 14 জন । এই পরিস্থিতিতে 1 নভেম্বর থেকে আসানসোল পৌরনিগম এলাকায় ব্যাপকভাবে স্যানিটাইজ়েশনের উদ্যোগ নেওয়া হয়েছে ৷

পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কাপ্রকাশ করেছিলেন চিকিৎসকদের একাংশ । আর সেই আশঙ্কাকে সত্যি করেই পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়াল । 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 101 জন ৷ যদিও আক্রান্তের চেয়ে 24 ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি ছিল । 121 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 8 হাজার 754 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের । এখনও পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা 96 । 1 হাজার 164 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ।

যদিও মনে করা হচ্ছে, অনেকেই এমন আছেন যাঁরা পরীক্ষা না করিয়ে বাড়িতে থাকছেন । সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । জেলায় কোরোনা সংক্রমণের হার দেখে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ব্যাপকভাবে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হয়েছে ৷ আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পৌরনিগমের বিভিন্ন এলাকাকে স্যানিটাইজ় করা হবে । যেহেতু বাইরে থেকে অনেকে এসেছিলেন সেহেতু সংক্রমণের আশঙ্কা বাড়ছে ।

আসানসোল, 28 অক্টোবর : পুজোর পরই পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজারের গণ্ডি ছাড়াল । জেলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 হাজার 14 জন । এই পরিস্থিতিতে 1 নভেম্বর থেকে আসানসোল পৌরনিগম এলাকায় ব্যাপকভাবে স্যানিটাইজ়েশনের উদ্যোগ নেওয়া হয়েছে ৷

পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কাপ্রকাশ করেছিলেন চিকিৎসকদের একাংশ । আর সেই আশঙ্কাকে সত্যি করেই পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়াল । 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 101 জন ৷ যদিও আক্রান্তের চেয়ে 24 ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি ছিল । 121 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 8 হাজার 754 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের । এখনও পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা 96 । 1 হাজার 164 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ।

যদিও মনে করা হচ্ছে, অনেকেই এমন আছেন যাঁরা পরীক্ষা না করিয়ে বাড়িতে থাকছেন । সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । জেলায় কোরোনা সংক্রমণের হার দেখে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ব্যাপকভাবে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হয়েছে ৷ আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পৌরনিগমের বিভিন্ন এলাকাকে স্যানিটাইজ় করা হবে । যেহেতু বাইরে থেকে অনেকে এসেছিলেন সেহেতু সংক্রমণের আশঙ্কা বাড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.