আসানসোল, 24 অগস্ট: আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay wins)৷ একে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি (TMC candidate wins)৷
গত 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয় । আজ ছিল ভোটগণনা ৷ শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিয়ে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে 5 হাজার 477 ভোটে পরাজিত করেছেন তিনি । শুভাশিস মণ্ডল পেয়েছেন 1206টি ভোট ।
আসানসোল পৌর উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 8457টি । বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছে এই নির্বাচনে । বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী 485টি ভোট পেয়েছেন । আর তলানিতে গিয়ে ঠেকেছে কংগ্রেস । কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় মাত্র 83টি ভোট পেয়েছেন ।
আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি
জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের জয় । এই জয়ের জন্য জামুড়িয়াবাসীকে অশেষ ধন্যবাদ ৷ উন্নয়নের জন্যই এই বিপুল জয় সম্ভব হয়েছে ।"
আগামী দিনে তিনি কীভাবে তাঁর কাজ এগিয়ে নিয়ে যাবেন সে সম্পর্কে বিধান উপাধ্যায় বলেন, "আমি ওই ওয়ার্ডটি ঘুরে দেখেছি । এখন কিছু বলব না । আমার ইচ্ছে আছে, ওই ওয়ার্ডটিকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার ।" ভোটে প্রহসন ও ভোট লুটের অভিযোগ করেছিল বিজেপি । তার উত্তরে বিজয়ী প্রার্থী বলেছেন, "ওদের পায়ের তলায় জমি সরে গিয়েছে । এই ভোট তার প্রমাণ । আর ওরা হেরে গেলে তোতাপাখির মতো এক বুলি বলে ।"