জামুরিয়া, 5 মে : BDO অফিসে BJP-র ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়াল জামুড়িয়ায় । BJP কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । BJP কর্মী-সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আজ জামুড়িয়ার বাহাদুরপুরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপিও জমা দেন তাঁরা । এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে এলে তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জামুড়িয়ার BJP-র ব্লক সভাপতি লক্ষ্মণ বাউড়ি বলেন "রাজ্য জুড়ে রেশন দুর্নীতি চলছে । গরিব মানুষ রেশন পাচ্ছে না। এছাড়াও গরিব কৃষকরা অনাহারে দিন কাটাচ্ছেন । এই সমস্ত কয়েকটি বিষয় নিয়ে আজ জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি স্মারকলিপি জমা করতে যাই । স্মারকলিপি জমা করে যখন বেরিয়ে আসছিলাম তখন তৃণমূলের কর্মী-সমর্থকরা আমাদের উপর হামলা চালায় । আমাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় । আমাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয় । পরে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছালে তৃণমূল কর্মী-সমর্থকরা চলে যায়।"
তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায় বলেন " গত দু'দিন ধরে BJP-র লোকজন জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করছে। ব্লক অফিসে বিভিন্ন কাজে আসা স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেন । এরপর BJP-র কর্মী-সমর্থকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়।"
জামুড়িয়ায় BDO অফিসে ডেপুটেশনের পর BJP কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল - BDO
আজ জামুড়িয়ার বাহাদুরপুরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপিও জমা দেন তাঁরা । এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে এলে তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।
জামুরিয়া, 5 মে : BDO অফিসে BJP-র ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়াল জামুড়িয়ায় । BJP কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । BJP কর্মী-সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আজ জামুড়িয়ার বাহাদুরপুরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপিও জমা দেন তাঁরা । এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে এলে তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জামুড়িয়ার BJP-র ব্লক সভাপতি লক্ষ্মণ বাউড়ি বলেন "রাজ্য জুড়ে রেশন দুর্নীতি চলছে । গরিব মানুষ রেশন পাচ্ছে না। এছাড়াও গরিব কৃষকরা অনাহারে দিন কাটাচ্ছেন । এই সমস্ত কয়েকটি বিষয় নিয়ে আজ জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি স্মারকলিপি জমা করতে যাই । স্মারকলিপি জমা করে যখন বেরিয়ে আসছিলাম তখন তৃণমূলের কর্মী-সমর্থকরা আমাদের উপর হামলা চালায় । আমাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় । আমাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয় । পরে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছালে তৃণমূল কর্মী-সমর্থকরা চলে যায়।"
তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায় বলেন " গত দু'দিন ধরে BJP-র লোকজন জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করছে। ব্লক অফিসে বিভিন্ন কাজে আসা স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেন । এরপর BJP-র কর্মী-সমর্থকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়।"