ETV Bharat / city

AMC By Poll 2022 আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায় - আসানসোল পৌর নিগমের উপনির্বাচন

আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay wins)৷ জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

tmc-candidate-bidhan-upadhyay-wins-in-amc-by-poll-2022
বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়
author img

By

Published : Aug 24, 2022, 11:00 AM IST

Updated : Aug 24, 2022, 2:25 PM IST

আসানসোল, 24 অগস্ট: আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay wins)৷ একে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি (TMC candidate wins)৷

গত 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয় । আজ ছিল ভোটগণনা ৷ শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিয়ে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে 5 হাজার 477 ভোটে পরাজিত করেছেন তিনি । শুভাশিস মণ্ডল পেয়েছেন 1206টি ভোট ।

tmc-candidate-bidhan-upadhyay-wins-in-amc-by-poll-2022
বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

আসানসোল পৌর উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 8457টি । বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছে এই নির্বাচনে । বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী 485টি ভোট পেয়েছেন । আর তলানিতে গিয়ে ঠেকেছে কংগ্রেস । কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় মাত্র 83টি ভোট পেয়েছেন ।

tmc-candidate-bidhan-upadhyay-wins-in-amc-by-poll-2022
তৃণমূল কর্মীদের বিজয়োল্লাস

আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি

জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের জয় । এই জয়ের জন্য জামুড়িয়াবাসীকে অশেষ ধন্যবাদ ৷ উন্নয়নের জন্যই এই বিপুল জয় সম্ভব হয়েছে ।"

আসানসোলে বিপুল ভোটে জয়ী বিধান উপাধ্যায়

আগামী দিনে তিনি কীভাবে তাঁর কাজ এগিয়ে নিয়ে যাবেন সে সম্পর্কে বিধান উপাধ্যায় বলেন, "আমি ওই ওয়ার্ডটি ঘুরে দেখেছি । এখন কিছু বলব না । আমার ইচ্ছে আছে, ওই ওয়ার্ডটিকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার ।" ভোটে প্রহসন ও ভোট লুটের অভিযোগ করেছিল বিজেপি । তার উত্তরে বিজয়ী প্রার্থী বলেছেন, "ওদের পায়ের তলায় জমি সরে গিয়েছে । এই ভোট তার প্রমাণ । আর ওরা হেরে গেলে তোতাপাখির মতো এক বুলি বলে ।"

আসানসোল, 24 অগস্ট: আসানসোল পৌর নিগমের উপনির্বাচনে (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay wins)৷ একে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি (TMC candidate wins)৷

গত 21 অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয় । আজ ছিল ভোটগণনা ৷ শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিয়ে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে 5 হাজার 477 ভোটে পরাজিত করেছেন তিনি । শুভাশিস মণ্ডল পেয়েছেন 1206টি ভোট ।

tmc-candidate-bidhan-upadhyay-wins-in-amc-by-poll-2022
বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়

আসানসোল পৌর উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 8457টি । বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছে এই নির্বাচনে । বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী 485টি ভোট পেয়েছেন । আর তলানিতে গিয়ে ঠেকেছে কংগ্রেস । কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় মাত্র 83টি ভোট পেয়েছেন ।

tmc-candidate-bidhan-upadhyay-wins-in-amc-by-poll-2022
তৃণমূল কর্মীদের বিজয়োল্লাস

আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি

জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের জয় । এই জয়ের জন্য জামুড়িয়াবাসীকে অশেষ ধন্যবাদ ৷ উন্নয়নের জন্যই এই বিপুল জয় সম্ভব হয়েছে ।"

আসানসোলে বিপুল ভোটে জয়ী বিধান উপাধ্যায়

আগামী দিনে তিনি কীভাবে তাঁর কাজ এগিয়ে নিয়ে যাবেন সে সম্পর্কে বিধান উপাধ্যায় বলেন, "আমি ওই ওয়ার্ডটি ঘুরে দেখেছি । এখন কিছু বলব না । আমার ইচ্ছে আছে, ওই ওয়ার্ডটিকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার ।" ভোটে প্রহসন ও ভোট লুটের অভিযোগ করেছিল বিজেপি । তার উত্তরে বিজয়ী প্রার্থী বলেছেন, "ওদের পায়ের তলায় জমি সরে গিয়েছে । এই ভোট তার প্রমাণ । আর ওরা হেরে গেলে তোতাপাখির মতো এক বুলি বলে ।"

Last Updated : Aug 24, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.